মোবাইল এ হঠাৎ SMS আসার শব্দ। SMS টা পরতে লাগলাম
” দোস্ত, কেমন আছিস ? অনেকদিন তোদেরকে দেখিনা। খুব দেখতে ইচ্ছা করে। আমার একটু খারাপ সময় যাচ্ছে, তাই তোদের সাথে যোগাযোগ রাখতে পারিনা… ঠিক হয়ে গেলেই আমাকে পাবি… দোয়া করিস আর অনেক ভাল থাকিস…”
চোখে পানি এসে গেল। খারাপ লাগতে লাগল খুব। কেমনে ভুলি তোদের ?
বিমএ থেকে যখন ফোন দিস। বলিস যে বিমএ না এসে বাইরে থাকলেম ভাল হতো। আমি বলি, যেখানে আছিস ভাল আছিস। উল্টাপাল্টা চিন্তা করিস না। যখন বলিস ” খুব মিস করি তোদের ”… আমার চোখ তখন ভিজে যায়। মোবাইল এ তা দেখতে পাস না ঠিক … কিন্তু অনুভব করিস হইতো।
তোরা হইতো আমার এসব কথা শুনলে বলবি আমি এত চেঞ্জ হলাম কীভাবে ? বলবি, তুই তো এত ইমোশনাল ছিলিনা কখনো।। আসলেই… আমার নিজের কাছে ও অবাক্ লাগে… কিন্তু পারিনা যে দোস্ত। পারতে চাই ও না। তোদেরকে ভুলি কি করে ?? প্রতিটা মুহূর্ত যে তোদের কথা মনে পরে.
🙁
🙁 🙁
ভাইয়া মন খারাপ করোনা, এই দেখোনা ... আমরা কত দূরে। আমাদের তো আরো বেশী খারাপ লাগার কথা। চিয়ার আপ। 🙂
🙁 🙁 🙁
আমি এতোটা মিস করব ভাবিনি কখনো... তাই আর কি...
🙁 🙁 🙁 🙁
দোস্ত একই ব্যাপার ঘটতেসে আমার ক্ষেত্রে ওরা ফন করে কি বলবো বুঝিনা কিন্তু কেন যেন খারাপ লাগে 🙁
৭ বছরতো স্কুলে পড়সি কিন্তু এই অনুভুতিটা কিন্তু পাইনাই 🙁
হ... অনুভূতি পাইতেছি এখন... 🙁
🙁 🙁
ধুরু মিয়া!!! এইসব লেখা দেও ক্যান। পুরান কথা মনে পইড়া যায় তো। :(( :((
ক
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
পুরান কথা মনে পড়ার জন্য লিখছি... 🙂 🙂
🙁 🙁 কান্দে না সোনাবাবুরা!!!!!!!! 😕 😕 🙁 🙁
:thumbup: :thumbup:
Life is Mad.
ভালো।
মাঝে মাঝে মনে হয়, সব যদি ভুলে যাওয়া যেত! 🙁 🙁
দোস্ত যেই লেখা দিসোস... :boss:
সত্যি মন খারাপ হয়ে গেলো রে... 🙁 🙁 🙁
কুষ্টিয়ার লোকদের মতো দুই জায়গায় 'হয়তো'র বদলে 'হইতো' লিখছো।
কুষ্টিয়ার লোকজন 'য়' বলতে পারে না,
'যায় যায় দিন'রে বলে 'যাই যাই দিন'। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি কুষ্টিয়ার না... বানান চেক করতে দিছিলাম... এতা ভুল ধরেনি... তাই আমারও ভুল হইছে 😀 😀
ব্যাপার না, এখনোতো দেশে আছো । আমাদের মতো বিভিন্ন মহাদেশে ছড়ায় পরোনাই এখনো ।