বলেন তো বাংলাদেশের প্রত্যেক টা মফস্বল শহরের মধ্যে মিল কোথায় ? এক কথায় এর উত্তর হচ্ছে সুন্দরী , প্রত্যেক মফস্বল শহরে এমন কিছু সুন্দরী মেয়ে থাকে যাদের জন্য পুরা শহর পাগল থাকে । একেবারে ক্লাস সেভেন এর পিচ্চি পুচকি থেকে বড় ধামড়া কেও বাদ থাকে না । এরা প্রতি মাসে পাওয়া নীল খামের চিঠি গুলো বিক্রি করে নাকি মাস শেষে কটকটি খায় । এদের বাসার সামনে সকাল সাতটা থেকে রাত বারটা পর্যন্ত শহরের ফাউল থেকে ভাল সব রকম পোলাপাইন টহল দেয় ।
আমাদের শহরেও এরকম একজন ছিল , অন্তরা । কম বয়সী সব ছেলেপেলে অন্তরার অন্তর পাওয়ার জন্য মারামারিতে যত রক্ত দিল তার সামান্য খবর অন্তরার কাছে পৌছিয়েছিল কিনা তা কার জানা নেই । কিন্তু তাই বলে রক্ত দেওয়ার লোকের অভাব পরে নি । যদিও রক্ত আমি একটু ভয় পাই তাও অন্তরার জন্য দুয়েক ফোটা রক্ত দেওয়ার ইচ্ছা যে আমারো ছিল না তা কিন্তু নয় । আর তাই আমার ম্যাথ খাতা কবিতায় ভরে যায় । বিকেলে হাটতে গেলে হঠাত দেখি অন্তরা বাসার সামনের রাস্তায় দাড়িয়ে আছি যদিও যাওয়ার কথা উল্টা দিকে শিপলুদের বাসায় ।
তবে আমি ভাই ভীতু মানুষ তাই আমার নীল খাম আর অন্তরার কাছে যায় না বরং আমার বিছানার তলে জমা পরে । জমতে জমতে স্তূপ হয়ে যায় কিন্তু একই ক্লাসে পড়া এই মেয়ে কে আমার আর কিছু বলা হয় না । স্বপ্নে কত কথা হয় কিন্তু বাস্তবে ‘ভাল আছ ?’ এই কথার বেশি কিছু জিজ্ঞেস করা হয় না ।
সময় বড় খারাপ জিনিস তাই আমার কিছু না বলা হতেই সামনে এগিয়ে যায় । আর আমার আফসোসের দিনলিপি আরেক টু বড় হতে থাকে, সাথে বয়স । তাই একদিন বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছায় রঙ্গিন সব স্বপ্ন গুলো হাতে নিয়ে চলে আসি ঢাকায় কিন্তু অন্তরা পরে থাকে আমাদের ছোট্ট শহরে পুরান সেই কলেজে ।
ভর্তি পরীক্ষার চাপে আর সব স্মৃতি ঝাপসা হয়ে যায় কিন্তু একশ আটটা নীল পদ্ম হাতে হাটু গেড়ে বসা এই আমি প্রতিদিন হাজির হই অন্তরার সামনে আমার স্বপ্নে । সব আউলা লাগে আর তাই ম্যাথ খাতায় আমার কবিতা বাড়তে থাকে । বিছানার তল থেকে নীল খাম গুলো প্রাপকের কাছে পাঠাতে মরিয়া হয়ে উঠি । মনে মনে বলি যা থাকে কপালে। ঠিক এই সময় সুযোগ আসে । বাড়ি থেকে চিঠি আসে ভাইয়ের বিয়ে তাই তাড়াতাড়ি আস ।
একদিন সকালে বুকের বাম পকেটে একটা খাম নিয়ে রওনা হয়ে যাই । ট্রেন একটার পর একটা স্টেশন পার হয় আর আমি কালকের জন্য কথা সাজাই । কিন্তু আমার কথা সাজানো শেষ হবার আগেই আমাদের ছোট শহর এসে পরে । ভাইয়া ডাক দেয়- রাশেদ , এই যে এদিকে । স্টেশনের ভীড় বাঁচিয়ে আমরা হেটে বের হতে চাই এর মাঝে বুক চাপড়ে দেখে নিই চিঠিটা ঠিক জায়গায় আছে কিনা । হইচই এর মধ্যে ভাইয়া কে জিজ্ঞেস করি পাত্রী কে উত্তর আসে – কেন ? তোদের সাথে পড়ত যে ঐ অন্তরা ।
নিবিড়
nibir110@hotmail.com
ও কাগূ তোমার মাস্ফ্যু আবার ফেরাস্ট হইছে 😀
আহারে-এক্কেবারে রান আউট হয়া গেলা 🙁 যাউক ঘরেই তো রইল আফসুস নিওনা।বেটার লাক নেক্সট টাইম 🙁
