ইডি খাওয়া ক্যাডেটদের প্রাত্যহিক জীবনের একটি অংশ। তবে কারো কারো জন্য তা হয়ে ওঠে অতি-প্রাত্যহিক। ক্যাডেটদেরকে নিয়মিত ইডি লাগানোর মত কষ্টসাধ্য কাজটি সাধারণত স্টাফরাই করে থাকেন (ক্ষেত্রবিশেষে অতি-কর্তব্যপরায়ণ শিক্ষক ও ক্বচিৎ অ্যাডজুটেন্ট-প্রিন্সিপ্যাল)। ইডি লাগানোও যে একটি শিল্প হতে পারে মাঝে মাঝে আমাদের শুভাকাঙ্ক্ষী স্টাফ ও স্যারেরা তা দেখিয়ে দেন। এবারে থাকছে চমকপ্রদ কিছু ইডির বৃত্তান্ত। (* চিহ্ন সংবলিত ইডিগুলো বিশেষভাবে দৃষ্টি আকর্ষণের যোগ্যতা রাখে।)
এক্ষেত্রে হাউস মাস্টার অফিস থেকে ইডির নোটিস সময়মত হাওয়া করা এবং আমাকে তা ব্যবহারের অনুমতি দেয়ায় তাশরীফ মাহমুদ (ফকক, ৫৪তম ব্যাচ) এর প্রতি আমি কৃতজ্ঞ।
১।* ২×ইডি। কারনঃ উক্ত ক্যাডেট ৩০ নভেম্বর ২০১০ তারিখে ব্যবহারিক ক্লাসে শিক্ষকের উপস্থিতিতে গান করে।
২। ২×ইডি। কারণঃ উক্ত ক্যাডেটকে বার বার বলার পরও সঠিক পোশাক পরিধান করে না।
৩।* ২×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ২৪ জুলাই ২০১১ তারিখে ১৭৫০ ঘটিকায় হাউসের পিছনে পেয়ারা গাছে উঠে।
৪। ৩×ডিআর। কারণঃ উক্ত ক্যাডেট ০২ মার্চ ২০১০ তারিখে ফলিনে থাকা অবস্থায় ফুটবল খেলতে থাকে।
৫। ১×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ০২ মার্চ ২০১০ তারিখে হাসপাতালে সিক নিয়ে বিকালে হকি খেলতে আসে।
৬। ৪×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ২৫ ফেব্রুয়ারি ২০১০ তারিখে প্যারেড ড্রিল করার সময় হাতাহাতি করে।
৭। ৩×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ০৫ জুন ২০১১ তারিখ রাতে লাইটস আউটের পর বাথরুমে অবস্থান করে।
৮।* ৩×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ২৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখে রাত্রিকালীন প্রেপে পিছনের জানালা দিয়ে ক্লাসে প্রবেশ করে।
৯। ২×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ০৩ মার্চ ২০১০ তারিখে প্রেপকালীন সময়ে জনাব মোঃ নুরুল হোসেন, সহকারী অধ্যাপকের সাথে মিথ্যা কথা বলে।
১০। ১×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ০৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে সকালে প্যারেড সঠিকভাবে পরিচালনা করতে পারে নাই।
১১।* ১×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ০৭ সেপ্টেম্বর ২০১২ তারিখে সুইমিং পুলের ওয়াল টপকিয়ে গিয়ে সুইমিং করে।
১২।* ২×ডিআর। কারণঃ উক্ত ক্যাডেট ০৬ অক্টোবর ২০১১ তারিখে দুগ্ধপানের সময় টার্নআউট সঠিক ছিল না।
