আমাদের কলেজে আমরা যখন ছানাপোনা ঠিক তখন একটা চল ছিল, ডায়েরীতে কিছু লিখেয়ে নিবার চল। ক্লাস টুয়েলভ যখন কলেজ থেকে চলে যেত তখন বিশেষ করে ক্লাস সেভেন আর এইট, টুয়েল্ভের ব্লকে ব্লকে ঘুরাঘুরি করত ভাইয়াদের থেকে কিছু ডায়েরীতে লিখিয়ে নিবার জন্য। অনেকে ভাইয়াদের সাথে ভাল সম্পর্ক ছিল সেই কারণে, অনেকে ডায়েরীতে পুরান স্মৃতি ধরে রাখে তাই আর আর বেশীর ভাগ অন্যেরা করছে তাই। আমি ছিলাম শেষের দলে।
ডায়েরীর পাতা উলটাতে উল্টাতে আজ দেখি অনেক ভাইয়াদের সাইন নেওয়া আছে আমার ক্লাস সেভেন আর এইটের ডায়েরীতে। পৃষ্ঠায় পৃষ্ঠায় ভাইয়ারা কেউ আলোকিত মানুষ হতে বলছে, কেউ বড় মানুষ হতে বলছে আর কেউ বা ক্যাডেট লাইফ কে এনজয় করতে বলছে। ভাইয়ারা হয়ত কেউ আমাকে ভাল ভাবে জানে কেউ হয়ত বা জানে না কিন্তু তাতে কি, যাবার বেলায় এই শেষদিনে ক্লাস সেভেন আর এইটের কাছে অন্য গ্রহের এই মানুষ গুলো কেমন জানি সহজ হয়ে যায়। নিজে চলে আসার সময় দেখেছি জুনিয়র ছেলেপেলেদের দিকে তাকালে কেন জানি তখন নিজের পুরান কথাগুলো মনে পরে যায় হয়ত তাই ভাইয়ারা সব শুভ কামনা রেখে গেছে ডায়েরীতে কাল অক্ষরে।
এরকম এক ভাইয়া ২০০০ সালের জুন মাসের এক তারিখ আমার ডায়েরীতে চলে যাবার আগে লিখে গিয়েছিলেন-“বই পড়ে যাবে সারাজীবন। পৃথিবীর সব বই শেষ না করা পর্যন্ত থামবে না। আলোকিত মানুষ হও।” অনেক ভাইয়াই এরকম অনেক কিছু লিখে রেখেছে আমার ডায়েরীতে কিন্তু এই লেখাটাই প্রায় নয় বছর পর এই ২০০৯ এ আমার আবার মনে পড়ে যায়। কারন ফেসবুকে একজন এই কথাটাই আবার আমাকে লিখে পাঠায়।
কলেজ থেকে আমরা যখন চলে আসি তখন সময়ের সাথে সাথে আমরা বেশীর ভাগ জুনিয়রের নাম ভুলে যাই, দূর্দান্ত দুই একজন ছাড়া। এই কথাটা আমার ক্ষেত্রেও সত্য। তাই প্রায় নয় বছর পর ফেসবুক প্রোফাইলে আমার ক্লাস সেভেনের পুরাতন একটা ছবি দেখে ছয় বছরের কোন সিনিয়র পুরাতন এই লেখাটা লিখে পাঠায় তখন অবাক না হয়ে উপায় থাকে না। বিস্মিত আমাকে অবাক করে দিয়ে পরের মেসেজে জানতে চান ভাইয়া কলেজের মত বই পড়ার পুরাতন অভ্যাসটা ধরে রেখেছি কিনা তখন আর অবাক হতে হয়। কারণ সেই সময়টায় ভাইয়াদের হাউজ লাইব্রেরীর কারণে যে পরিমাণে জ্বালাতন করেছি সেইটা ভাইয়া মনে রেখেছেন। আসলে আমার মত একটা চুপচাপ মহাবোকা ক্লাস সেভেন কে কেউ বই পড়ার জন্য মনে রাখবে এইটা কোন কালেই আমার মাথাতে আসেনি। তাই ধন্যবাদ ক্যাডেট নাম্বার গ-৭৪৩।
ক্যাডেট নাম্বার ৭৪৩ এর জন্য অনেক কারণেই আসলে লেখা যায়। সমান্তরাল বা কাঠের সেনাপতি কিংবা শব্দশিল্পীর মত অসাধারণ সব গল্পের জন্য। অথবা আপনাকে নিয়ে পোস্ট লিখতে পারি একি কলেজের একি হাউজের বড় ভাই হওয়ার কারণে। কিন্তু না। আমি এই পোস্টটা লিখতে চাই কারণ নয় বছর আগে আমার ডায়েরীতে লিখে রাখা দুইটা লাইন আবার বলে আপনি আমাকে সত্যিই দারুণ অবাক করে দিয়েছিলেন।
অতএব, হে পুব বাঙলার অরাজক কালের স্বপ্নবাজ যুবক তারেক ভাই আজ জন্মদিনে এই লেখাটা আপনার জন্য 🙂
শুভ জন্মদিন তারেক ভাই 😀
সাতেও নাই, পাঁচেও নাই
পাগলের মতো তাড়াতাড়ি পড়লাম। পাগলের মতো টাইপ করলাম। বাট পারলাম না ...
