প্রত্যুষের ভাবনা ও প্রার্থনা

আমরা সকলেই ঘুরছি।
বিশ্ব ব্রহ্মান্ডের সবকিছুই নিজ আবর্তে ঘুরছে।
হে সকল গতির নিয়ন্ত্রক, তোমার আদেশে
এক নিমেষে সব গতিতে যতি নেমে আসে।
প্রতি অনুপলে কোন না কোন গতি থেমে যায়,
আবার প্রতি অনুপলে নতুন কোন গতি সৃষ্টি হয়।
হে মহাবিশ্বের অধিপতি,
নিশ্চয়ই তুমি সকল গতির মহানিয়ন্ত্রক!

তোমার আদেশেই কঠিন বাঁধন
এক নিমেষে ছিন্ন হয়,
আবার যোজন যোজন দূরের বস্তু
এক পলকে আবদ্ধ হয়।
মহাশূণ্য থেকে পৃথিবীতে
এবং পৃথিবী থেকে মহাশূণ্যে
পতিত বা ঊর্ধ্বারোহিত
সকল কিছুই তুমি অবগত।

তুমি আদি, তুমি অন্ত, তুমি মূর্ত, তুমি গুপ্ত,
তুমি সংযোজক, তুমি বিয়োজক,
তোমার পরিসংখ্যান সবার অজ্ঞাত।
তোমার সামনে দন্ডায়মান, প্রার্থনারত
নতশির এই গুনাহগারের
মনের খবর তুমি অবগত।
তুমি আমায় করুনা কর, ক্ষমা কর,
আলো দাও, দৃষ্টি দাও, শক্তি দাও, প্রজ্ঞা দাও!

ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

৫,২১৩ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।