০।
অনেকদিন ব্যস্ততার কারণে ব্লগে ঠিক মত নড়াচড়া করা হয় না। মাঝে মাঝে দুই তিন দিন পর ব্লগে ঢুকে অনেক সময় তাল রাখতে পারি না, কোথা থেকে যে কি হয়ে গেল বুঝতে সময় লাগে। মন্তব্য, প্রতিমন্তব্য পড়তে পড়তে বুঝি কোন পোস্টে বুঝি কিছু মিস করে গেছি। এইজন্য গত বৃহস্পতিবার রাতে পরীক্ষা শেষ হয়ে যাবার পর থেকে মনযোগ দিয়ে পুরান ব্লগ গুলো পড়ার চেষ্টা নিচ্ছি। এই চেষ্টা নিতে নিতেই বুঝতে পারি ব্লগের লোকজন খুব খারাপ হয়ে গেছে, দুই তিন আগের পোস্ট এখনও প্রথম পাতায় রয়ে গেছে। লোকজন সব আইলসা হয়ে গেছে, কেউ আর তেমন একটা লেখে না আর লেখা যদি পড়েও তাইলে আর মন্তব্য করে না। তাই সমস্ত আইলসামী ছেড়ে দিয়ে ভাল মানুষ হবার প্রচেষ্টায় প্রায় দেড়মাস পর এই ব্লগর ব্লগর।
০১।
পরীক্ষা আসলেই কেন জানি মাথার ভিতর উলটা পালটা ভূত গুলো লাফঝাফ শুরু করে। এমনিতেও কিছু পারি না তার উপর যখন দুই তিন দিনের ভিতর সারা বছরের সিলেবাস পড়ার চেষ্টা করি তখন একসময় বোঝা যায় নাহ সম্ভব না, গাধা পিটায়ে ঘোড়া বানান সম্ভব না। তাই নতুন নতুন কিছু করার চেষ্টা করি তখন। এইসব জিনিসের জন্য রাত ভাল, যত গভীর হয় ততই ভাল । এমনিতে সিনেমা তেমন একটা দেখা হয় না তারপরে তা যদি হয় মারামারি মার্কা ধুমধাড়াক্কা সিনেমা। এতদিন পর্যন্ত ওয়েস্টার্ণ সিনেমা গুলি সম্পর্কে আমার ধারণা কেন যেন এরকমই ছিল কিন্তু গন্ডগোল বাধাল এক পরীক্ষা আগের রাত । পড়তে পড়তে টের পেলাম একসময় এই পরীক্ষা সিলেবাস আর শেষ করা সম্ভব না। পরের দিন দুপুরে পরীক্ষা তাই আর বাকী যা পড়া সম্ভব তা সকালে উঠে পড়াই ভাল তাই ভাবলাম ঘুমানোর আগে একটা সিনেমা দেখে ঘুমালে খারাপ হয় না। এক বড় ভাইয়ের কাছ থেকে একটা ডিভিডি আনছিলাম। আগে দেখা হয় নাই ভাবলাম এর মধ্যে দুই একটা দেখে ফেলি এই রাতে। তাই কম্পুর মনিটরে প্রথমে হাজির হল for a few dollars more আর তারপর সেই গভীর রাতেই আবার a fistful of dollars। তারপর রাত প্রায় চারটার দিকে ঘুমাতে যাবার আগে বিশাল সিলেবাসের বইটা ছুয়ে প্রতিজ্ঞা করলাম, নাহ এইবার থেকে ওয়েস্টার্ণ সিনেমাও দেখতে হবে। ব্যাপারটা তো আসলে তেমন একটা খারাপ না, কি বলেন জুনায়েদ ভাই?