পইড়া ফার্স্ট হইসি। দেখাদেখি কইরা না :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
তুই যে পুরাটা পড়ছস তার প্রমান কিন্তু তোর মন্তব্যে নাই। আমারটায় আছে। 😀
😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
জিহাদ ভাইয়ার জন্য :teacup: 😀
আর রায়হানা ভাইয়া পাগলের মত টাইপ করেও পারলানা, তাই তুমিও নাও এক কাপ :teacup: 😛
ভাবী আমি তার আগে যে টাইপ করলাম 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
ভাবী আপনে দিন দিন ফাঁকিবাজ হয়ে গেসেন। ঠিকমত পড়াশুনা করেন না। এইজন্য ফার্স্টও হইতেসেন না 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
জ্বীনা তোমাদের সুযোগ করে দিলাম, ফাঁকিবাজ না হলে পরথম হতে পারতে? 😛
রাশেদ ভাইয়া, ঈশশী ... 😛 মিষ্টেক !!! চা-কফি দুইটাই নাও। :teacup: :teacup: 😀
ধন্যবাদ জিহাদ। 🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আমার ডায়রির পাতা খুলে আমি যাত্রীর তপু ভাইয়ের দারুন একটা শুভকামনা খুঁজে পাইছিলাম।
যাই হোক, প্রজ্ঞা, লেখা সব দিক দিয়েই তারেক অসাধারণ একজন মানুষ। তাকে শুভ জন্মদিন জানায়ে গেলাম। ভালো থাকেন বস।
ধন্যবাদ গুরুদেব। আপনার শুভেচ্ছা পেয়ে যারপরনাই আহ্লাদিত হইলাম। 😛
www.tareqnurulhasan.com
www.boidweep.com
তারেক ভাই শুভজন্মদিন... :party:
জুনা তুমার বাকি অংশ কই? এইরকম আদ্দেক হইয়া গেলা কেমনে?
www.tareqnurulhasan.com
www.boidweep.com
শুভ জন্মদিন তারেক ভাই :party: :party: :party:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ আহসান। তুমি আমাকে সাপ্তাহিক শুভেচ্ছা জানাবা এখন থেকে। 🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
তারেক ভাইয়া জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। 😀
অনেক অনেক ধন্যবাদ ভাবী। 🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
তারেক জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ইয়া আল্লাহ, আপনে এইখানেও ডজ মারবেন? 😡
আর কত? এইবার একটা পোষ্ট ছাড়েন ;;)
একটা পোষ্ট যারে বাপ তোরে ছাইড়া দিলাম :grr:
এইবার খুশিতো?
সংসারে প্রবল বৈরাগ্য!
:chup: কি লিখি, কি বুঝে? কইলাম একটা লেখা দিতে, উনি আইসে আমারে পোষ্ট ছাড়তে। ~x(
একটা লেখা এইযে দিলাম :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই, শুভেচ্ছাটাও কপি মেরে দিলেন? 😀
অনেক ধন্যবাদ।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
দেশে আয়, হাউজিং এস্টেটের পুকুরে আরো একবার সবাই নাংগু হইয়া ঝাপ দিমু। 😛
ভালো থাকিস।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ইনশাআল্লাহ! 😀
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আহারে, তিন প্রহরের বিল শুকাইয়া এক্কেরে হাউজিং এস্টেটের লাউ দিঘী হয়া গেল?
শুভ জন্মদিন।
:khekz: :khekz: :pira:
সেলিনা আপা,
ধন্যবাদ। লাউ দিঘী আর আম দিঘী নিয়ে অনেক স্মৃতি আমাদের। কিন্তু আপনার বাড়ি কি কুমিল্লা নাকি? এই দিঘীর খবর জানলেন কেমন করে?
