স্বপ্নমঙ্গল ReLoaded
হবুরাজের চুলে ছিল উকুনের দল
স্বপ্ন দেখিবার কালে করে কোলাহল,
আসিলো মর্কটত্রয়ী নাশিতে উকুন
তাহাতে রাজার জ্বালা বাড়িল ত্রিগুণ।
নড়িলে মারিছে চড়, মুরুব্বি না মানে!
ব্যাকুল হইয়া হবু চায় আসমানে,
উপরে আছেন পিতা উর্ধলোকে বসি
রাজার যাতনা দেখে কয় দিয়ে হাসি –
“দেহের আজাবে যদি এত কষ্ট হয়,
মনের যন্ত্রণা কি তা জাননা নিশ্চয়!”
এ বলিয়া কল-কাঠি নাড়িলেন তিনি
নিমেষে বাঁদর হাওয়া, ঘোচে পেরেশানি।
তখন আসিলো বেদে, কেঁদে গায় গান
“গুরু কে?” শুধালে বলে “ফকির লালন”।
জিজ্ঞাসিলো রাজা তারে “কেন কাঁদ ভাই?”-
“পাখি কোথা গেছে উড়ে, জানি না যে, তাই”
শুনিয়া রাজায় ভাবে বেজায় ক্রোধিয়া
দেব কি শুলের অগ্রে ব্যাটা রে বাঁধিয়া ?
চারিদিকে এত পাখি করে কোলাহল
কি বলছে এই বেদে, গর্দভের দল !
বেদে ও বাঁদর কুল আত্মীয় নিশ্চয়
মহামতি ডারউইনও দিয়েছেন সায়।
এহেন ভাবনা তাঁর না হতেই শেষ
কাঁধে তুলে নিল বেদে, চোখের নিমেষ
ফেলিতেই দেখি রাজা বসা উচু দাঁড়ে,
কেমনে কী হয়ে গেল বুঝিতে না পারে।
হেন কালে এল এক বুড়ি থুড়থুড়ি
হাসিয়া ঝুলানো পায়ে দেয় সুড়সুড়ি।
কেহ তারে নাহি ছাড়ে, ভীষণ আপদ
চুল-তক নাহি নড়ে ঝোলানো দু-পদ।
‘পাখির মতন রাজা করে ঝট পট,
বেদে কানে কানে বলে — হিং টিং ছট।’
শুনিলো কি বুঝিলো না কোনো কিছু তার
নিমেষে হবুর মুখ হয়ে গেল ভার।
বেদে, বুড়ি, সবই গেল মিলায়ে সহসা
রাজার মনেতে কালো মেঘ বাধে বাসা,
একি মন্ত্র দিল কানে লালনের চেলা
অর্থ খুঁজে নাহি পাই, কেটে যায় বেলা!
গৌড়ানন্দ কবি ভনে হিং টিং ছট্ —
স্বপ্নমঙ্গলের কথা, শুনিতে উদ্ভট!
—
পাদটীকাঃ নীচে তথ্যসূত্র দিলাম, গৌরচন্দ্রিকা সমেত পুরো কবিতাটাই সেখানে পাবেন। কিন্তু কবিতাটি নিয়ে আমি একটু মজার খেলা খেলতে চাই। তথ্যসূত্রটি দেখার আগেই অনুমান করুন তো মুল কবিতাটা কি ছিল? এবং অন্যের কথাকে কিভাবে নিজের ভাষায় পুনর্ব্যক্ত করা যায় তার উদাহরণ হিসেবে আমার এই কবিতাটি ১০০ তে কত পাবে সেটাও উল্লেখ করবেন প্লীজ।
তথ্যসুত্রঃ
মুল প্রকাশনার লিঙ্কঃ http://wp.me/p1DL73-14
:clap: :clap: :clap: :clap: :clap: :clap:
বেইন্নাবেলায় কইন কি মিয়া
এক কবতেই ছাত্র নিয়া
সাজতে হইবো মাস্টর B-)
হের চাইতে মারুইন আফনে
জোরসে ছুইড়া ডাস্টর 😀
স্বপ্নমঙ্গলের কথা দেরাজসমান
সিসিবির ব্লগে তাহা পরে পুণ্যবান 😀 (সম্পাদিত)
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
সোনার লোভে পূণ্যবানে কইরা যায়গো পন্ডিতি
নইলে কী আর এই আকালে ব্লগে তোরা মন-দিতি B-)
সোনার লোভটা যাই গো চেপে
আসুক আবার স্বর্ণযুগ
ছড়ার টানে উঠুক কেঁপে
আছেন যত বর্ণমূক
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
সোনার কথা থাকুক তোলা দূর আপিসের দেরাজে B-)
তোরা বাবা চা-য়ে তুফান ছুটাস আমার টেরাসে 😀
চায়ের কথা আসল কেন,
আকাশ থেকে হেথা
মগজ এখন জ্বালিয়ে খাবে-
(নেই যে চায়ের পাতা)
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
এমনি বুঝি আসবি তোরা?
