ইচ্ছা পূরণের রোডম্যাপ (একটি ভিডিও ব্লগ)

বেশ কিছুদিন আগে একটি ভিডিও ব্লগ বানিয়েছিলাম। পশ্চিমেতো সবসময় ভিডিও কনটেন্ট দেখছি। তখন মনে হতো বাংলাতেও এরকম বানিয়ে দেখি। এটি একটি এক্সপেরিমেন্ট। এটি সময় কিভাবে সামলে আনা যায় তার উপর ভিত্তি করে বানানো। বই বা রেফারেন্স এই ভিডিওটির মধ্যেই আছে। ধন্যবাদ। সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা।

টাইম ম্যানেজমেন্ট

৪,৯৫৩ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “ইচ্ছা পূরণের রোডম্যাপ (একটি ভিডিও ব্লগ)”

  1. পারভেজ (৭৮-৮৪)

    ভয়ে ভয়ে খুললাম, রাত বিরাতে কি না কি কঠিন ক্লাস শুরু হয়ে যায়, তাই ভেবে।
    শুনতে শুরু করার পর দেখলাম, কৈ? তেমন কঠিন কিছু তো না!
    বরং মনে হলো, "ইস! শেষ হয়ে গেল?"
    ভাল হয়েছে।
    নিঃসন্দেহে খুবই দরকারি ও উপকারি কথাবার্তা.........


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।