চক্রব্যুহ

আমার এখানে যখন গভীর অমানিশা,
অন্য কোন দূর দিগন্তে তখন অরুণোদয় হচ্ছে।
সেখানে পাখিরা ভোরের প্রার্থনা সঙ্গীত শুরু করেছে,
বিশ্বাসীরা দল বেঁধে উপাসনালয়ে যাবার প্রস্তুতি নিচ্ছে।

আর কিছুক্ষণ পরে,
সেখানে সোনালী আলোর রশ্মি ছড়িয়ে পড়বে।
পাহাড় উপত্যকা পেরিয়ে, লোকালয়ে, বিস্তৃত মাঠে।
মানব মানবীরা বেড়িয়ে পড়বে নিত্যদিনের যাপন কর্মে।

কৃষ্ণপক্ষের পরে শুক্লপক্ষ,
আঁধারের পর আলো, অমানিশার পর অরুণোদয়,
প্রকৃতির বেঁধে দেওয়া এই চক্রব্যুহ নিয়েই মানব সংসার।
সাগর-পর্বত, অরণ্য-জনপদ, কিছুই এর বাইরে নেই, আমিও না।

ঢাকা
০৭ জুন ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

৫,২৮৯ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “চক্রব্যুহ”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।