সাম্প্রতিক কবিতা

সিসিক্যামেরায় ধারণ হচ্ছে আমাদের যা কিছু গোপন,
এমনকি পবিত্র প্রণয়ের সিনারিও,
আর ইনবক্স হিস্ট্রির শত শত স্ক্রিনশট
প্রযুক্তির এক্সিবিশনে ঝুলে আছে ইন্টারনেট দেয়ালে।

অথচ আমাদের প্রাইভেট ফিলিংস মুঠোফোন কোম্পানির
জানার কথা ছিলো না।

ভেবে দেখেছ
প্রযুক্তির কাছে পাচার করছি আমাদের গোপনীয়তা।
০৮.১০.১৫


বাফারিং বিলুপ্ত হবার সাথে
অপেক্ষাও বিলুপ্ত হয়ে গ্যাছে,
প্রোফাইল পিকচারের চেয়েও
দ্রুত পাল্টাছে
মন আর মনের মানুষ।
০৭.১০.১৫

প্রাক্তনদের ফিরিয়ে এনো না, যারা ফিরতে চাইছে,
মূলত তারা জেনেই গেছে তোমার চেয়ে বাধ্য কেউ কোথাও নেই।

বরং নতুন কারো হাত ধরে মুভি শো দ্যাখো, প্রয়োজনে চুমুও খেতে পারো,
অমন দু চারটা চুমুর দাগ লিপস্টিকের সাথে ধুয়ে মুছে সাফ হয়ে যায়।

মানুষের জৈবিক জন্মহয় একবার,
অথচ মানসিক ভাবে সে বহুবার জন্মাতে পারে,
প্রতিটি প্রেম, প্রতিটি জন্ম।
একই গর্ভে বারবার জন্মাতে নেই,

অতএব প্রাক্তনদের ফিরিয়ে এনো না,
কেউ চলে গেলে তাকে ফিরিয়ে আনতে নেই।

০৭.১০.১৫


কাঠাল পাতার মতো আমাদের বায়বীয় শোক।
সেলফিটা ভালো হয়নি, কফি শপে গিয়ে চেকইন দিতে ভুলে গেছি,
প্রোফাইল পিকে লাইক পড়েছে মাত্র এ কটি,
পুশি বিল্লিটার লোম উঠে যাচ্ছে,
এবার হ্যাং আউটটা লেন্থদি হলো না।
বাজারে অ্যাপলের নিউ সেট এসেছে, কেনা হয়নি।
মেসি কোন গোল পেলনা,
বাগানের ইউক্যালিপটাস গাছটা ঠিক ভাবে বেড়ে ওঠেনি
ভ্রু প্লাক হাবির পছন্দ হয়নি।
ওয়েডিং ফটোগ্রাফির জন্য বাজেটটা লো হয়ে গেল,
ফাইনালি ব্রেক আপটা করেই ফেললাম।
বৃষ্টি এলো, মা ছাদে যেতে দিলো না।
ভীষণ প্যারায় আছি।

ওদিকে একজন মুমূর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন
রক্তের গ্রুপ ও নেগেটিভ।
দূরারোগ্য ব্যাধিতে মারা যাচ্ছে স্ত্রী,
অল্প কিছু টাকা হলেই যে স্বামী স্ত্রীকে আরো কিছুদিন কাছে পেত,
তার ঘরে বাজছে মলিন রবীন্দ্রনাথ,

‘আমার মতো সুখি কে আছে,
আয় সখী আয় আমার কাছে
সুখী জীবনের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ….

কাঠাল পাতা মিলিয়ে যাক সুরে,
এই রাতে দুঃখ গুলোকে রিফ্রেশ করে নেয়া দরকার।

০৭।১০।১৫

২,৬২০ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “সাম্প্রতিক কবিতা”

  1. পারভেজ (৭৮-৮৪)

    ছোট ছোট সহজ জিনিষগুলিও কঠিন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি.....
    আমি বলবো,
    "লেটস কীপ থিংস এজ সিম্পল এজ পসিবল"। (সম্পাদিত)


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. লুৎফুল (৭৮-৮৪)

    এক, দুই, তিন দুর্দান্ত।
    চার অনবদ্য (কিন্তু শেষটায় শুরুর বিটোভেন এক সুরে বাজেনি)।

    আমি মুগ্ধ হলাম কবিতাগুলো পড়ে।
    আরো আরো মুগ্ধ হবার প্রত্যাশা উৎকর্ণ রইলাম ।

    জবাব দিন
  3. সাইদুল (৭৬-৮২)

    রাব্বী, তোমাকে কী প্রথম পড়ছি?

    অল্প কিছু টাকা হলেই যে স্বামী স্ত্রীকে আরো কিছুদিন কাছে পেত,
    তার ঘরে বাজছে মলিন রবীন্দ্রনাথ,

    নাড়িয়ে দিয়ে গেলো। তবে সবগুলিই মনে রাখার মত। চমতকার


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  4. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "মানুষের জৈবিক জন্মহয় একবার,
    অথচ মানসিক ভাবে সে বহুবার জন্মাতে পারে,
    প্রতিটি প্রেম, প্রতিটি জন্ম।" - চমৎকার!
    "অল্প কিছু টাকা হলেই যে স্বামী স্ত্রীকে আরো কিছুদিন কাছে পেত,
    তার ঘরে বাজছে মলিন রবীন্দ্রনাথ" - অসাধারণ অভিব্যক্তি!
    প্রযুক্তির কাছে মানুষ দিনে দিনে নাঙ্গা হয়ে যাচ্ছে, কবিতার শুরুতেই এই বোধের উন্মোচনটুকু ভীষণ ভাবিয়ে তুলছে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।