অরক্ষিত রাজপথে তোমাকে স্বাগত হে প্রিয়তমা

প্রিয়তমা,
তোমাকে গোলাপ দেয়ার সময় নেই এখন
এখন বড় দুঃসময় আমার বাংলার
এখন অরক্ষিত রাজপথে আমার ভাইয়ের রক্ত
আল্পনা এঁকে দেয় প্রিয়তমা
প্রিয়তমা,
এখন মিছিলে যাওয়ার সময়
রক্ত গঙ্গার স্রোতে আগুনে আগুনে বিক্ষুদ্ধ জনতার মিছিলে যাওয়ার সময়
আরো একটি কবিতা লিখবো প্রিয়তমা
আবার যেদিন রাজপথে মুক্তমনাদের ছড়াছড়ি হবে
আবার যেদিন স্লোগানে স্লোগানে প্লাকার্ড হাতে
সোনার বাংলা গড়ার অঙ্গীকার থাকবে
আবার যেদিন হাসিনা-খালেদা এক প্লেটে খাবে ভাত
নিজামি আযম পিষ্ট হবে ধ্বংস হবে মৌলবাদ
প্রিয়তমা তোমাকে কবিতা শোনাবার সময় কোথায় বলো
এখন একটি কবিতা হবে সবার জন্য
শব্দের তরঙ্গে ভেসে যাবে স্তদ্ধ বিকেলের নিজর্নতা
কথার খই ফুটে উঠবে আমলাতান্ত্রিক জটিলতার সব ভয়াবহ সমীকরনে
প্রিয়তমা
এখন যৌবন দীপ্ত মিছিলের আগামি প্রভাতে শব্দের গাঁথুনীতে হবে ভাস্কর্য,হবে দাবানল,হবে জেগে ওঠার নতুন মন্ত্র
আগামি জন্মে তোমার গর্ভে যে ভ্রুনের জন্ম হবে প্রিয়তমা
আমি তার নিঃশ্বাস নেবার জন্য একটি বাংলা রেখে যেতে চাই
আর একটি প্রান ঝরে গেলে রাজপথে
প্রিয়তমা আমি রাজনীতির পেটে লাত্থি দিতে চাই
ধ্বংস করতে চাই পাশবিকতার সব দেয়াল
প্রিয়তমা একটি রক্ত জবাও ফুটলে
তোমার আঙিনায়
আমি তার জন্য নিরাপদ এক আবহাওয়া চাই
আমি তাকে পুষ্টি দেবার জন্য জল চাই।
আমাদের এই দুঃসময়ে জেগে ওঠার জন্য তোমার হাতটিও চাই প্রিয়তমা
অরক্ষিত রাজপথে টিয়ার গ্যাসে যতটুকু জল জমবে প্রিয়তমা
তোমার আঁচলে তাকে আমি লিপে দিতে চাই
প্রিয়তমা তুমি চলে এসো
রাজপথে হবে প্রেমের কথোপকথন
আগামী ভোরের সূর্যোদয়ে
তুমিও জেগে উঠবে প্রতিবাদী নারীর মতন
মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আমিও করবো তোমায়
ভালোবাসার সম্ভাষন
প্রিযতমা চলে এসো,চলে এসো ভীরু পায়
চেয়ে দেখ এই রাজপথ,এই বিচ্ছিন্ন প্রেমিক হৃদয়
আজ তোমার অপেক্ষায়. . . . . .

৭২৭ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “অরক্ষিত রাজপথে তোমাকে স্বাগত হে প্রিয়তমা”

  1. শাহরিয়ার (২০০৪-২০১০)

    আসলাম সানি'র কোবতে মনে পড়ে গেল
    "আমি বললাম প্রেম
    তুমি বললে কাব্য
    সময় এখন বৈরী বড়ো
    কোনটা বলো ভাববো...
    এখন হৃদয় প্রেমাদ নয়
    কাব্য বড়ো দ্রোহী
    প্রেম কাব্য ছেড়ে আমি
    এখন যুদ্ধাগ্রহী........."
    ফেসবুকের কোশ্চেন্টা এখানেও দ্রষ্টব্য!... 😀


    People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।