০২।
মঞ্জুর খান সাহেব গত কয়েকদিন আগে ফোন দিল হঠাৎ। বলে- ফেসবুকে যাইস তো একটু, তোর জন্য একটা জিনিস আছে দেখিস। এরপর রাতের বেলা ফেসবুকে ঢুকে জিনিসটা দেখে আমিও অবাক হলাম, ভালই অবাক হলাম। আমার এমনিতেও ছবি-টবি তেমন একটা তুলা হয় না। তার উপর কলেজে আমার তোলা ছবির সংখ্যা তো আর দূর্লভ । কিন্তু খান সাহেব দেখি কোথা থেকে এক পুরান আফটার নুন প্রেপের ছবি যোগাড় করেছে, গেঞ্জী পরা অর্ধনগ্ন ছবি ।এই ছবি দেখতে দেখতে আফটার নুন প্রেপের বহু কাহিনী মনে পড়ল, দুপুর বেলার এই বদখত প্রেপের যে কত রকম কিসসা আছে তা কি আর গুনে শেষ করা যাবে । শুভ্রের পাগলামী, নাসিবুলের ঘুম কিংবা ফুয়াদের সংগীত প্রতিভা এসব কি আর ভুলা যায় । কলেজটাকে আসলে বেশী মিস করি নাইলে এই বদখত আফটার নুন প্রেপের এত গল্প কিভাবে স্মৃতির গলি ঘুপচিতে থেকে যায় ।
০৩।
ক্যাডেট কলেজ থেকে বের হবার পর একটা প্রশ্ন প্রচুর শুনতে হয়েছে- “রাশেদ তুমি আসলেই ক্যাডেট? তোমাকে দেখে তো বিশ্বাস হয় না”। প্রথম প্রথম শুনলে মেজাজটা একদম খারাপ হয়ে যেত কিন্তু এখন বেশ মজাই লাগে, কেউ প্রশ্নটা করলে বরং এখন একটা মুচকি হাসি দিই যার অর্থ করা যেত পারে দুনিয়াতে এখনও অনেক আজব ব্যাপার ঘটে। মাঝে একদিন একজন এই প্রশ্ন করতেই আমি চেপে ধরলাম, এইবার আমারে একটা প্রশ্নের উত্তর দিয়ে যেতেই হবে। কি করলে বুঝা যাবে আমি একজন ক্যাডেট? উত্তরও পেলাম, পেয়ে ভেবে দেখলাম নাহ কথা মিথ্যা বলে নাই। এইরকম পাটকাঠি একটা মানুষ যে কিনা লেখাপড়া, গান-বাজনা, খেলাধূলা কিছুতেই দূর্দান্ত না তারে প্রথম ক্যাডেট বলে বিশ্বাস করা একটূ কঠিন বৈকি। পালটা উত্তর দিতে আমি অবশ্য কখনই বেশী দেরী করি না তাই বলি- ঐ মিয়া, আপনার ভাষায় ক্যাডেট মানেই যদি স্পেশাল হয় তাইলে আমিও কিন্তু এক অর্থে স্পেশাল কারণ এরকম কোন কাজই ঠিক মতে করতে না পারা লোক কিন্তু সহজে খুজে পাওয়া যাবে না। তাই আমিও ক্যাডেট 😀
০০।
এই প্যারাটা হল এই ব্লগের সারমর্ম যার মানে হল, হেই সিসিবিয়ান্স আপনারা সব কোথায়? একসাথে সবার শীতনিদ্রা যাবার কি দরকার ছিল? তাই সবাই তার ঝুড়িটা একটু খুলে দেখেন কিছু আছে নাকি ঝুলিতে, দেওয়া যায় নাকি শত ব্যস্ততার মাঝে কিছু প্রথম পাতাকে। আর যদি দেওয়া যায় তাইলে আসেন সব মহান ব্লগার বৃন্দ, দ্রুত হাত খুলে যত দ্রুত সম্ভব এই আবজাব ব্লগর ব্লগর কে পাঠিয়ে দেন দ্বিতীয় পাতায় 🙂
:thumbup:
দোস্ত তুই পুরা পাথরাস :thumbup:
আসলেই আমার নিজেরই মেজাজ খারাপ হইয়া গ্যাছে গত ২ দিন ধইরা.......সবাই ঘুমাইয়া গেছে x-(
এবার একটু হাক ডাক দেয়া দরকার... 😡
কি বলেন সবাই ????? :party: :party: :party:
