একদিন সন্ধ্যা নামার আগেই,
আকাশের মেঘ ফুঁড়ে ঝিলমিল তারারা বেরিয়ে আসবে,
শুক্লা তিথির চাঁদের সাথে ওরা প্রতিযোগিতায় নামবে-
কে তোমার নজরে আগে আসতে পারে!
তোমার দৃষ্টি থাকবে দূরান্তের ক্ষুদ্রতম নক্ষত্রটির ওপর,
দেখবে, সেও দূর থেকে বিচ্ছুরিত আলোর রশ্মি ছড়িয়ে
তোমাকেই ডাকছে। সেদিন তুমি বুঝে যাবে-
সত্যকে যারা বুকে বেঁধে রাখে, তাদের চন্দ্র সূর্য গ্রহ তারা
সবাই কুর্ণিশ করে পথ দেখায়। তাদের বিচ্ছুরিত আলোয়
মিথ্যাচারীর গ্লানির প্রলেপ লজ্জা পেয়ে মুখ লুকায়।
একদিন হারিয়ে যাওয়া স্বপ্নেরা সব
তোমার পায়ে লুটিয়ে পড়বে। আকাশের তারা দেখে দেখে
আকাশের মতই উদার ও বিস্তৃত তোমার মনের কাছে
ক্ষমা চাওয়া কান্নারা সেদিন ক্ষণে ক্ষণে আছড়ে পড়বে।
ঢাকা
০৫ ডিসেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
(কবিতাটি তাঁদের প্রতি উৎসর্গিত হলো, যারা জীবনে কখনো না কখনো মিথ্যে অপবাদ ও চরিত্রহননের শিকার হওয়া সত্তেও সত্যের প্রতি অবিচল থেকেছেন এবং নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করে গেছেন।)