একদিন শুধু ছবি হয়ে যেতে হবে

যতই অনিচ্ছা থাক,
একদিন শুধু ছবি হয়ে যেতে হবে।
চলে যেতেই হবে, অমোঘ নিয়মে,
এক অনন্ত যাত্রাপথে, আদেশভুক্ত যাত্রী হয়ে।

কেউ যেতে চায় না, তবু যেতে হয়।
চিরনিদ্রায় শুয়ে থাকতে সেই রেখাঙ্কিত সারিতে,
যেখানে ঘুমিয়ে থাকবে আরো অজানা অনেকে,
তবে কার পাশে কে ঘুমোবে, তা অজানাই রবে।

সব কিছুই থেকে যাবে। খোলা ধূলিমাখা ল্যাপটপ,
অগোছালো টেবিল, ভুলে যাওয়া ঠান্ডা চায়ের মগ,
অবিন্যস্ত কাগজপাতির স্তুপ, আরো যেন কতকিছু,
সাবধানে লুকিয়ে রাখা জীবনের কিছু হিসেব নিকেশ।

শীতল হয়ে যাবে একদিন চেনা বিছানার ওম,
নিরর্থক হবে সব আদর সোহাগ আর বকেয়া চুম্বন।
সকাতর কোন আঁখি হয়তো কাঁদবে গোপনে নীরবে,
ফ্রেমাবদ্ধ নির্বাক একটি ছবির দিকে তাকিয়ে তাকিয়ে!

ঢাকা
১৯ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

৬,২৩১ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “একদিন শুধু ছবি হয়ে যেতে হবে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।