নাইকো লুচি নাইকো বড়া 😛
চায়ের লোভ ঠিক জুটবি
হেঁড়ে গলায় গান গাইবি B-)
কেবল চা-য়ে চলছিল না?
লুচি-বড়ার হাতছানি!!
অনুভূতির ওপর কেন-
এমন আঘাত ছড়াপানি?
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
চা-য়ের সাথে টা নইলে চলবে বুঝি ভাবিস
বলবি শেষে আম্রিকাটাই এক্কেবারে রাবিস B-)
চায়ের সাথে টা-ই চলুক
ছড়ার সাথে ছড়ি
সিসিবিতে পুরান পাপীর
বাড়ুক ঘুরোঘুরি
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ইশহাদ যদি ইশারায় কয়,
আপনে আপা ফুটেন
যাইবো চলিয়া কবতে ফেলিয়া
অন্যরা যদি জুটেন
(Time to go, bhaiya! Enjoyed so much. See you soon. Much love)
কামানো পুন্যের থেইকা আমার কমিশনডা কিন্তু ঠিক ঠিক ভাবে দিও ইশহাদ! নইলে এমন অভিশাপ দিমু...... x-(
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
::salute::
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
জবাব বাটন কই হারায়া গেল?? :bash:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
এক কমেন্টে ১০টার বেশি আর 'জবাব দেয়া' যায় না...
তোদের মতন ফাউল পোলাদের কমেন্ট কমেন্ট খেলার ভয়ে মডু এই কাজ করছে...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওরে ধইরা উস্টা দেন জুনাদা। দুষ্ট পুলাপান! x-(
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ক্যান? আমি কি করলাম?? 😮
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
কমেন্ট কমেন্ট খেলার অপরাধে উস্টানো দরকার! :grr: :grr:
পুনশ্চঃ ১০টা কমেন্টের কোটা ফুরায় গেলে এমন একটা কমেন্টের নেস্টে পরবর্তী কমেন্ট দিও যাতে নোটিফিকেশান পায়। রেস্ট্রিক্টেড অবস্থায় এইটাই এখন একমাত্র উপায়। 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
পুনশ্চটা বুঝি নাই, আইনের ভাষায় কিছু বললেন নাকি? :brick:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
১০টার পরে "জবাব" বাটন হারায় গেলে হারিকেন জ্বালায় না খুইজা আরেক জায়গায় শুরু করবা।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হুমম...
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
মোকা তুমি দুষ্ট ভারী ইশিরে তুমি তাড়াইলে?
জমবে খেলা পাগলারে কও সেতুটিরে লাড়াইতে 😀
:clap: :clap: :clap:
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
আজকে আমি ক্লান্ত ভারী
ঘুম লয়েছে অক্ষি কাড়ি
যতই বল- পাগলা নাড়ি
ছড়ার সঙ্গে আজকে আড়ি =((
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
আড়ির কথা বলে তুই ফুট মেরেছিস দেরাজে 🙁
না জানি কী ছন্দ খুঁজিস একলা বসে টেরাসে B-)
যতোই করিস ফন্দি ফিকির
করিস যতোই পীরের জিকির
ফিরতে হবে লাইনে তোর
কাটবে দেখিস ঘুমের ঘোর
ছন্দ ছবির বন্দনাতে
কচিকাঁচার গন্জনাতে
পুচ্ছপটের চুনকালিতে
ভাবছি বুঝি, ভাগলি!
