বুঝ এখন কেমন মজা , আগে আমার কথা তো কেও বিশ্বাস করল না । তাই বুঝুক এইবার মজা । আমি আগে কত করে বললাম যে আমি কাজ টা আমি করি নাই কিন্তু তখনতো কেও বিশ্বাস করল না , আমি বললাম আল্লার কসম এমন কি তার পরেও না । তাইলে আর আমার আর কি করার আছে । এইবার বুঝুক সবাই কেমন মজা ।
দেখ না এই অন্ধকার ঘরটায় কত লোক ভীড় করেছে এমনিতেও এই সময় কারেন্ট থাকে না তারপরও এই রুমে এত ভীড় । কিন্তু আমি কি করব ? আমার কথাতো আর তখন কেও শুনে নি তাই সবাই কষ্ট করুক এই গরমে , আমার কি ? ঐদেখ বারাকাত স্যার কোণায় দাড়িয়ে ঘাম মুছছে , মুছুক । আমাকে সিক্স থেকে এই বার নাইন পর্যন্ত তিন বছর ধরে পড়ালেন তাও কিনা আমার কথা বিশ্বাস করলেন না তাইলে আর আমার কি করার আছে । তাই গরমে দাড়িয়ে দাড়িয়ে হাঁসফাঁস করুন আর আমার কথা বিশ্বাস না করলে কি হয় সেটাই চিন্তা করুন ।
ঐদেখ পাশের বাসার বুবনিও এসে গেছে দেখি । আস , আস তুইও বাকি থাকবি কেন তোর শাস্তি্টাও নিয়ে যা । আরে কত ছোটকাল থেকে কলোনীতে আমরা পাশাপাশি বাসায় থাকি , এক ক্লাসে এক স্কুলে পড়ি তারপরও কিনা তুই আমাকে বিশ্বাস করলি না ? আমাকে বললি – ছিঃ । তোকে আমি কত ভালবাসি তারপরও বললি- ছিঃ । যা তোর সাথে আর কথাই বলবো না । বুঝ তাইলে এইবার মজা বুঝ ।
শুধু ছোটদার জন্য খারাপ লাগছে বেচারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে । মন খারাপ লাগলে বোকাটা কিছুই করতে পারে না শুধু জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে । মা কত বকল ওকে তাও বদলালো না মন খারাপ লাগলে শুধু জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে । বেচারা ঢাকায় পড়ে , কিছু না বুঝেই শাস্তি পেয়ে গেল । আহারে ছোটদার জন্য কষ্ট লাগছে ।
মা’র তো ছোটখাট কারনেই অজ্ঞান হওয়া স্বভাব আজকে রুমের কোণায় কয়েকজন মা কে মাথায় পানি ঢালছে আর কেও বাতাস করছে । বেচার জ্ঞান আসার পরপরি অজ্ঞান হয়ে যাচ্ছে । বাবা মাথায় হাত দিয়ে বসে আছে চাচারা কি কি যেন বলছে । কিন্তু কিছুই তার কানে যাচ্ছে বলে মনে হয় না কখন গেছে বলে মনেও হয় না । নাইলে কি এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকা লাগে । কত করে বললাম আমি নকল করি নাই , পরীক্ষার সময় আমার পাশে পরে থাকা কাগজ টা কার আমি জানি না কিন্তু কেও শুনল না । স্যাররা শুনল না এমন কি তোমরাও না । সবার মত তোমরা কেন আমাকে বললে- ছিঃ ? তাই তোমরা কষ্ট পাও আমার রশিতে ঝুলে পরা লাশের পাশে বসে কষ্ট পাও ।
নিবিড়
nibir110@hotmail.com
ব্রিলিয়ান্ট :thumbup:
লেখার ভঙ্গিমাটা খুব পছন্দ হইসে...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ধন্যবাদ সাকেব ভাই 🙂
ছিঃ
মরার পরেও মিথ্যা বলার জন্য রাশেদের ব্যাঞ্চাই... :grr: :grr:
🙁 🙁 🙁
কমেন্ট কাউন্ট বাড়ানোর জন্য এক কথা দুই ভাবে বলাই তোর ব্যাঞ্চাই x-(
তোর পোষ্টে কমেন্ট বাড়াইতেসি,এইটা বুঝার মত বুদ্ধি না থাকায় তোর ব্যাঞ্চাই... x-(
নকলও কইরবা, আবার রশিতে ঝুইলা মজাও দেখবা ... এইটা ঠিক না বাচ্চু।
না হয় ধরাই খাইছ ... এত অভিমান ক্যান ??
