আকাশে হলুদ একটা বিশাল চাদ, আমি হাটছিলাম নরম ঘাসের মাঠের ঠিক মাঝখানে। পায়ের নিচে শিশিরে ভেজা, নরম দুব্বা ঘাস। মাঠের একপাশে আকাশ আড়াল করে দাঁড়িয়ে আছে একটা বিশাল পাহাড়। দূর থেকে যে পাহাড়ি হিমেল বাতাস ভেসে আসছে, তাতে হি হি করে কাপছি আমি। মাঠে আরেক পাশে একটা ছোট নদী, সেখানে ঝর ঝর শব্দে বয়ে যাচ্ছে স্ফটিক সচ্ছ পানি। নদীর পাশে কিছু বসার বেঞ্চ আর পাইন গাছের সারি। ১২ টার দিকে, ঠান্ডায় ফিরে আসলাম হোটেলে, সাথে একটা টাইগারের ক্যান। শনিবার রাতটা কাটিয়েছি, ১৪০০ মিটার উচু “তানহা রাতা” নামের একটা হিল স্টেশনে।
পরদিন সকালে, ঘুম ভাংগলো খুব তাড়াতাড়ি, সকালের নাস্তা করেই গেলাম কাছের একটা “জল প্রপাত” দেখতে। এর পরে বনের মাঝের ট্রেইল ধরে গেলাম আরেক জলপ্রপাত আর ওয়াচ টাওয়ার দেখতে।
৬০০০ ফুট খাড়া পাহাড় বেয়ে উঠে একবারে খারাপ স্টাবেরি ফার্ম, চা-বাগান, আর ১৫০০ মিটার উচু ব্রিঙ্গাল নামের ছোট শহর, আদিবাসি, সব মিলিয়ে একটা জম জামাট ছুটি কাটিয়ে এখন আবার ফিরে আসলাম সেই মন খারাপ করা শহরে।
🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহ, ম্যালা দিন পর............
আমার ও যাইতে মনে চায়
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমিও যাপো (কপিরাইটঃ মাস্ফ্যু ভাই)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😀 😀
:(( :(( :(( :((
অসাধারন কিছু ছবি দিয়েছেন মেহেদী ভাই। মজার ছুটি কাটালেন, তাই না?
আপনি অনেক অনিয়মিত হয়ে পড়েছেন কেন ভাই?
রিসেশন এর জামেলায় আছি ... ২ জনের কাজ একার করতে হয় ... 😀 😀
এইয়ে কোনে ? কিবা কইরা যাওন যায়?
এইটা ক্যামেরুন হাইল্যান্ড, মালেয়শিয়ার কুয়ালালুম পুর থেকে ২২০ কিমি উত্তরে ... বাসে ৪-৫ ঘন্টার রাস্তা ...
ক্যামেরুন হাইল্যান্ড 😀 😀 😀
ছবি গুলো দারুন...... :thumbup: :thumbup:
আমিও যেতে চাই...... :hatsoff:
বর্ণনা এত কম কেন? আরো বড় করে লিখনারে ভাই ।
লিখতে অনেক কষ্ট লাগে 😀
ছবিগুলা দেখে খুব হিংসা হচ্ছে! ইচ্ছে করছে এখনই ছুটে যাই! 🙁
আরেকটু বেশী বর্ণনা দিও রে ভাই। নিজেরা তো যেতে পারিনি, তোমার লেখা দিয়েই না হয় দেখে নিব।
আরো কিছু ছবি দেখতে মন চাইছিল 🙁
মালেশিয়া যামু ঠিক করছি, তবে কবে যামু জানিনা। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, গেলে আওয়াজ দিয়েন। 🙂
ফয়েজ ভাই, গেলে আওয়াজ দিয়েন।
রবিন ভাই, আসবেন নাকি আবার ?? আমি ২-৩ মাসের মধ্যেই গাড়ী কিনব ... আসলে অনেক রক করা যাবে ...
দেখি ডিসেম্বরে ই্চছা আছে।
চলে আসেন ভাইয়া ... একটু মজা করি
ছি! সিনিয়রের সাথে মজা করতে চাস ? x-(
যা গিয়া কুয়ালালাম্পুরে লং আপ হইয়া থাক :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
🙁 🙁