বিংশ শতাব্দীর শুরুর দিকে কবিতার জন্য একটা বিশেষ দিন পালনের এক রীতির শুরু। ১৯৯৯ সালে ইউনেস্কো প্রতি বছর ২১ মার্চ তারিখে এ দিন পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
আজ ’বিশ্ব কবিতা দিবস’ (World Poetry Day)। গোটা বিশ্ব যে দিবস পালন করছে তা আমরা কতোটা জানি-মানি পালন করি! কবিতাকে কতোটা ব্যবচ্ছেদ করি, কবিকে করি কতোটা! কাব্যচর্চা বা কাব্য আন্দোলন আসলে কোথায় পড়ে আছে আমাদের নিজেদের দেশে সমাজে কী সাহিত্য চর্চার ডেঁরায়। কবি কোথায় আছে, কেমন আছে, তাঁরই আপন সীমানা বৃত্তে! আজকের এই দিনে কবিকে নিয়েই হোক তবে কয়েক ছত্র কথকতা।
অন্তর্গত দাবানলের ভিতর বসবাসকারী তাবৎ কবিদের প্রতি রইলো বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা
:clap: :clap: :clap: :clap:
প্রাণের বাংলায় প্রকাশিত লেখার জন্য একরাশ মুগ্ধতা জানিয়ে গেলাম, ভাইয়া। গদ্য তো নয় যেন শিউলী বিছানো পথে প্রভাত ভ্রমণ!
এ কি প্রকারান্তরে গদ্যের দুর্বলতা নাকি স্বাচ্ছন্দ্য তা নিয়ে নিয়তই দ্বিধান্বিত হই। অমন মন্তব্য পেলে তাই কিছুটা হলেও আশ্বস্ত হই।
অনেক ধন্যবাদ সাবিনা পড়বার ও এমন সুন্দর মন্তব্য করবার জন্য।
গদ্য তো নয় যেন শিউলী বিছানো পথে প্রভাত ভ্রমণ! -- এমন একটা কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ না দিয়ে পারা যায় না। এমন মন্তব্য যে কোন কবি/লেখক মাথায় তুলে রাখবে বহুদিন।
একেবারে খাঁটি কথা বলেছেন খায়রুল ভাই।
:thumbup: :thumbup:
ভাই, সত্যিই অসাধারন। যেন সুপ্ত কবিদের কলম হাতে কাগজের রণাঙ্গনে ঝাপিয়ে পড়ার আহবান।
দারুণ একখানা মন্তব্যের জন্য এক আকাশ কৃতজ্ঞতা। কবিতার আঙিনাটাই যে অমন। আমি নচ্ছার কি আর করি! ওই উদ্দামতায় ভাসি। এই তো ...
চমৎকার কথকতা!
বিশ্ব কবিতা দিবসকে উপলক্ষ করে এমন সুন্দর এবং প্রেরণাদায়ক একটি পোস্ট লেখার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি, লুৎফুল।
একটা পরিপূর্ণ দহন সেভাবে পুড়িয়ে না গেলে সৃষ্টির বেদনাবিহীন কোন প্রসব আদৌ কখনও ঘটে কি ! অন্তর্গত দাবানলের ভিতর বসবাসকারী পৃথিবীর তাবৎ কবিদের প্রতি রইলো বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা। -- এই দাবানলের আঁচে বিশুদ্ধ এক কবির বিদগ্ধ উপলব্ধির সাথে কন্ঠ মেলাচ্ছি।
আপনার হীরকোজ্জ্বল মন্তব্যে আবেগপ্লাবিত হই, প্রাণিত হই। এমন মন্তব্য এক মণিমাণিক্য খচিত পুরষ্কার। যে কোনো সৃষ্টিশীলতাই তো ধর্মপালনের মতো। একাগ্র সাধনার, নিরবচ্ছিন্ন মগ্নপ্রচেষ্টার একটা আচারপদ্ধতি।
অযুত কৃতজ্ঞতা খায়রুল ভাই।
ভারী সুন্দর করে বলেছো কথাগুলো....
যে কোনো সৃষ্টিশীলতাই তো ধর্মপালনের মতো। একাগ্র সাধনার, নিরবচ্ছিন্ন মগ্নপ্রচেষ্টার একটা আচারপদ্ধতি। - অসাধারণ উপলব্ধি, অসম্ভব সুন্দর কথা।
ভাল থেকো......