তুমি যত্ন না নিলেই

তুমি যত্ন না নিলেই সবকিছু অযত্নে পড়ে থাকে,
চশমার কাচ ঘোলা হয়,
অশাষণে বেড়ে ওঠে নখ, মসৃণ গালে রাজত্ব করে অমসৃণ দাঁড়ি।
বড় হয় চুল- আরো কতো ভুল, আরো কত কি।
চিরুনি বসে থাকে অলস হয়ে,
লুকিং গ্লাসে দেখা হয় না নিজেকে।
ইস্ত্রী না করা শার্ট পড়ে বের হই যত্রতত্র।
তুমি যত্ন না নিলেই সবকিছু ক্যামোন জানি মনে হয়,
ঘুম থেকে উঠে ব্রাশ খুঁজে পাই না,
টুথপেস্টের মুখ হারিয়ে যায়,
নেইলকাটার চলে যায় দৃষ্টিসীমার বাইরে।
কত কি যে হয়, ছোট ছোট অঘটন ঘটে,
গরম চায়ে পুড়ে যায় ঠোঁট,
ফর্মাল জায়গায় পড়ে যাই ইনফর্মাল ড্রেস।
অ্যাবনরমাল কথা বলি একা একা।
একটা মোজা খুঁজে পাই না, রুমাল আর চশমা মোছার কাপড়টুকুও
হারিয়ে ফেলি।
পাঞ্জাবির সাথে ভুল করে পড়ে ফেলি কনভাস।
তুমি যত্ন না নিলেই রাতের খাবার শেষে পর্যাপ্ত পানি খাওয়া হয় না,
অপর্যাপ্ত ভাতঘুম ভাঙে না কারো ডাকে।
মনভুলো হই, বাম হাত মুখে দেই, হাই তোলার সময়
মুখের সামনে হাত রাখতেও ভুলে যাই,
দাঁত দিয়ে কেটে ফেলি নখ,
মশারি টানাতে ভুল হয়, গরমেও ছাড়া হয় না ফ্যান।
তীব্রশীতে পুলওভার না পড়েই বাইরে চলে যাই,
সহজ অভ্যাসে ফেটে যায় ঠোঁট।
চা খেয়ে পানি খাই,
আরো অজস্র ভুল আর বদভ্যাসে ভরে যায়
আমার ব্যাক্তিগত জীবনযাত্রা।

১,৬৮৬ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “তুমি যত্ন না নিলেই”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    বেশ হয়েছে এসব যত্নের কথাগুলো। তবে আবার বেশী যত্ন নিতে গেলে অনেক কিছু এলোমেলো হয়ে যায়। নিজের রাখা অনেক কিছু অগোছালো স্তুপের ভেতর থেকেও অন্ধকারেও হাতড়ে নেয়া যায়, কিন্তু কেউ গুছিয়ে রাখলেই হয় সমস্যা। সেটা চিরতরে হারিয়ে যায়।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।