সময় একটি সতত বহমান নদী।
সে নদীতে আমরা মাত্র কিছুকাল ভেসে চলি।
কখনো চোখ বুঁজে উজানে সন্তরণে,
আবার কখনো ভেসে ভেসে ভাটায়, নির্লিপ্ততায়!
সময় বয়ে চলে জন্ম জন্মান্তর ধরে,
কালের সাক্ষী হয়ে রয় মানুষের কিছু অমর কীর্তি।
নশ্বর মানুষ বিলীন হয়ে যায় ধরিত্রীর মৃত্তিকায়,
কিছু কিছু মানব কর্মকে সময়ও সমীহ করে যায়।
এক জলে মানুষ দু’বার নামতে পারেনা
একটি মুহূর্তকে কেবল একবারই আঁকড়ানো যায়।
সুকর্মের শুভক্ষণ বিচারে পন্ডশ্রম মাত্র।
চরিত্রের কাঠামো তৈরী হয় প্রতি ক্ষণে ক্ষণে।
ঢাকা
২২ নভেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
সুন্দর দার্শনিক চিন্তা
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ মোস্তাফিজ, মন্তব্যে প্রীত হ'লাম।
🙂
পুরাদস্তুর বাঙ্গাল
সুন্দর
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
অনেক ধন্যবাদ, সাইদুল।