সন্ধ্যা ঘনায়ে এলো,পাখি খোঁজে নীড়,
মেঘ তুমি ভেসে যাবে ছড়িয়ে আবির।
আমি হেথা দেখে যাবো রঙের খেলায়
তোমার হারিয়ে যাওয়া আঁধার বেলায়।
মেঘ তুমি ভেসে যাবে কোন দেশেতে?
অনুপম এ রঙে তোমায় কে এঁকেছে?
সোনালী আভায় মোড়া নীল ধুপছায়া
প্রেয়সীর কপোল সম কোমল কায়া!
ওপারে ওড়ো তুমি আপন দলবলে,
এপারে বন্দী আমি জানালার গ্রীলে।
অস্তাচলে ভাসো তুমি কত অনুরাগে,
আমি থাকি সংসারে সোহাগে বিরাগে।
পাদটীকাঃ মাগরিব এর আযান শুনে জায়নামাযটা বিছালাম। কী মনে করে পশ্চিমের পর্দাটা সরিয়ে দিলাম। জানালার এপাশ থেকে হঠাৎ দেখি সোনালী-সাদা-ধুপছায়া-রক্তিম মেঘপুঞ্জের এক অপরূপ দৃশ্য!
নামায পড়ে উঠে ভাবনাগুলো লিখে রাখলাম।
ঢাকা
১৮ জুলাই ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।