জাগলো রবি পূব আকাশে
এবার বুঝি জাগলি?
জাগতে না জাগতেই ঘুমোবার সময় এসে গেল
তারপর আবার ঘুমুতে গেলুম
[ ধরে ন্যান, আধুনিক গদ্য কবিতা 😀 ]
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
=)) =)) =))
মুজিব, তুমি একটা জিনিষ ............... :)) :)) :)) :))
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
অরুপ ভাই, কলেজে জয়েন করার তিন চার দিনের মাথায় ঠিক এই কথাটাই বলেছিলেন ১৮ ইন্টেকের শামস ভাই। তারপর থেকেই আমি ভালো হয়ে গেছিলাম :-B
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
কবিতা চিনতে পারি নাই মুজিব ভাই কিন্তু টাইটেল দেখে এক চোট হেসে পুরোটা পড়ে বিষম খাবার জোগাড়। মূল লিংকে গিয়ে মিলিয়ে দেখে মনে হচ্ছে গোল্ডেন এ প্লাস দিতেই হয়। অর্থাৎ ৯০/১০০
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হুম, না চেনারই কথা, খুব একটা পপুলার কবিতা না। তবে স্বপ্নমংগল আমার সাংঘাতিক রকমের প্রিয় একটা কবিতা। ছোটকালে বাবা পড়ে শুনিয়েছিলেন, ব্যাখ্যা সমেত। আর আমি তখনও পড়তে শিখিনি। সেই থেকে একেবারে মনে গেঁথে আছে।
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
মোকা,
বল কি! এইটা মহা পপুলার কবিতা।
কিছু চরণ মনে হচ্ছিল শুনেছি কিন্তু নিজে থেকে পড়া হয় নাই। 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
নিঃসন্দেহে খুবই ইন্টারেস্টিং একটা এক্সাসাইজ।
"দম আছে", বলতেই হবে.........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
এই করতে গিয়াই তো দম সব শেষ 🙁
নতুন দমের খোঁজে দেরাজ খুলে দেখি সেখানে আর কিছুই নেই! একটা ড্রাফট রাখসিলাম, বাল্যপ্রমের গল্প, টেরিজিডি। মেয়েটার অনেক বড় এক জমিদারবাড়িতে বিয়ে হয়ে যায়। ছেলেটা শেষমেশ মদ খেয়ে মেয়েটার শ্বশুরবাড়ির গেটের সামনে মরে পরে থাকে।
কিন্তু ড্রাফট টা গেল কই? নিসচয়ই কোন বদ জুনিয়ার এইটা চুরি করছে! পরে নিজের বলে চালিয়ে দেবে। 😡
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
=)) =)) =)) =))
মুজিব মিয়া কই গেলা গো থুইয়া তুমার কবতে
আমরা হেথায় কাব্যি করি পইরে গিলাস B-) সবতে
আর বইলেন না আফা! দেরাজে আটকাইয়া গেছি... মানে একটা দরকারি কাজে আটকে গেছি.. একটু ঝাড়া হাত-পা হলেই এদিকে হাজির হব। 🙁
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
সাত সকালে এক চোট হাসলাম কবিতা পড়ে ।
তারপর মন্তব্যে পড়ে
গড়াগড়ি দেই, আর দাঁত সব বাতাসে ওড়ে ।
চুলের বদলে দাঁত উড়লে আছে ভীষণ যন্ত্রনা 😉
বুঝবে তুমি হচ্ছো পাকা এটাও কিন্তু মন্দ-না B-)
এই বয়সে চুলেরা কি আর আছে অমন
যে হাসলে উড়ে বাতাসেতে করবে চনমন !
