কে কবে কী বলেছিল,
কখন বলেছিল, এসব-
অন্তর কন্দরে রাখতে নেই,
এসব ভুলে যেতে হয়।
কার চকিত চঞ্চল হাসি
আকাশ থেকে এক ফালি
বিজলী প্রভা এনে দিয়েছিল,
সে কথা ভুলে যেতে হয়।
যার কথায় পরাণে প্রথম
নিক্কণের সুর বেজেছিল,
নিস্তব্ধ নীরবতার আচ্ছাদনে
তার স্মৃতি ঢেকে রাখতে হয়।
কার কান্নায় বুকের নদীটা
ক্ষণে ক্ষণে উছলে উঠেছিল,
তা স্মরণে রাখতে নেই।
তার কথা ভুলে যেতে হয়।
ঢাকা
১৫ ডিসেম্বর ২০১৯
নীরবতার আচ্ছাদনে -------- দারুণ লাগল কবি
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
কবিতা প্রকাশিত হবার প্রায় এক বছর পর প্রথম মন্তব্যটি পেলাম!
অনেক প্রীত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ এ প্রশংসাটুকুর জন্য।