১৩। ২×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ২৭ নভেম্বর ২০১১ তারিখে বিশ্রামের সময় বাথরুমে অবস্থান করে।
১৪। ৫×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ২৩ নভেম্বর ২০১১ তারিখে সকালের ফলিনে দেরিতে আসে এবং ব্যক্তিগত সামগ্রী হারিয়ে ফেলে।
১৫। ৫×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট কলেজ টাই ব্যতিত শিক্ষাসফরে গমন করে।
১৬।* ২×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ২৫ নভেম্বর ২০১১ তারিখে ব্যক্তিগত সুস্থতা বজায় রাখতে ব্যর্থ হয়। (এখানে পটভূমিটা বলে রাখি। শিক্ষাসফরে মহাস্থানগড়ে খোলা আচার খাওয়ায় যাত্রাপথে কতিপয় ক্যাডেটের প্রকৃতির ডাক অগ্রাহ্য করা কঠিন হয়ে পরে। তখন বাস থামিয়ে রাস্তার পাশে সমস্যার সমধান করতে হয়। সিএসএম সমিজুল স্টাফ খসড়া ইডি লিস্টে লিখেছিলেন, “উক্ত ক্যাডেট জোরপূর্বক বাস থামিয়ে রাস্তার পাশে মল ত্যাগ করে। পরে তা ভারপ্রাপ্ত কলেজ প্রিফেক্টের হস্তক্ষেপে পরিবর্তিত হয়।)
১৭।* ৫×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ১৬ অক্টোবর ২০১২ তারিখে শিক্ষাসফরে গিয়ে লাইব্রেরি থেকে ইস্যু করা বই পড়ে সুন্দরবনে লঞ্চে ফেলে আসে।
১৮।* ২×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ৩০ নভেম্বর ২০১১ তারিখে ৭ম শ্রেণীর বি ফর্মের প্রেপ গাইড থাকাকালীন লেখাপড়া না করে অন্য ক্যাডেটদের বিরক্ত করে।
১৯।* ২×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ০৩ এপ্রিল ২০১২ তারিখে পিটি চলাকালীন কালভারটের নিচে লুকিয়ে থাকে।
২০। ২×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ০১ ফেব্রুয়ারি ২০১২ তারিখে প্যারেড চলাকালীন বুকে হাত বেঁধে ড্রিল করে।
২১। ২×ইডি। কারণঃ উক্ত ক্যাডেট ০১ ফেব্রুয়ারি ২০১২ তারিখে প্যারেড চলাকালীন পিছনে হাত বেঁধে ড্রিল করে।
২২।* ৩×ইডি ও ২×ডিআর। কারণঃ উক্ত ক্যাডেট ০৮ জুন ২০১২ তারিখে মাগরিবের নামাজের সময় নামাজ সম্পন্ন না করে ৮-১০ জন ক্যাডেটকে নিয়ে বারান্দায় এসে বসে থাকে এবং উচ্চস্বরে কথা বলে। ডিউটি এনসিও নিষেধ করলে ডিউটি এনসিও এর সাথে খারাপ ব্যবহার করে এবং গ্রুপিং করে সবাইকে নিয়ে যায়। উক্ত ক্যাডেটের শৃঙ্খলার মান অত্যন্ত নিম্নমানের।
=))
ভাইয়া, তোমার ছবিগুলা কষ্ট করে আরেকবার আপলোড দিবা? সার্ভারে কিছু সমস্যা থাকায় ছবিগুলা মুছে গেসে।
সাতেও নাই, পাঁচেও নাই
দিয়ে দিচ্ছি ভাই...