দুর্বল কিছু দাঁত যা ও ছিলো নড়বড়ে
হাসিতে হাসিতে খুলে টুলে তাও গেলো পড়ে ।
পাকা হবার কথা যদি বললেই তবে
দাঁত পাকলো আজ, চুল তো সেই কবে ।
😀 😀
( উপরের ইমোটিকনগুলো অবশ্য আজকের পড়া পর্বের আগের )
চুলে দাঁতে কি হয় বলো
আসল যাদু মগজে B-)
সেটাই তুমি শান দাও যে
বুঝতে পারি কাগজে 😀
:boss: :boss:
তোমার সাথে আজকে পেরে ওঠা কাজ না
অন্য দিন পারবো ভেবে
থাকি নাহয় কল্পবৈভবে
সম্ভাবনার একটুখানি তবে তোলা থাক না
যুদ্ধ জয়ের আগেই তুমি ভংগ দিলে রণে :((
কি আর করি, দুঃখে মরি, পালাই গিয়া বনে B-)
(ভাল থেকো, ভাইয়া। থ্যাংকু থ্যাংকু :boss: )
সাবিনাপু, তোমাকে কি কেউ আগে কখনো কবিরাজ, থুক্কু, কবিসম্রাজ্ঞী বলে ডেকেছে?
:boss: :boss: :boss:
তবে, পিলিজ লাগে, তুমি এখানেই থাকো, বনবিবি হইও না... পিলিগ... (সম্পাদিত) (সম্পাদিত)
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
মুজিব ভাই, তারচেয়ে নামটা বদলে "কবিনা চৌধুরী" করে দিই,
আইনী ব্যাপারগুলো সামলানোর জন্য মোকা ভাই আছে। 😀
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
কবি চৌধুরানী 😛
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
ওরে,
কবিনী বলিয়া ডাকছিস তুই ভাইডি মোর
চোপরাতে চাস ভয় দেখায়ে মাউসের জোর 😉
গৌড়ানন্দ চৌধুরানী ভনে হিং টিং ছট B-)
তোর রাতের সুখস্বপ্ন বড়ই উদ্ভট 😕
অটঃ
এই ছিল মোর ভালে?
ছড়ার মরায় আইটকা গেছি তোদের কারেন্ট জালে
@ মুজিব
ব্যাটা তুইও আমারে কবিনা কস মনেমনে :grr:
বেলাজ হাসিয়া জিজ্ঞাসি তাই জনেজনে B-)
কইনতো দেহি, ক্যার লাগিয়া কবিনা কন?
:তুমি মুখ খুলি কইলে যখনই 'তুই চোরা'
ধর্মের কল নড়িছে বাতাসে জোড়াজোড়া
'কবি' না আমি কইসি কতই তুই জানিস
তারপরও আমারে তুই 'কবিনা' কহিস?
@ Ishtihad (সম্পাদিত)
আপা সিসিবির নাম যে সিসিকবি দিতে চেয়েছিলাম মনে আছে!? ;)) ;)) ;))
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
Ishtihad কি ইত্তিহাদ এয়ারওয়েজের কোন সিস্টার কন্সার্ন?? :-B
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ইশহাদ থেকে হইলি ইশি
ইশির শেষে ইশতিহাদে
সম্পা আপুর বদমেজাজে
না জানি কী আছে বরাতে
(তোর নামের বানান ভুল করেছি; সরি। চোখে পড়লো যখন সম্পা আপু এডিট করতে দিলনা। )
কবিনা চৌধুরী। নামটা কিন্তু ভাল ছিল। =))
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আপনার মন্তব্যে জবাব নাই (আক্ষরিক অর্থে)
সিসিকবি শুইনা প্রথম মনে যে দৃশ্যকল্প ভাইসা উঠল সেটা- মিশরের জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি স্বরচিত কোবতে পাঠের আসরে কোবতে পাঠ করছে। আমাদেরও তো এক কবি (অবঃ) জেনারেল ছিলেন।
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
থ্যাংকস লুতফুল ভাই, মাফ চেয়ে নিচ্ছি, রিদমিক এ খন্ড ত আর চন্দ্রবিদু কিভাবে লিখতে হয় তা আজও বের করতে পারিনি :frontroll:
ভাইয়া, না মানে... আপনার ডেন্টিস্টের ঠিকানাটা একটু দেবেন? আমার কমিশনটা এখনো দিচ্ছেনা...