ব্যাপারটা :just: মন্দের ভাল হইল আর কি... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যাউক আরো চিঠি লেখার টাইম পাওয়া গেল :just: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দেবর-ভাবী, মন্দ না কি বল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:just: মিস হয়ে গেল। :no: :no:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চোখের সামনে দিয়ে ফ্লাইট চলে গেল ।
:(( 😮 :bash:
বুক ভরা আশা ধুক করে নিভে গেল :((
আমার ভাইয়া যখন বউ নিয়া
আমার বাড়ির সামনে দিয়া
রঙ্গো কইরা হাইট্টা যায়
ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায় :)) :)) :)) :))
ছি কামরুল ভাই এই রকম একটা মর্মান্তিক ঘটনা নিয়া আপনে জুক কর্তাছেন? x-(
কাম্রুলতাজ ...... গান ভাল ছিল ... :shy:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দোস্ত, কাম্রুলতাজ নামটা অনেক বড়। "কামতাজ" নামটা কেমন হয় বলতো :-B ? মমতাজ এর কাছাকাছি হলে ভালো না?
:khekz: :khekz: :khekz: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz: :awesome: :awesome:
Life is Mad.
'কামতাজ' না বলে 'কামসুত্রতাজ' বলার জোর দাবি জানাই। 😀 😀 😀
নাহ! কামতাজ-ই ভাল। 😀 তোরে দারুন মানায়ে গেছে। :grr: :grr:
আমিও ইন্দিরা ভার্মা অভিনীত কামসূত্র দেখপো :(( :(( :((
:awesome: :awesome: :awesome: :awesome:
:awesome: :awesome: :awesome:
:awesome:
:awesome: :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাবির কাছে কোন দাবি না করলেই হয় 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀
:khekz: :khekz:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
খুবই দুষ্ক পাইলাম তোমার জন্যে..... 🙁 🙁 🙁
দুষ্ক পাওয়ার কিছু নাই কারন লেখকের সাথে এই গল্পের কোন চরিত্রের কোন সম্পরক নাই 🙂
আগে কোথাও পড়ছি কি? 😕 মনে হচ্ছে কেন জানি 🙂
তবে গল্প সেরকম 😀
বেচারা নায়কের জন্য :thumbup: :thumbup: সহ সমবেদনা 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আর কোথাও দিসিলা এই গল্প? পড়সি মনে হইতাছে।
পারভেজ ভাই এককালে সচলে দিছিলাম
পারভেজ ডা কেডা? 😀 😀 😀
রাশেদ, রবিন গোমতীর পারভেজ না। ও হইল মেঘনার আশরাফ।
আশরাফ আসার আগেই এই বেলা তাড়াতাড়ি কয়েকটা ফ্রন্টরোল দিয়া দাও।
পারভেজ ও আশরাফ এরা কি পদ্মা নদীর মাঝির মতো গোমতী নদীর মাঝি আর মেঘনা নদীর মাঝি? কিছুই তো বুঝতেছি না। খুইলা ক 😀 😀 😀
গোমতী, মেঘনা, তিতাস- আমাগো তিনটা হাউসের নাম। 🙂
ও.........আমি ভাবছিলাম গোমতী, মেঘনা, তিতাস- তোগো তিনটা হাউসের নাম। :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কিন্তু আমি ভাবছিলাম গোমতী, মেঘনা, তিতাস- তানভীরদের তিনটা হাউসের নাম। 😉
এইভাবে কমেন্ট কাউন্ট বাড়ানোর তীব্র প্রতিবাদ জানাই। x-(
ও আমি তবে ভুলই ভাবছিলাম। আসলে গোমতী, মেঘনা, তিতাস- তানভীরদের তিনটা হাউসের নাম।
😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কি আর করা 🙁 আশরাফ ভাই আসার আগে লাগাই :frontroll: :frontroll: :frontroll:
😮
কে কাগ পাইল ??