মাশাল্লাহ ভালই :gulli: :gulli: :gulli:
৪বার ইডি খেয়েছিলাম।তবে একা একা খেতে হয়নি।সব গণ ইডি খেয়েছি।একবারই মনে হয় দুইজন মিলে খেয়েছিলাম।তবে বেশ বড় কারণে।সিএমএইচে গিয়েছিলাম আমি আর আমার আরেক ফ্রেন্ড।ওখান থেকে শহরে যাবার পথে ক্যান্টনমেন্টের মেইন গেটে স্টাফের সাথে মুখামুখি দেখা।ভাগ্য খারাপ হলে যা হয় আরকি।আমরা বেড় হচ্ছিলাম আর স্টাফ কলেজের ভ্যানগাড়িতে অন্য কোন কাজে কলেজ থেকে ক্যান্টনমেন্টে আসছিল।
যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি
🙁 =)) =))
আমার কপাল খারাপ । কখনও ইডি খাইনি B-)
দারুণ একটা জিনিস মিস করেছি।
পুরাদস্তুর বাঙ্গাল
কোন ইডি না খাওয়া কি সম্ভব, ভাই? আমি সারাজীবন এত প্রপার(!) থেকেও ২৬ টা খাইলাম।
3x ED কারণ ক্যাডেট মুয়াজ ১ ডিসেম্বর ২০১৩ তারিখে রাত ৯টায় সিসিবিতে সিনিয়রের কথার উপর কথা বলে :gulti:
পুরাদস্তুর বাঙ্গাল
মরিয়া গেলুম ভাই...।
মুয়াজ একমাত্র এক্স ক্যাডেট যে সিনিয়রের সাথে কথা বলার অপরাধে ৩ টি ইডি খেয়েছে 😛 ২৯ টা হয়েছে।
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
:boss: :boss: :boss:
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
মসজিদে উচ্চস্বরে কথা বলে ইডি খেয়েছিলাম ক্লাস নাইনে । 😛
ক্লাস টেনে সাধারণ জ্ঞান পরীক্ষার সময় ফর্মের ছেলে পিলের খাতা নিয়ে উত্তর লিখে দিচ্ছিলাম। এরপর ফর্ম মাস্টার খাতা সহ আমাকে পাঠিয়ে দিলেন ভিপি স্যারের কাছে। এরপর এর ইতিহাসের নায়ক আমি, ইডি, স্যান্ড ব্যাগ আর স্টাফ রা ! :gulli2: :gulli2: (সম্পাদিত)
=)) =))
এখন কি এত ছোট কারণেও ইডি দেয় নাকি। আমাদের সময় বড় কারণ ছাড়া ইডি দেয়া হত না।
=)) =)) =)) =)) =)) =)) এই জন্যেও ইডি খাইতে হয়েছিল...... হাঃহাঃহাঃ
যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি
😐
আমার কলেজে পেয়ারা বাগানে যাওয়া নিষেধ ছিলো। জনৈক ক্যাডেট ওইখানে গিয়া ধরা পড়ার পর তার বাসায় চিঠি গেলঃ " আপনার পুত্র/পোষ্য নিষিদ্ধ স্থানে হাতেনাতে ধরা পড়ায় তাকে ইডি দেয়া হয়েছে"- এইটা পইড়া তার মা বাবা বলে-"তোর ক্যাডেট কলেজে পড়া লাগবেনা, এত অল্প বয়েসে এইসব জায়গায় যাওয়া শিখে গেসিস..." =)) =)) =)) (সম্পাদিত)
এইটা কি ছিল ভাই......
আমার টা কি? উক্ত ক্যাডেট জুমার নামাজে মসজিদে ঘুমিয়ে ছিল?
আমাকে আমার মত থাকতে দাও...
:)) :)) :))
মাসরুফ, ভাই তোমারটা সবচেয়ে ভাল। =)) =)) =))
আমাদের ব্যাচে ইডি খাওয়াটা একটা সম্মানের কাজ ছিল। যে যত বেশি ইডি খাবে তার সম্মান সবচেয়ে বেশি। আর এই সম্মান প্রদর্শন করা হতো আর্মির র্যাংক প্রদানের মাধ্যমে।
১টা করে ইডি ১টা প্রমোশন।
তবে আমরা কেউই মেজর জেনারেল পার হইতে পারি নাই।
The Bond Cadet
তাইলে ২৬ টা ইডির জন্য কোন র্যাংক পাইতাম ভাই? ;)) ;))