টুকরো স্মৃতি-৩

ক্যাডেট কলেজের কর্মব্যস্ত দিনের মাঝে প্রতিদিনই ঘটত মজার ঘটনা।মাঝে মাঝে হাসতে হাসতে মাটিতে গড়াগড়িও দিতাম।তেমনি কিছু ঘটনা আজ সবার সাথে শেয়ার করছি।
ঘটনা১# প্রিন্সিপাল ইনসপেকশন শুরু হতে বিশ মিনিট বাকী।জনৈক JP সাহেব ভীষন ব্যস্ত।মাত্র দু দিন আগে JP ship দিয়েছে।তাই কোন অবস্থাতেই ধরা খেলে চলবেনা।তড়িঘড়ি করে ছুটলেন জুনিয়র করিডোরে।উদ্দেশ্য জুনিয়রদের রুম ঠিক আছে কিনা দেখা।এক রুমে ঢুকে দেখলেন দেয়ালে মাকড়শার জাল ঝুলতেছে।দেখেই JPসাহেবের মাথা গেল গরম হয়ে।উত্তেজিত হয়ে রুম লীডারকে ডেকে বললেন…’room leader,,c..o..m..e here,,still there is mosquito net on the wall. . . . . . . .’:-D
ঘটনা২#ক্লাশ সেভেনে যখন প্রথম আসলাম তখন প্রতিটি স্যার ক্লাশে ঢুকে প্রথমে বলতেন ‘আমার নাম অমুক।আমি এই বিষয় পড়াবো।একদিন ক্লাশে এলেন ভূগোলের অখিল স্যার।বিসিসির সবার এই স্যারের সাথে পরিচিত হবার কথা।স্যার একটু টেনে কথা বলতেন।ক্লাশে ঢুকেই তিনি বললেন. . . .’হ্যা এ এ এ আমার নাম অখিল কুন্ডু. . . . . .
পেছন থেকে আমাদের সবচেয়ে দুষ্ট ক্যাডেট আনোয়ার বলল
‘ভালোবাসি মাছের মুন্ডু. . . . .
স্যার HANG হয়ে গেলেন।ক্লাশ সেভেন মারাও যায়না।বাধ্য হয়ে হেসে ফেললেন।আমরাও হাসলাম।
ঘটনা ৩#আমাদের জনৈক ক্যাডেটের পায়ে ফোস্কা হইছে।সিক রিপোর্ট করল।তখন ADJUTANT স্যার সিক রিপোর্ট করলে কজ জিগগেস করতেন।এবং ইংরেজীতে উত্তর দিতে হত।সকালে ঘুম থেকে উঠে রুমমেটকে বলল”দোস্ত ফোস্কা ইংরেজী কি?রুমমেট ঠিক ভাবে শুনলোনা ও ভাবলো পুরস্কার ইংরেজী কি।ও বলল reward
ground এ নামার পড় Adjutant sir ask করলো ‘whats your problem?
ক্যাডেট:sir,i have a reward on my leg….
উত্তর শুনে Adj sir অবাক হয়ে বললেন “What on ur leg?
ক্যাডেট:reward মানে স্যার ফোস্কা. . . . .
adj:মিট মাই অফিস উইথ এ বাংলা টু ইংলিশ ডিকশনারী. . . . . . . . . . . . .এসব স্মৃতি মনে হলে আজ চোখের পাক ভিজে যায়।

১,৭৫০ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “টুকরো স্মৃতি-৩”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    কুন্ডু, বড়া আর সত্যজিত স্যাররে খুব মিস করি :grr: :grr: :grr:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    তোমার টুকরো স্মৃতি গুলো ভালই আনন্দ দিচ্ছে।

    অফটপিকঃ প্রোফাইলে গিয়ে নামটা বাংলা করে দিও আর সাথে কলেজে অবস্থান কালটা যুক্ত করে দিও।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. :)) :)) :)) অনেক মজা পাইলাম..........

    আমার নাম অখিল কুন্ডু. . . . . .

    এই রকম আরেকটা ঘটনা ছিল..... সম্ভবত মোল্লা স্যার...
    স্যার ডায়াসে দাড়িয়ে নিজের নাম বললেন, পিছন থেকে কে যেন বলে উঠল...“আমি একটি কবিতা বলব”..

    জবাব দিন
    • রাজীব (১৯৯০-১৯৯৬)

      মোল্লা স্যারের ঘটনাটা আমাদের ১ম ব্যাচের টাকলু কবীর ভাইয়ের।
      ঘটনাটা ভাইয়ের মুখে শোনা এইরকম।
      আমাদের সবার প্রিয় (যম) মোল্লা স্যার আমাদের কলেজে বদলি হইয়া আসছেন বা জয়েন করছেন।
      ১ম ব্যাচের ক্লাস নিতে গিয়া দায়াসে দাড়াইয়া নিজের পরিচয় দিতে গিয়া বলল,
      "আমার নাম নুরুজ্জামান মোল্লা"
      আর আহসান কবীর ভাই পেছন থেকে বলে উঠলেন,
      "আমি একটি ছড়া বলবো"।
      স্যার কবীর ভাইয়ের কানের লতি ছিঁড়ে ফেলেছিলেন।

      মোল্লা স্যার আমার ডান কান টেনে বাম কানের চাইতে কিঞ্চিত লম্বা করে দিয়েছেন।


      এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

      জবাব দিন
  4. আরেফিন (১৯৯৭ - ২০০৩)

    "মোল্লা স্যার আমার ডান কান টেনে বাম কানের চাইতে কিঞ্চিত লম্বা করে দিয়েছেন।"

    দুঃখ পাবেন না রাজীব ভাই, বরিশাল ক্যাডেট কলেজের সব এক্স-ক্যাডেট এর ডান কান, বাম কানের চাইতে কিঞ্চিত লম্বা। :bash:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।