(রাশেদ প্লট আর লেখা'র ধরণ্টা চ্রম হইছে। সাবাস)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আরে তাইফুর ভাই পোলাতো নকল করে নাই 🙁 এর জন্যই তো এত অভিমান 🙁
(আপনার কথা শুনে খুব ভাল লাগল ) 😀
দারুণ। তোমাদের মতো করে ভাবতে বা লিখতে পারিনা কেন? 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনাদের মত দুরে থাক,আমি ভাবতেই পারিনা...লিখতেও পারিনা....আমার কি হবে?? :(( :((
বন্য দুষ্টমী করো না (কপিরাইটা-সাইমন)
ভাব নিসে তো লাবলু ভাই... x-( x-(
😀 😀
ফুয়াদ রিমিক্স 😀 জুবায়ের কই 😀
জুবায়ের ক্যান??ব্যাকভোকাল দেওয়ার জন্য্?? 😉 😉
তোর জিহাদের সেই গীতিকবিতার কথা মনে আসে?? :khekz: :khekz:
জিহাদের ঐ গীতিকবিতা ভুলি কেম্নে 😀
হবে নাকি একবার 😛
মাজহার কে ডাকলে কেমন হয় 😀
ডাকতে পারিস..তবে খুব খিয়াল কইরা..মনে রাখিস...
হি ইজ দ্য ফর্ম লিডার অফ দ্যট ফর্ম 😀
ফর্ম লিডার ...... ও ও...... ফর্ম লিডার 😀
গট ইট? :))
সিম্পলী জোস। অসাধারন প্লট।
ধন্যবাদ ভাইয়া 🙂
ভালো লেগেছে 😀
তাইলে গান শুনেন এইবার :guitar:
রাশেদ গল্পটা ভাল লেগেছে। বর্ণনার ভংগিটা সুন্দর লেগেছে। :clap:
তোর প্রোফাইল ছবির ভঙ্গিটাও সুন্দর। 😉
ধন্যবাদ দোস্ত 😀
অসাধারণ :boss: :boss: :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
🙂 🙂 🙂
:thumbup: :thumbup: :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀
প্লটটাতো দারুন :thumbup:
বসুন্ধরা নাকি ইষ্টার্ণ হাউসিং এর বলতো :-B
গল্পের নায়ক ছেলে না হয়ে মেয়ে (সেক্ষেত্রে নায়িকা হতো) মনে হয় আরো উপযুক্ত হতো, কারন মেয়েরা বেশি গলায় দড়ি দেয় 😛
লেখার ধরন ভাল লেগেছে, শেষের লাইন পড়ার আগ পযন্ত বুঝিনি ঘটনা কি ঘটেছে। সাবাশ রাশেদ :clap:
ইহা পূর্বাচলের প্লট :-B
ধন্যবাদ ভাইয়া 🙂
amio last line er age kichu bujhini! tobe i think - cheler boyanei besi jothartho hoyeche.
excellent rashed
p.s: sorry for english(frm mobile)
আপনার মতামত পেয়ে ভাল লাগল ভাইয়া 🙂
গল্পের প্রথম দিকে বুঝিনাই কি হচ্ছে, মাঝামাঝি এসে আইডিয়া করতে পেরেছি।
চমৎকার একটা লেখা।
তোমার গল্পগুলো পড়তে খুব ভালো লাগে।
ধন্যবাদ তানভীর ভাই ।
ভাল্লাগছে। :salute:
B-)
মামা,তুমি তো দেখি এক একটা বারুদ ফাটাইতেসো......ভাল হইছে খুব গল্পটা...।। :clap: :clap:
যা তুই দুইটা দিতে বলছিলি আমি এখন পর্যন্ত ৭টা দিছি 😀
গল্প পড়ে মাঝামাঝি না আসা পর্যন্ত বুঝিই নাই কি হইতে যাচ্ছে।
এক্সেলেন্ট :clap: :clap: ।
Life is Mad.
ধন্যবাদ লাইবেরিয়ান ভাই 😀
রাশেদ অসাধারণ হয়েছে প্লটখানা। আমার এক দূরের ভাগনী কেন যেন মায়ের উপর রাগ করে এইরকম ঘটনা ঘটিয়েছে খুব পছন্দ করত আমাকে গেলেই মামা মামা করত আমারো খুব ভাল লাগত। ইচ্ছে হয় তাকে জিজ্ঞেস করি অভিমান প্রকাশের কি আর কোন উপায় জানা ছিলনা তার?
ধন্যবাদ ভাইয়া ।
আপনার ভাগনীর কথা শুনে খারাপ লাগল । একটা কথা জিজ্ঞেস করি আপনি কি এই ব্যাপারে কোন খানে লেখা দিয়েছিলেন । কেন জানি পরিচিত মনে হচ্ছে ঘটনা টা ।
দেখা হবে ভাইয়া অন্য কোন লেখায় ।
এইটা নিয়ে সচলে মনে হয় একবার লিখেছিলাম। সেখানে পড়তে পার।
লিংক না দিয়া শুধু "পড়তে পার" বলায় কামতপু'র ব্যাঞ্চাই চাই।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাইয়া সচলে বহুদিন যাইনা। তাই লিঙ্ক দেওয়া হয়নি। সেই লেখাটাই তুলে দিব এখানে।
চমৎকার হইছে গল্পটা। দারুন লাগলো :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 🙂
দারুণ রাশেদ :clap: :clap: :hug:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধন্যবাদ ভাইয়া 🙂 🙂
😀 😀
ওয়াও :boss:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই আপ্নেরও :boss:
দুঃখের গল্প দেয়ার জন্য তোর ব্যান্চাই ।