দিন আসে দিন যায়। সময়ের ঘোড়সওয়ার আমরা পুরাতন হতে হতে নতুনদের দেখি। আবার আশান্বিত হই। উদ্বেলিত হই। নিজের এক হাতের জায়গায় দশ হাতের অস্তিত্ব অনুভব করি। একতাই বল – সেই ছোটবেলায় শেখা বাণীটার মর্ম অনুধাবন করি। স্বপ্ন শাণিত করি। ভাবনায় ভেসে উঠে – হবে। যা হওয়ার কথা ছিল, হয়নি – তা হবে। যা হওয়ার কথা – তাও হবে। নতুন প্রাণ, নতুন আশা। আবারও নতুন করে স্বপ্ন দেখা।
আমি তখন তৃতীয় কী চতুর্থ শ্রেনীতে পড়ি। সে সময়টাতে কুমিল্লায় ছিলাম। একদিন এক বান্ধবীর সাথে তার বাসায় গেলাম। বান্ধবীর ছোট বোনকে দেখলাম। চোখদুটো ছিল খুব দৃষ্টিকাড়া। তারপর আবার ঢাকায় চলে আসলাম – ক্যাডেট কলেজে ভর্তি হলাম। তখন দশম শ্রেনীতে ছিলাম। কলেজে একটা উৎসব উৎসব ভাব। নতুন একটা ব্যাচ আসছে। মনে মনে আমি নিজে কিছুটা উত্তেজিত ছিলাম কারণ এই ব্যাচে আমার এক খালাতো বোন আসছে। নাম প্রীতি। ডাইনিং রুমে নিজের টেবিলের সামনে দাঁড়িয়ে আছি – হঠাৎ দেখি এক জোড়া খুব গভীর কালো চোখ। চোখদুটোকে খুব পরিচিত বলে মনে হলো। কিন্তু ঠিক ঠাহর করতে পারলাম না কোথায় দেখেছি। পরের প্যারেন্টস ডেতে দেখা হলো আমার সেই কুমিল্লা শহরের ছোট্টবেলার বান্ধবীর সাথে। ওর সেই ছোটবোনটি সে বছর ক্যাডেট কলেজে ঢুকেছে। সমাধান হলো সেই গভীর কালো চোখের রহস্যের।
ক্যাডেট কলেজ থেকে বের হওয়ার পর জুনিয়রদের সাথে তেমন একটা যোগাযোগ থাকে না – যদি না কমন কোন প্রেক্ষাপট থাকে। কিভাবে কিভাবে জানি ক্ষীণ হলেও আমার সেই মেয়েটির সাথে যোগাযোগ ছিল। সেই মেয়েটিই আমাকে পরিচয় করিয়ে দিল সিসিবির সাথে। বলার মতো মেয়েটির অনেক গুণ। সেসব কারণে নয়, মেয়েটির অসম্ভব উন্নত মানবীয় গুণাবলীর কারনে সে আমার একজন খুব পছন্দের মানুষ।
গত ১৩ই মে সেই মেয়েটি প্রথম মা হলো। ছেলের নাম ইয়ান। আমি মনে প্রাণে দোয়া করছি ইয়ানের সুস্থ সুন্দর জীবন এবং এই নতুনের আগমনে উড়ে যাবে ধরনীর বুকে অনেকদিন ধরে জমে থাকা কিছু ময়লা।
যারা বুঝে যাওয়ার তারা এতোক্ষণে সেলিনার কথা বুঝে গেছে নিশ্চয়।
সেলিনা আপু এবং বাবুর জন্য শুভেচ্ছা রইলো। পিচ্চি দেখি চরম কিউট, বুঝছি বড় হইলে আমার মতোই হ্যান্ডসাম, গুড লুখিং হবে। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হ,সেই সাথে মানসুরী আপার সাথে টাঙ্কি মারবে,ডেনিশ ললনার হৃদয় হরণ করবে,আমার হইলেও-হইতে-পারে শ্যালিকার দিকে কুদৃষ্টি দিবে x-( x-(
মোটেও না,ভাগিনা বড় হয়ে তার মাস্ফ্যু মামার মত ইনোসেন্ট হবে O:-) :dreamy:
মাস্ফ্যুদা, আসমান যে ভেঙ্গে পড়লো বলে।
জোক্স অব দ্যা ডেঃ
মাস্ফ্যু মামার মত ইনোসেন্ট হবে
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ রকিব ও মাসরুফ, কি বলবো বুঝতেছিনা, তোমাদের মত হ্যান্ডসাম হলে ভালোই হয় 😀 ।
ইয়ান ভাগিনাকে আমি বড় হলে কুস্তি শেখাবো,আরো শেখাবো কম সময়ে কিভাবে বেশি খেতে হয়।সেলিনাপ্পু অনেক অনেক অভিনন্দন!
