ভার্সিটিতে প্রথম আসার পর এক বড় ভাই রিক্সার তলে চলা কপোত কপোতীদের কুটির শিল্প সম্পরকে অনেক সাবধান বানী দিয়েছিলেন কিন্তু হায় কিছু দিন পর ওনাকে যখন আবিষ্কার করলাম এক বৃষ্টি দিনে ফুলার রোডে রিক্সার হুডের তলে কুটির শিল্পে ব্যস্ত তখন ব্যাপক ক্ষেপে এই ছড়া লিখেছিলাম । এইখানে কেও কোন অশ্লীলতার গন্ধ পাইলে আমার কোন দোষ নাই দোষ সব ঐ বড় ভাইয়ের ।
………………………………………………………………………………………………………………………………………………
টুপ টুপা টুপ
বৃষ্টি পড়ে
ফুলার রোডে রিক্সা চলে
হুড তুলে সব খেলা চলে,
দুই জোড়া মুখ এক সাথে
বিলীন হয় পরষ্পরে।
তা দেখে সব শালা ছি ছি করে
কিন্তু মনে উপায় খুজে
কি ভাবে যে বিলীন হবে
কোন এক হুড এর তলে
নিজের প্রিয়ার অধরটাতে ।
নিবিড়
nibir110@hotmail.com
হুমমম। :dreamy: :dreamy: আরেকটু বড় করা যায়না?
রাশেদ তোর এই
ছড়া পড়ে
হূট করে মন যায় যে চলে
দরজা খুলে, জানলা গলে
দেশে পড়ে থাকা মোর
অর্ধাঙ্গিনীর কাছে রে :dreamy:
তাই দেখে কেউ
হাসিস নে ভাই :no:
বিয়ের পরে
বুঝিবি তোরাই 😉
দূরে থাকার কষ্ট কত 🙁
শুধুই মায়া বাড়ে রে ;;)
:shy: :shy: :shy:
রহমান ভাই :boss:
বিয়া কইরা বউ ছাড়া থাকা, বিরাট ব্যাপার। :salute:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইস ! কবে যে বিয়া করুম আর কবে যে বউ ছাড়া থাকুম।
আর সহ্য হয় না 😀 😀 😀
😮 😮 😮
এই পোলা কি বিয়া করার জন্য পাগল নাকি বউ ছাড়া থাকার জন্য পাগল???
কামরুল ভাই, আপনি বউ ছাড়া থাকতে চান কেন? 😮 একটু বুঝাইয়া বলবেন কি? :-B
ভালো ভালো :clap: :clap: ।
এই ছড়ার কথা ঐ বড়ভাই কি জানে 😕 😉 ????
Life is Mad.
না ফাউল লোকজন কে এইসব না জানান ভাল 🙂
হেব্বি হইছে। তোর জন্য সমবেদনা। :grr: :grr:
ঠিক আছে তোর জন্য দোয়া করলাম তুই যেন ফুলার রোডের একজন কুটির শিল্পি হইতে পারস 😉
মামা গো কি মনে করায় দিলেন-২ বছর হইছে বেরেক আপ হইছে তাও ফুলার রোডের সেই উত্তাল দিন গুলার কথা মনে পড়লে মাইয়াটার উপ্র কেন জানি রাগ করতে পারিনা।সব রাগ, ক্ষোভ ছাড়ায় সেই মুহূর্তগুলাই যাবতীয় রাগ ভুলায় দেয় 🙁 🙁 🙁
অফ টপিক-উত্তাল বলতে কেউ অশালীন কিছু ভাববেন না প্লিজ।আমি খুব ভালো ছেলে।
মাস্ফ্যু ভাই বুঝাইয়া বলেন উত্তাল মুহূর্ত বলতে আপনি কি বলতে চান 😀 আমরা ছোটরাও একটু শিখি 😀
😮 😮
এইটা কি আমাদের :just: মাসরুফ নাকি নতুন কোন মাস্ফ্যু :-/ ? রাশেদ রে আপনি কইরা বলতেছে কেন? রাশেদ কি মাস্ফ্যুর সিনিয়র না জুনিয়র? বুঝলাম নাতো :no: ক্যাম্নে কি
মাস্ফ্যু ভাই মনে হয় পুরান প্রেমের কথা মনে পরায় আউলায়া গেছে 😕 যাই হোক এই চান্সে না হয় একটু সিনিয়র হইলাম B-)
মাসরুফের জন্য একরাশ সমবেদনা... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মাস্ফুর কমেন্ট পড়ার আগে বারবার মনরে বুঝাই, পোলাটারে পচামু না, পচামু না, কিন্তু এত চান্স দেয় পোলাটা, হাত পাও শুধু নিশপিশ নিশপিশ করে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মাসরুফরে আপনারা কেউ পিলিজ পঁচাবেন না... :-B
ওরে যে পঁচায় তার যেন পেটের অসুখ করে... x-(
উপ্স... 😕
আমি একটু আসছি... :just: দুই মিনিট...
টয়লেটে কে রে???? 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কে আমি?রাশেদ সাহেব আপনি কেমন আছেন?উত্তাল মুহূর্তের কথা মনের করে আমার শর্ট টাইম মেমরী লস(গজনী দ্রষ্টব্য) হয়েছে।কেউ কি আমাকে স্মৃতি ফিরে পেতে সহায়তা করবেন??
জ্বি মাস্ফ্যু ভাই আমি ভাল আছি 🙂 উত্তাল মুহূর্তের কথা মনের করে আমার শর্ট টাইম মেমরী লস করতে মন চায় 😀 মাস্ফ্যু ভাই উপায় বলেন 😀
ভাই আপনার জীবনে ত অনেক গুলা
ফেরেন্ড আসে! কারটা দিয়ে মনে করায় দিব?!
x-( কি কস এইগুলা?আমি ফেরেশ্তার মত মানুষ এইটা জানস না? x-(
ভাওতাবাজির :just: একটা উদাহরন মাস্ফু ভাইয়ের মন্তব্যে দ্রষ্টব্য। 😡
হেভভি হইছে।
মাস্ফু আর তোমার জন্য সমবেদনা। 😀 😀
😕
মাস্ফু তর ত ফুল টাইম মেমরি লস............রাশেদ বড় ভাই কি তর কোন শিল্প ক র্মকে নিয়া ঘুরতেছিল নাকি রে...............।হা হা হা :salute: :gulli2: :tuski: :tuski: :tuski:
:just: :gulli2:
ভাই আপ্নারেও :salute:
রাশেদ, ভালো হয়েছে।
ধন্যবাদ ভাইয়া 😀
একদম খাটি কথা কইছ, সবটির মনের কথা।
কিন্তু ক্ষেপছ ক্যানো?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঐ কাহিনি ভাই আরেক দিন বলব 🙁
রাশেদ ,তুই খুব খারাপ।মাস্ফু ভাই........রে ক্যান flashback এ নিয়া গেলি?
মাস্ফু ভাই, :just: একটু time দ্যান....অহনই একটা ব্যাবস্থা করতেছি......
ঠিক বলছিস দোস্ত 🙁 দাড়া রাশেদের একটা ব্যাবস্থা করতাছি 😀
রাশেদ ক্ষেপবিতা (ক্ষেপে লেখা যা কবিতা :-B ) সোন্দর হইছে :grr: :grr:
ফয়েজ ভাইরে কইলা ক্ষেপার কারণ আরেকদিন কইবা, আরেকদিনতো আইসা গেলো, এখন কয়া ফালাও :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!