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আম দীঘির নামটা মনে করতে পারছিলামনা।
বাড়ি কিনা বলতে পারবোনা, সারাজীবন কুমিল্লাতেই ছিলাম। 😀
কুমিল্লা পাথরায় ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শুভজন্মদিন তারেক ভাই 🙂
ঐ 😕
সাব্বির,
শোধ তুললা, না? x-(
হাসান,
থাংকু। 🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
হেপি বাড্ডে তারেক ভাই :party:
ধন্যবাদ ব্রো। আছো কেমন?
www.tareqnurulhasan.com
www.boidweep.com
রাশেদ কে ধন্যবাদ ক্যাডেট কলেজের বড় ভাই এর জন্ম দিনে এইরকম পোস্ট দেবার জন্য।
তারেক ,তোকে শুভ জন্ম দিন।কিন্তু তোর জন্ম দিন নিয়ে এত ইতিহাস ঘটে যাচ্ছে আর তোর কোন খবর নাই,শালা ফাউল।জলদি অন প্যারেড হ।
মামা তোর মত কি আর আজাইরা থাকি? দিন-দুনিয়া নিয়া ব্যস্ত থাকতে হয়।
থ্যাংকু দোস্ত। 🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
শুভ জন্মদিন ভাইয়া।
কালকে একটা ইফতার পার্টিতে এক ভাইয়া তারকে ভাইকে চিনেনি। তারপর আমি বললাম উনি তো লেখে না আমাদের এখানে তখন আরেকজন বলল ও তো কোয়ালিটি লেখক। শুনে অভিমান হইছে...
হা হা হা! অভিমান কইরো না ভাই। খুব দৌড়ের ওপর থাকি বলে নিয়মিত লিখতে পারি না, আর কোন কারণ সত্যিই নাই।
শুভেচ্ছার জন্যে ধন্যবাদ।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
নাহ্! তারেক তুই আরও বুড়া হয়ে গেলি। 😀
রাশেদ, চমৎকার একটা লেখা দেয়ার জন্য ধন্যবাদ।
বউ-বাচ্চা নিয়ে সুখে থাক তারেক। ;;;
তানভীর, তুইও তোর রুমকি আর রুমকির মা রে নিয়া সুখে থাকিস :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ধন্যবাদ কাইয়ূম ভাই। বড় ভাই হিসেবে আপনার দোয়া আমার সবসময় কাজে লাগবে। ;;; ;;;
তুই কি সিউর যে কাজে লাগবে, তাইলে আরো দুইয়েক কেজি দিয়া দেই দোয়া 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
রুমকি যদি তানভীরের হয় তাইলে রুমকি'র মা হবে তানভীরের সাসুমা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তান্স,
কালকে কী কইলাম তোরে? লাইনে খাড়া কুইক, দেরি করিস না। নইলে কিন্তু শাজাহানের সাজানো বাগান হুগাইয়া যাইবো গা। B-)
www.tareqnurulhasan.com
www.boidweep.com
শুভ জন্মদিন ভাইয়া।
কেমন আছেন আপনি ?
বউ-বাচ্চা নিয়ে সুখে থাকেন । 😀
শুভ জন্মদিন তারেক.....
বউ-বাচ্চা নিয়ে সুখে থাক তারেক। ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধন্যবাদ টিটো…..
বউ-বাচ্চা নিয়ে সুখে থাক টিটো। ;;;
www.tareqnurulhasan.com
www.boidweep.com
তারেক তো দেখি বাচ্চা বয়স থেইক্কাই মহা আতেঁল ছিল। আলোকিত মানুষ হইতে কয়।
যাউজ্ঞা, তারেক তিন দিন পড়ে এই পোস্ট পড়বো, আরও দুইদিন পড়ে উত্তর দিব, তাই হ্যাপী বাড্ডে কওনের আগে আরও কিছুদিন ওয়েট করাই যায়।
কি কও কনফু 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এইবার ফেল মারলেন ফয়েজ ভাই। পোস্ট পড়লাম নগদ নগদ। কিন্তু আপনার শুভেচ্ছা বাকী রইয়া গেলো। 😛
www.tareqnurulhasan.com
www.boidweep.com
হ্যাপী বাড্ডে কনফু।
আছো ক্যামন? বউ ক্যামন আছে? দেশে আসার প্রিপারেশন নিতেছো তোমরা? 🙂
তুমি বাপ হইবা কবে?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহেম, আপনার লাস্ট প্রশ্নটা বস সিলেবাসের বাইরে থেকে চলে আসছে। 😛
www.tareqnurulhasan.com
www.boidweep.com
না মানে টিটোরে জিগাইলাম তো, ও কইলো দুই বছর, আবার কাইয়ুম কয় আমারে চাচা হইতে। তাইফুর নিজেও কইতেছে,
তাই ভাবছিলাম তোমারে জিগাই,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
রাশেদ লেখাটা বেশ ভালো লেগেছে। আর দেরীতে হলেও তারেকের জন্য জন্মদিনের শুভেচ্ছা।
এহসান ভাই , অনেক ধন্যবাদ।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
রাশেদ,
ধন্যবাদ সুন্দর একটা লেখা দেয়ার জন্য।
তারেক,
সিসিবি'তে এসে বি-লেটেড হেপি বার্থ ডে...। এর আগে তোমারে উইশ করছি কিনা কিংবা করলেও কই করছি তা একদ্ম চাইপা যাও...। ভূলেও এইখানে উচ্চারণ কইরোনা...। সিসিবিতে আমি আপাতত একটু নাজুক অবস্থানে আছি...। পয়েন্ট আপ করতে একটু সময় লাগবে...। ভাবী রে সালাম দিও।
আইজকা সবাইরে জিগাই বাপ কবে হইবো, তোমারে তো আর এইটা জিগাইতে পারতেছিনা, তাই তোমারে জিগাই বিয়া কবে করবা?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
🙂
যো হুকুম।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
শুভ জন্মদিন তারেক ভাই...... :party: :party: :party:
সুন্দর পুস্ট হয়েছে রাশেদ 😀
ধন্যবাদ মেহেদী 🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
শুভ জন্মদিন তারেক …… :party: :party: :party: :party: :party: :party: :party: :party:
Life is Mad.
