খুঁজবো তোকে জীবনের এই বাস্তবতায়. . . .

তুই কী আমার ছন্দ হবি
মনের দ্বিধা দ্বন্দ্ব হবি
অবিশ্বাসের তর্ক হবি
কাব্য লেখার কলম হবি
দীর্ঘশ্বাসের আশা হবি
ভালোবাসার ভাষা হবি
খুব নিশিথে ঘুম ভাঙানোর অ্যলার্ম হবি
জীবন হবি মরন হবি
ফিরে আসার গল্প হবি
অনেক বেলায় আকাশ জুড়ে
ভেসে যাওয়া মেঘ হবি
বৃষ্টি হবি. . .
এক প্রভাতের শুকিয়ে যাওয়া
ক্ষনিক আলোর শিশির হবি
খুঁটে খাওয়া নখের ব্যথায় কষ্ট পাওয়া ব্যথা হবি
জোছনা হবি
রূপ বিলাবি
তুই কি আমার চোখের পাতায় লুকিয়ে থাকা অশ্রু হবি
আমায় ছুঁবি
বিদায় বেলার শেষ প্রহরে. . . . . . .
তুই কি আমায় সঙ্গ দিবি
এক বিকেলের হলুদ রোদে
ঝলসে ওঠা দেবী হবি
আমায় ছুঁবি আলতো করে
তুই আমার বৃষ্টি পথে
ছিটকে ওঠা বিন্দু কাদার নকশা হবি
ভরসা হবি সব হারানোর শেষের দানে
তুই কি আমার ধুলো পড়া চিঠির ভাঁজে
উই পোকার এক বসত হবি
মনের ভুলে লিখে ফেলা কবিতার এক ছত্র হবি
তুই কি আমার বাউন্ডুলে এক জীবন হবি
ছেঁড়া নোটের গন্ধ হবি
ফুসকা খাওয়ার টক হবি
মনের কোন গভীর ঘরে
লুকানো এক শখ হবি
স্পর্শ দিবি
তুই কি আমার জীবনের এক গল্প হবি
গল্প শেষে সবার মত হারিয়ে যাবি
প্রখর রোদে ছায়া হবি
মায়া হবি
আমার জীর্ন কায়া হবি
অক্সিজেনের অনু হবি
ঢুকে যাবি মনের মাঝে নির্ভাবনায়
তুই কি আমার তুই ই রবি
ছবি হবি রং তুলির এক নীল আঁচড়ে
তুই শুধু এক অন্ত্যমিলে
থাকিস মিশে এক কবিতায়
আমি তখন ধূসর রঙে
খুঁজবো তোকে জীবনের এই বাস্তবতায়. . . . .

৯৩২ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।