ধন্যবাদ, আমার ছেলের কুংফু মাস্টার।
selina apaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
কি আজিব...উনার বাবু হইসে, পিচ্চি মানুষটার বাবু হইসে...কি আজিব...উনাকে আমার শুভেচ্ছা দিয়েন...বাবুকে আমার আদর দিয়েন...
এমেকের মিটিঙ্গে গিয়ে দেখি পিচ্চি দেখে একটা মানুষ দোউড়াদৌড়ি ছুটাছুটি করে কি জানি তুলতেসে, আমি ভাবলাম আমাদের চেয়ে একটু বড় হবে বুঝি, পরে শুনি এই পিচ্চি আপা বুয়েটের টিচার...
ধুর তুমি খালি এক কথাই কও।
পিচ্চি কে আদর দিয়ে দিলাম। এখুনি যে সিস্টেম হইতেসে, একবার লাই দিলে মাথা থেকে আর নামেই না।
আপু এবং বাবুকে দোয়া 🙂
ধন্যবাদ নাজমুল, তোমার লেখাগুলো পড়ছি, অনেকটা বুঝতে পারছি। আমার তিন কাজিন ও কয়েক মাস আগে ওখানে গিয়েছে, খুব খারাপ অবস্থা।
সেলিনা আপুকে অনেক অনেক শুভেচ্ছা।
এইজন্যই অনেকদিন ওনাকে দেখি না।
ভাগিনা অনেক অনেক বড় হোক।
ধন্যবাদ কামরুল, আসলে লগ ইন না করেই সব লেখ পড়ি আর WCSF-এর ই-লাইব্রেরি আর মিডিয়া আর্কাইভে বেশি সময় দেয়ার চেষ্টা করছিলাম।
আপু,
একটা টাইপো আছে বোধহয় শিরোনামে এবং পোষ্টেও।
নতূন = নতুন হবে যতদূর মনে পড়ে। :-B
একটু চেক করে এই কমেন্টটা মুছে দিয়েন প্লিজ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আরো যতো টাইপো আছে বের করে দাও। পুরষ্কার অবধারিত।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
শান্তাপু, সেলিনাপুকে বলবেন সিসিবির এড্রেস www.cadetcollegeblog.com উনি ১০/১২ বছর লগইন করেন না তো, সম্ভবত ভুলেই গেছেন... x-(
ভাগ্নের জন্য রইল অনেক অনেক আদর এবং শুভ কামনা... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাগ্নের বরাদ্দ পৌছে দিলাম।
প্রসিদ্ধ লেখকরাই দেখি ডিফল্টার, আমিতো ম্যাঙ্গো-পাঠকের একজন মাত্র। (ইসস দেশি আম খাইতে ইচ্ছা করতেসে)। ইদানিং wcsf-এও তোমার কোন আওয়াজ পাইনা, শরীর-মন ভালোতো?
শান্তা আপু
অনেক অনেক ধন্যবাদ। আমার খুব খুবই ভালো লাগছে।কি যে লিখব বুঝতে পারছিনা। ইয়ানের জন্য দোয়া করবেন।
ভাগ্নের জন্য অনেক দোয়া আর আদর 🙂
ধন্যবাদ তৌফিক, ওর বাবা ওকে বাস্কেটবল খেলা শেখাতে চায়, মাস্টার খুঁজতেছে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।ঙ্গামার জবাব দিতে দেরি হলে নিজগুনে আর না পারলে ভাগনের গুনে মাফ করে দিয়েন। :shy:
ভাগ্নের জন্য অনেক আদর 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
থ্যাংকু।
অনেক অনেক অনেক অভিনন্দন সেলিনা আপা। ভাগ্নের জীবন আপনাদের কল্পনার চাইতেও সুন্দর হোক ......
সুন্দর উইশের জন্য ধন্যবাদ মইনুল।
ভাগ্নের জন্য অনেক দোয়া আর আদর
ধন্যবাদ রবিন।
শুভেচ্ছা সেলিনা আপু।
ইয়ামকে অনেক আদর। ভাগিনা বড় হয়ে কুমিল্লার মান রাখবে ইনশাল্লাহ! 😀
ধন্যবাদ তানভীর
সেলিনা আপুকে অভিনন্দন।
🙂
ভাগিনা,
এই গ্যাঞ্জাইমা দুনিয়াতে আসার কি দরকার ছিল ! x-(
পড়েছ মোঘলের হাতে,খানা খেতে হবে সাথে।
এসেই যখন পড়েছ বি এ ফাইটার :gulli2: :gulli2:
তোমার জন্য অনেক অনেক আদর আর শুভ কামনা।
আপুকে অভিনন্দন।
মামাগুলো দুনিয়াটাকে ঠিক করে ফেল্লেইতো পারে। :grr:
ধন্যবাদ।
অভিনন্দন সেলিনা আপা। আর ভাগ্নের জন্য অনেক অনেক আদর আর দোয়া। 🙂
থাংকু, ভাগ্নের আদর পৌছে দিলাম
ভাগ্নে মাশাল্লাহ্ ভীষন কিউট হইছে।
সেলিনা আপু কে অভিনন্দন!!!!