বড় বড় কথা বইলা বড় ভাব নিস না রেজু মিয়া x-( নিজে কতদিন লেখস না x-( ফাঁকিবাজি না কইরা একটা জীবনের গল্প আসুক। আর ঐটা লেখতে ইচ্ছে না করলে গত কয়েকদিনে কোথাও যাস নাই? সেইটা নিয়ে লিখে ফেল। মন্তব্যে ভাষায় দেওয়ার জন্য আমরা তো আছিই 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ঠিক আছে যা B-)
কাইয়ুম ভাই যেদিন পোস্ট দিবে সেইদিনই আমি একটা পোস্ট দিমু 😀
কি বলেন কাইয়ুম ভাই ??? :gulli2:
কাইয়ূম ভাই আর পোস্ট :bash: :bash: :bash:
মানুষ তার স্বপ্নের সমান বড়
কি বলেন কাইয়ূম ভাই?? :grr:
কি বলেন কাইয়ূম ভাই?? :grr:
ছবিটা এইখানেও দে
পরে দিলে হয় না 🙁 পরে না হয় এরকম কিছু কালেকশন নিয়ে একটা ছবি ব্লগ দিব 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
আরে এখনি দিয়া দে না..... :gulli2:
হুম । (কারেন্ট চলি গেল ।আপাতত মোবাইল থেকে কমেন্ট কাউন্ট বাড়াইলাম ।)
কারেন্ট আসলে একটা লেখা দেন তাইলে 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
অলরেডি আমার দুইটা লেখা ঝুলতেসে ১ম পাতায় । এইগুলা আগে ২য় পাতায় পাঠা ।
নিজের কাজ নিজে করা সুন্নত 😀 তাই আপনিই যদি নিজের লেখা ২য় পাতায় পাঠানোর ব্যবস্থা করতেন তাইলে মন্দ হইত না ;;; ;;;
মানুষ তার স্বপ্নের সমান বড়
অলরেডি একটা ২য় পাতায় গেছে। যাহোক আরেকটা যক তার পরে যদি আমার শরীর নড়ে। (আমি এমণিতেই বিশ্বকুঁড়ে)।
জাগোওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ দা আছেন কেমুন 😀 আপনার মন্তব্য পড়ে মনে পরে গেল আমাদের ক্লাসের শ্লোগান ছিল- জাগো বাহে, কোন্ঠে সবাই 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমি কালকে জামিকথন দিছি আমারে দুষ দেওঞ্জাইবোনা
আপনে আজকেও ফুন দেন্নাই :duel:
মাস্রুফ ভাই, পড়ছি আপনার লেখা। আরেকটা লেখা দেন না যদি হাতে সময় থাকে। আপনি তো বিসিএস দিচ্ছেন তাই বিসিএসের সিস্টেম আর এর সিস্টেম লস নিয়ে :just: একটা লেখা দিয়ে দেন 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
ক্যাডেট রাশেদ 😡 😡 😡 😡 😡 😡 😡
:grr: :grr: :grr: :grr: :grr: :grr:
এইটা ক্যাঠা 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
আরেকটা আছে.....দিমু নাকি ??? :grr: :grr: :grr:

মামা ড্রেসটা নিয়া একটু সন্দেহ ছিল...কিলিয়ার করবি কাইন্ডলি ?? :grr:
তোরে ব্লক দিতে হবে দেখি x-(
মানুষ তার স্বপ্নের সমান বড়
থাউক...তোর ইজ্জতের আর ফালুদা/লাচ্ছি ইত্যাদি ইত্যাদি বানাইয়া আর রকিবের চা' এর ব্যবসার উপর প্রেশার দিলাম না 😀
:bash: :bash: :chup: :chup: :gulli: :gulli: :gulli2:
মানুষ তার স্বপ্নের সমান বড়
ক্যাডা রাশেদ নাকি?? ;))
রাশুদার আইডি কার্ড-এর জন্য এখন আবার না লাইন পইড়া যায়। 😛
লেখা বরাবরের মতই জটিল হইছে। পাঠকের ডাইরী পড়তে মঞ্চায়। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=))
ভাগ্যিস পোলাটা কুমিল্লার...