ক্যাম্নে কি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শিরোনাম, ভূমিকা এবং পুরো ভাবনাটুকুর প্রকাশ খুব সাবলীল।
এবং কিঞ্চিৎ বেদনাবিধূরও বটে। 🙁
অনেক ভাল লাগা জানলাম।
সৈয়দ সাফী
ধন্যবাদ ভাইয়া
এই লাইনটা পইড়াই সন্দেহ করছিলাম..........বড় ভাইয়ের সাথে একটা গড়বড় না হয়ে যায় না।
ভাবীর কাছে দাবী কোন পর্যন্ত যেন :-/ :-/ ?
Life is Mad.
নাভি ! 😉 😉
ইশ কামসূত্র ভাই, আপনের মুখে কুন কথা আটকায়না 😀
উপর থেইকা না নিচ থেইকা এইডা তো কই নাই। 😀 😀 😀 😀
:)) :)) :))
both way... =))
আমরা আবার সিনিয়রদের দেখে শিখি 😀
নাহ পোলাপাইন বদ হই গ্যাছে। শক্ত মাইর দেয়া দরকার।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহহারে...
🙁
কামরুলতপু বলেছেনঃ
জানুয়ারী ১১, ২০০৯ @ ৮:২৮ পূর্বাহ্ন
আহহারে… =((
কার জন্য ভাইয়া 😀
আমার যদি একটা বড় ভাই থা্কতো 🙁
পার্বতী তো আমারে বিয়া করবোনা :(( ভাই রে বলতাম ভাই ওরে ভাবী হিসেবে ভালো লাগসে 😡
রাশেদ, গল্প লেখার ভঙ্গীটা খুব ভালো লাগল। চমৎকার। :thumbup: :thumbup:
এইরকম গল্প আগেই পড়েছি। তারেকের এরকম একটা গল্প আছে মনে হয়, নামটা ভুলে গেছি। 🙁
চালিয়ে যাও ভাইয়া।
:clap: :clap:
তানভীর ভাই পড়ার জন্য ধন্যবাদ । আমার এই লেখাটা সচলে আগে একবার প্রকাশিত হয়েছিল ।
এইজন্যই লেখাটা এত পরিচিত লাগল।
চালিয়ে যাও রে ভাই। :clap: :clap:
মাঝেমঝে হয় এরকম আরকি :chup: :chup: :chup:
ব্যাপার না। আমার অন্তরার এখনও বিবাহ হয়নি। চৌদ্দ বছর ধরে অপেক্ষা করছি- একদিন যেয়ে ছোট বেলার ভালোলাগার কথা জানাবো। 🙁 🙁
কত্ত ফাজিল পোলাপাইন, ছোটবেলা থেকেই প্রেম-ভালোবাসা নিয়ে আছে। 😡 😡 😡
রায়হান আমি কিন্ত সব জানি 😀 😀 অন্তরা বইলা ফাকি দিয়া লাভ নাই 😛
তুই কিছুই জানস না। x-( আমার প্রেমগুলোর কাহিনী লিখলে দশ অনুচ্ছেদে ৫০০ পাতার কাহিনী হবে :grr: :grr:
এত জোরে কথা কইস না নিরিবিলি 😀 দেইখা বল না হলে সবাইরে জানাইয়া দিমু ।
বরাবরে মত অসাধারন।
খুব ভাল লিখেছ। আর একটু বড় করা যায়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই ধন্যবাদ । আপনার কথায় লইজ্জা পাইছি :shy:
বস , কিসের কথা কইলেন? লেখাটা নাকি ভাবির সাথে প্রেমটা ? 😉
আমার মাথায় অবশ্য অন্য চিন্তা আসছিল 😀
খ্রাপ হইয়া গেছে :bash: :bash:
তুই পুরা খ্রাপ হয়ে গেছিস :grr: খালি আজেবাজে চিন্তা x-( মন দিয়া পড়াশুনা কর :-B
তোমার ভাগ্য কত ভাল! সুন্দরী ভাবী পাইসো। 🙂
আলম ভাই শেষ পর্যন্ত আপ্নিও এই লাইনে 😮 না অংক মিলল না :-/
আহারে ছোটবেলার প্রেমের কথা মনে করাইয়া দিলি। 🙁 দিমু নাকি আমারটারে নিয়া একটা ব্লগ নামাইয়া?
ঐ ব্যাটা, অচো গিরি দেখাস???? x-(
কথা না বলে জলদি লেখা দে... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রাশেদ বন্ধু লিখাটা পড়ে খুব কশটো লাগলো। আশাকরি তুই তোর মনের মানুশ পেয়ে জাবি।
বালা লাগসে :thumbup: