সর্বংসহা তুমি, সর্বভূক তুমি

তোমার গর্ভে রোপিত হয় বীজ,
সে বীজে লুকিয়ে থাকে জীবন।
বীজ থেকে অংকুরোদ্গম হয়,
ফুলে ফলে শোভিত হয় কানন।

তোমার বুকে বড় হয় মানুষ,
সরীসৃপ, তৃণলতা, শস্যক্ষেত্র।
নীরবে সরবে বড় হতে থাকে,
তুমি বুক পেতে রাখো দিবারাত্র।

যে মানুষ এখন তোমার বুকে
চলেছে সদর্পে পদাঘাত করে,
সেই একদিন স্তব্ধ, জড় হয়ে
হারিয়ে যাবে তোমার গহ্বরে।

তোমা হতে সৃষ্টি, তোমাতেই নাশ
সর্বভূক তুমি, তোমার উদরে
ঝরা পাতা, ফুল, মানুষ, মুকুল,
ঝরা সবকিছু রয় চাপা পড়ে।

সর্বংসহা তুমি, নীরব সাক্ষী,
দেখে যাও তুমি যত বাড়াবাড়ি।
সময় হলেই তোমার বিবরে
স্তব্ধ হয়ে যায় সব অত্যাচারী।

ঢাকা
২৮ ফেব্রুয়ারী ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

৫,৮৫২ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।