🙂
😕
মানুষ তার স্বপ্নের সমান বড়
রাশুদার আইডি কার্ড-এর জন্য এখন আবার না লাইন পইড়া যায়। রকিব্যা,এইটার শানে নুজুল জানার পর রাশু মিয়া পরশুরামের কঠোর কুঠার লইয়া তোর গোড়ায় কোপ মারনের আগেই পলা...
এইটা আমার রুমমেটের কাহিনী ;;;
:boss:
ব্লগে নতুন লোক নাকি তুমি?
মানুষ তার স্বপ্নের সমান বড়
হুমমম
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইয়া পোষ্ট কখন দিচ্ছিস? ;))
"পোষ্ট"
জাস্ট এই মাত্র উপরে দিয়া দিলাম :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও বলি, জাগো বাহে, কোন্ঠে সবাই।
আরে শার্লী নাকি? খবর কী?
পোস্ট দাও নইলে :frontroll: :frontroll: দাও।
কোনটা দিবা?
পোস্ট দিলাম ভাই। আপনি বললে :frontroll: ও দিতে পারি। নো প্রব্লেম 😀
শার্লী ভাল ছেলে পোস্ট দেয় 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
আরে আমিন নাকি? খবর কী?
পোস্ট দাও নইলে :frontroll: :frontroll: দাও।
কোনটা দিবা? :grr:
আরে আদনান নাকিরে? খবর কী?
পোস্ট দে নইলে :frontroll: :frontroll: দে ।
কোনটা দিবি? :grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
“পোষ্ট”
জাস্ট এই মাত্র উপরে দিয়া দিলাম :goragori: :goragori:
আর :frontroll: :frontroll: ও দিলাম
আরে কাইয়ূম ভাই নাকি? খবর কী?
পোস্ট দেন নইলে জামাই রে:frontroll: :frontroll: দেওয়ান ।
কোনটা করবেন? :grr: :grr:
আরে রবিন নাকি? খবর কী?
পোস্ট দে নইলে জামাই রে :frontroll: :frontroll: দেয়া ।
কোনটা করবি? :grr: :grr:
হোসেন ভাই নাকি?
খবর কী?
পোস্ট দেন নইলে জামাই রে:frontroll: দেওয়ান ।
কোনটা করবেন? :grr:
:(( এইখানে জামাই আইলো কৈথিকা :((
মাসড়ুফ নাকি? খবর কি?
পোস্ট দে এবং :frontroll: :frontroll: দে।
দুইটাই দিবি??
:frontroll: :frontroll: দিলাম হোসেন ভাই।
হোসেন ভাই টা ক্যাঠা 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
আদনান ভাইয়ের ক্যাডেট নাম হোসেন ভাই ।
আমার ঝুড়িতে কিছুই নাই। তবে তোমার ঝুড়িতে যেসব গল্প আছে তা এখানে দিয়ে দাও তাই পড়ি।
আমার ঝুলিতেও কিছু ছিল না কিন্তু তাই এই ব্লগর ব্লগর তৈরি করছি 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
দারুণ লিখছ.....ব্লগর ব্লগর পড়তে সত্যি দারুণ লাগে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধন্যবাদ টিটো ভাই 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
হুমম
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হুম্মম্মম্মম 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
😮 😮 😮 😮 😮 চুম্মা দিতে দিতে হুম বলেতছ নাকি যে হুম্মম্মম্মম হইয়া গেল ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আস্তাগফিরুল্লাহ 😕 নাউযুবিল্লালহ 😕 লুকজন খ্রাপ হয়ে গেছে টাইপে ভুল করেলেও সেইটা নিয়েও ব্যাখ্যা দেয় 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
🙂
একটা ব্লগ দেন আফামণি 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
আর কইস না...সে আমাগো বেনাপোল নিয়া আটকাইয়া রাখছে ~x(
কবে যে বর্ডার পার করাইবো আল্লাহই জানে :bash:
বেনাপোলে সম্ভবত কাস্টমসে আফামনি আটকা পরছে 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
ভালো, খুব ভালো। :dreamy:
😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
সবাই বল পাস দিচ্ছে, কিন্তু গোল্টা কেউ দিচ্ছে না কেন...???
কি বলেন কাইয়ুম ভাই...?? :grr:
এইটা কেঠা ?