ভালোবাসা বিদ্যা

তোমার মাঝে হারিয়ে গেছি তাই আর কাউকে খুঁজিনা
তুমি আমার Math,Biology অন্য কিছুই বুঝিনা
তুমি আমার laws of motion,তুমি chemistry
তুমি আমার Civics,physics তুমি History
Theory of relativity তোমার মাঝে পাই
ভালোবাসার integration এ limit তুমি তাই
তুমি আমার calculus আর তুমি Mechanics
তুমি আমার ভালোবাসার first law of thermodynamics
তুমি আমার economics আর তুমি accounting
তুমি আমার Management আর তুমি Marketing
তুমি আমার Finance আর হাজার হিসেব নিকাশ
সব হারিয়ে তোমায় পেয়ে তোমার মাঝেই বিকাশ
তুমি আমার Geography এর সাতটি মহাদেশ
আকাশ ভরা হাজার তারার দীপ্ত আলোর রেশ
(ক্লাল টুয়েলভে পড়ার সময় বাধ্য হয়ে লেখা)

৯১৫ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “ভালোবাসা বিদ্যা”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    গুড ভালো ছিল :clap: :clap: :clap:
    তুইতো এখনো :frontroll: দিলি না 😡 😡 😡


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।