শান্তা আপু কে ধন্যবাদ শেয়ার করার জন্য!!!!
আমি ভাগিনারে ফাইট শিখামু আর বাদশা ভাই শিখাবেন ফে... নাহ কিচ্ছু না :no:
কুমিল্লার পোলা, একশ টাকা তোলা। দেখলেই বোঝা যায় এই পোলা বড় হইয়া মামাদের ইজ্জত রাখবে। সাব্বাস। 😀
সেলিনাপি, অভিনন্দন। দুলাভাইকেও।
কেক্কুক পার্সেল করেন।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
খবরদার ভাইগ্না, কামরুলের মত হইস না কিন্তুক 😉
কংগ্রাচুলেন্স সেলিনা, ইয়ান তোমার মনকে ভরিয়ে দিক সব দিকে থেকে এই দোয়া করি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন।
এত্তগুলা মামা থাকতে কেক্কুক আমার পোলার মায়েরই পার্সেল করা লাগবে? ইয়ান যাওতো বাবা তোমার কামরুল মামাকে নিয়ে জলযোগ কিংবা মাতৃ ভান্ডারে... 😀
বাবুটা মাশাল্লাহ অনেক অনেক কিউট হয়েছে।
ভাগ্নের জন্য অনেক অনেক আদর।
সেলিনাকে অভিনন্দন।
শান্তাপুকে এই পোষ্টের জন্য ধন্যবাদ।
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ আহমদ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আরেহহহ! বাবু টা তো খুব বুঝদার ভাবে তাকিয়ে আছে!
আব্বুটার জন্য খুব সুখী জীবন কামনা করছি।
ম্যাডাম আপুকে শুভেচ্ছা আর নবজাতকের জন্য শুভকামনা।
সেলিনা আপা,অনেনেনেনেনেনেনেনেনেক্কক্কক্কক্কক্কক্ককগুলা অভিনন্দন।
পিচ্চিটারে আমার হইয়া একখানা কামর দিয়া দিয়েন।মাশাল্লাহ।
সিসিবির পরিবারের এই নতুন সদস্যটারে যোগ করার জন্য আপনারেও অভিনন্দন।
সেলিনা আপুকে অভিনন্দন আর পিচ্চিটারে আমার হইয়া একখানা কামর কপিরাইট@মেহবুবা আপা 😀 :hug:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
মাশাল্লাহ আপা.....................ভাগ্নের চোখগুলা তো খুব সুন্দর 🙂 🙂 🙂
অঅঅঅঅঅঅঅনেক আদর বাবুকে............
"ছেলেতো নয় সে যে কামানেরই গোলা"........সাবাশ মামা তোরে দেইখাই মনে হচ্ছে ফাইটার
রঞ্জনা আমি আর আসবো না...
শান্তা'পি কেমন আছেন? খুব সুন্দর করে লিখেছেন 🙂
মাশাল্লাহ অনেক কিউট হয়েছে, সেলিনা'পি আপনারে কল দিসিলাম, আমার অনেক আদর দিয়ে দিয়েন 😀
আপু,
অনেক অনেক শুভেচ্ছা...
আর ভাইডি রে আদর দিয়েন :hug:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আপুকে অনেক অনেক অভিনন্দন আর ভাগ্নের জন্য অনেক অনেক আদর। :hug:
বাহ ব্লগে আরেকটা ৯৭-০৩ ব্যাচের পোলা বাড়লো।ওই রকিব্বা ,শিজ্ঞিরি আমার দোস্তরে চা দে... (সম্পাদিত)
বহুত দিন পর সম্পা আবার দিলো। :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অভিনন্দন আপু। আর পিচ্চিটার জন্য আদর রইল 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
ফাকিবাজ ক্যাডেট, এত্তু দেরি 😛 । ভাগিনা পোলা তো নয় আগুনের ই গোলা, অনেক অনেক বড় হ ভাগিনা, তবে মামাগুর মত পুংটা হইছ না।
সেলিনা আপাকে অভিনন্দন আর ধন্যবাদ শান্তা আপাকে