আজ আমার মন ভাল নেই। তাই-
আজ সকালে কোন পাখি ডাকেনি,
আমিও তেমন নিবিষ্ট মনে ডাকিনি
তোমাকে সারাদিনে, হে দয়াময় প্রভু!
আজ আমি
নতুন কোন কবিতা লিখতে পারিনি।
কী বোর্ডে সমন্বয়হীন চাপ দিলেও,
মনিটরে কোন চেনা অক্ষর ভেসে ওঠেনি।
আজ আমি
কোন কবির কবিতাও পড়তে পারিনি।
মনিটরে কবিতার কালো অক্ষরগুলো
ঝাপসা হতে হতে ফিকে হয়ে গিয়েছিল।
আজ আমার মন ভাল নেই।
মনে বাজতে থাকা গানগুলো থেমে গেছে।
চোখ দুটো আজ শ্রাবনের দলছুট মেঘ হয়ে
কোন বিরান প্রান্তরে একটু ঝরে পড়তে চায়।
ঢাকা
০৫ এপ্রিল ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
:clap: :clap:
মনের মেঘে জল নেমেছে
বনের মেঘে ঢল
আকাশে জুড়ে বান ডেকেছে
এবার ঘরে চল!
অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
(সম্পাদিত)