বহুমাত্রিক ভাই, আপনার দেখা নাই কেন এখানে?
www.tareqnurulhasan.com
www.boidweep.com
:party: জন্মদিনের শুভেচ্ছা তারেক ভাই। :party:
থ্যাংকু। 🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
এই পোস্ট আসলে আমার দেওনের কথা ছিল-তানভীর ভাই সময় মত হুমকিও দিছিল।কিন্তু গতকালকে সব আত্মীয় স্বজনের আমাদের বাসায় ইফতারির দাওয়াত থাকায়(এখন ইফতারির দাওয়াত মানে রাইত ১২ টায় ডিনার শেষ হওয়া) পুস্ট দিতে পারি নাই-আর দিলেও এইডার মত হইতনা।রাশেদরে এসিস্টেন্ট জেপির পোস্ট দেওয়া হোক-রকিবের সাথে।
ও হ্যাঁ,হেফি বাড্ডে তারেক আকা ত্রুক্স ভাই!
শুভ জন্মদিন তারেক ভাইয়া। বেশি কইরা কেক কাটেন, আমারে একটা বড়সড পিস দিয়েন। 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
থ্যাংক্স মাস্ফ্যু, তান্স এর সাথে ভালই আলাপ হইছে দেখি তোমার। 🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
:shy: ইয়ে বস অনধিকার চর্চা করলে কইষা একটা থাবড়া দিয়া থামায় দিয়েন,আমি আসলে এই নাম শুঞ্ছি ফ্যাক্স ভাইয়ের কাছ থিকা :shy:
শুভ জন্মদিন তারেক ভাই…… :party:
সুন্দর পুস্ট হয়েছে রাশেদ ভাই :clap:
বেশি কইরা কেক কাটেন, আমারে একটা বড়সড পিস দিয়েন। (রল্কিব ভাইয়ার পিসের চাইতেও বড়) 😀
আমিও কেক খাপোওও :(( :((
রল্কিব ভাইয়ার পিসের চাইতেও বড়
:khekz: :khekz:
সরি রকিব ভাই হবে 😕
আচ্ছা দিবো নে তোমারে একটা বড় পিস, থ্যাংকু।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
শুভ জন্মদিন তারেক ভাই।
🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
রাশেদ রে! কী দারুণ পোস্ট দিয়া ফালাইলি...
ব্লগস্পট, সচলের তারেক ভাইকে
হেপে বাড্ডের শুভেচ্ছা 😀
কনফু তারেক ভাই ম্যালাদিন আমাগোরে পোস্ট দেন না, তাই মাইণ্ড করছি 🙁
লেখা আসে না রে ভাই মাথায়। আসলেই দিয়া দিবো নে।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
দেরীতে হইলেও শুভ জন্মদিন তারেক ভাই :party: :party: :party:
রাশেদ......অসাধারন :boss:
থ্যাংক্স রেজওয়ান।
www.tareqnurulhasan.com
www.boidweep.com
আর রাশেদকে একটা বড়সড় থ্যাংক্স, এবং সিরিয়াসলি, দুনিয়ার সব বই পড়ে ফেলবার শুভকামনা। 🙂
www.tareqnurulhasan.com
www.boidweep.com
তারেক ভাই,
লেট হেফি বাড্ডে। অনেক দেরি মনে হয় 😕
পরের জন্মদিনের প্রথম শুভেচ্ছা এখনি বুকিং দিলাম 🙂
এখন যাই গল্পগুলা পইড়া আসি।...।
রাশেদ তোরে কিছু কমু না, বন্ধুদের প্রশংসা করতে হয় না। :grr:
এইটা মিস হইলো কেমনে ??? লেখা ভাল ছিল । তারেক কে তো মনে হয় ফেসবুকেই উইশ করছি ।