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
কাকে কি বলছো । একই সমস্যা আমারও।
নিজের নাম লিখতেই খন্ডতটাকে অন্য কোথাও থেকে কপি করে আনতে হয়।
ডেন্টিস্টও কিন্ত সিসি 😀
তাইলে তো ডেন্টিস্টের কাছে কমিশন দাবী করাটা ফরজ হয়ে গেল.... 😀
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
প্রথমে বিদ্যু লিখবেন দেখবেন সাজেশনে বিদ্যুৎ আসবে। সেখান থেকে কেটে নিয়ে যেখানে ব্যবহার করা সেখানে বসাবেন! 😛 😛
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
কি তামসা! বিদ্যু লিখলেই বিদ্যুৎ চলে আসে!! খবরদার, এই কথা যেন কোন পাঠান বা সর্দারজির কানে না যায়। নাহলে লোডশেডিং হলেই বিদ্যু বিদ্যু লিখে সিসিবির সব কমেন্টের ১০ জবাবের কোটা শেষ করে ফেলবে... 😛
থ্যাংকস মোকা, সহজ একটা বুদ্ধি বাৎলে দেবার জন্য। :thumbup:
কিন্তু চন্দ্রবিন্দুটাকে কিভাবে বাগে আনা যায় বলোতো? ~x(
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
চঁন্দ্রঁবিঁন্দুঁরঁ রঁহঁস্যঁ উঁদঁঘাঁটঁনঁ কঁরেঁছিঁ স্যাঁরঁ।
রিদমিকে যদি ভুল না করে থাকি বাঙলা দুটো লে আউটে ইনপুট দেয়া যায়। অভ্র ও প্রভাত। সেখান থেকে অভ্রের বদলে প্রভাত সিলেক্ট করে আপার কেইসে লিখার যেই বাটন সেটা চাপ দিলে দেখবেন বাংলার বাকি অক্ষর গুলো দেখাচ্ছে। সেখানে দেখুন নিচের সাড়ির সর্বডানে হসন্তের উপরে চন্দ্রবিন্দু দেখায়। ব্যবহার করতে সেই বাটনটি চাপ দিয়ে ধরে থাকুন বিন্দু এসে যাবে। একই ভাবে একই স্ক্রিনে সবার উপরের সাড়ির মাঝে দেখেন "উ" আছে। এর উপরে দেখেন "ৎ" দেখায়। সেখানেও "উ" বাটন চেপে ধরে রাখলে "ৎ" চলে আসবে।
এতদিন ধরে রিদমিক ব্যবহার করি অথচ এই ছোট ট্রিকটা এতদিন ধরে ব্যবহার না করে "ৎ" কত খন্ড যে করলাম! ~x( ~x(
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
গুড ফাইন্ডিং মোকা! brilliant :thumbup:
যাহোক, আমিও ইতিমধ্যেই একটা সমাধান পেয়ে গেছি রিদমিক এর ম্যানুয়াল এ। qq লিখলে ঁ এসে যায়, আর TH লিখলে ৎ চলে আসে। 🙂
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
কম্পিউটার লাইনের লোকজনের মাঝে একটি এ্যাক্রোনিম প্রচলিত আছে RTFM যার মানে হলো রিড দ্য ফাকিং ম্যানুয়াল। বুঝতে পারছি তারা কি কারণে এই এ্যাক্রোনিমটা চালু করেছে! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
দুঃখ করোনা, বাঁচো।
আজইতো শেষ নয়
কালওতো আছো ...
মুজিব,
শুধু মুগ্ধ বললে কম বলা হবে।
এই কবিতাকে নিজের মত করে এত চমৎকার করে লিখে ফেলা যা তা ব্যাপার না। তুমি হাসির রাজা।
সিরিয়াস কিছু লিখলেও যে অত্যুৎকৃষ্ট কিছু লিখবা জানি।
তুমি জিনিয়াস মিয়া।
নুপুরদা, এবার কিন্তু সত্যি সত্যি ই লজ্জা পাবো। এইরকম ভাবে বললে আমার মত একজন বেলজ্জাহীনও লজ্জা পেতে লজ্জা করবে না :shy:
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
ফুল মার্কস= ১০০
পুরাদস্তুর বাঙ্গাল
:hatsoff: :goragori: :awesome:
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
খুব এক চোট হাসলাম মুজিব ভাই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বেদ্দফ ফুলা! সিনিউরগো কতা লই হাসাহাসি কইরছে!! x-(
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
:frontroll: :frontroll: :frontroll: শুরু করলাম ভাই, থামার সময় হইলে বইলেন 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