তুমি একটা কিছু বললেই,
আমি চুম্বকের মত আকর্ষিত হই,
অভিভূত হই, আলোড়িত হই।
তোমার অদেখা মুখটা খুঁজতে থাকি,
চোখ দুটো খুঁজি, চোখের তারা খুঁজি।
আমার কান দুটো অতন্দ্র প্রহরীর মত
জেগে থাকে, বৃষ্টির শব্দ শোনার মত
তোমার সুরেলা কন্ঠ শোনার জন্য।
কিন্তু এসব কোন কিছুই যখন হবার নয়,
এ দু’চোখ তোমাকে
খুঁজে পাবে না, দেখবে না,
এ দু’কান তোমার সুরেলা কন্ঠ শুনবে না,
তখন এই ভালো, এই ভালো যে,
তুমি কোন কিছুই না বলো, অশ্রুত থাকো।
আমি আমার মত দেখে নেব, শুনে নেব,
চিনে নেব, মেনে নেব, অধরা তোমাকে!
ঢাকা
০৮ জুন ২০২০
সহজে এত সুন্দর লেখা হয় !! অসাধারণ লিখেছেন স্যার !
শুভ কামনা রইলো !
৪১ দিন আগের মন্তব্য, কিন্তু সেটা প্রকাশিত হলো আজ, মাত্র সাত ঘন্টা আগে! এভাবে ব্লগ পরিচালিত হচ্ছে বলেই এ ব্লগটির আজ এই দুর্দশা!
যাহোক, তোমার এ মন্তব্যটি পেয়ে, যা এ কবিতায় পাওয়া একমাত্র মন্তব্যও বটে, অত্যন্ত প্রীত হ'লাম, এবং কবিতার প্রশংসায় প্রাণিত।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!