শৈশবে মুখস্ত করা ধারাপাত ভুলে গেছি,
নামতা ভুলে গেছি, পাটিগণিতের আর্য্যা ভুলে গেছি।
তবে মদনমোহন তর্কালঙ্কার এর নাম এখনো ভুলিনি,
কারণ শৈশব থেকেই কবিতাকে মনে মনে ভালবেসেছি।
মায়ের শেখানো ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি’ কিংবা-
‘পাখি সব করে রব রাতি পোহাইলো’- এসব স্বপ্নীল পংক্তিমালা
এখনো বিস্মৃতির অতল গর্ভে হারিয়ে যায়নি, এখনো এগুলো
প্রাতঃস্মরণীয় হয়ে আছে, কন্ঠে নিত্য আবৃত্ত হয়, স্মৃতিতে অম্লান।
সব পড়াশুনা ভুলে যেতে পারি- ইতিহাসের তারিখ,
ভূগোলের মানচিত্র কিংবা বিজ্ঞানের সব সূত্র বিস্মৃত হতে পারি,
কিন্তু কোনদিন আমার কন্ঠ থেকে শৈশবের পদ্য হারিয়ে যাবেনা।
প্রতিটি পংক্তি আমার মানসপটে একেকটি হিরন্ময় স্মৃতি হয়ে আছে।
ঢাকা
২৩ ডিসেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
অসাধারণ
ধন্যবাদ, মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
অসাধারণ কবিতা।আপনার ফেবু আইডিটা কি স্যার পেতে পারি?
বরাবরের মতো এটাও ভাল লেগেছে।
ধন্যবাদ মামুন, মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
:boss: :boss:
ধন্যবাদ, লুৎফুল!