এক মায়াবতী মেঘ আমায় ছায়া দিয়েছিল,
হাওয়ায় ভেসে ভেসে আমার কাছে এসেছিল।
সে মেঘ আমায় কথার ছলে গল্প বলেছিল,
তার গল্প শুনে আমার চোখে স্বপ্ন ভেসেছিল।
মায়াবতী মেঘের বুকে অনেক কান্না জমা ছিল,
দেখতে পেলাম চোখ দুটো তার যখন ঝরেছিল।
যখন তৃষিত এক মরু বুকে তার অশ্রু পড়েছিল,
লক্ষ গোলাপ একটি রাতেই হঠাৎ ফুটেছিল!
ঢাকা
০৬ ফেব্রুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
মায়াবতী মেঘের ছায়ায়
দু:খগুলো বোনা ছিল
বিন্দু বিন্দু জলে।
বৃষ্ট হয়ে নামলে ধরায়
গল্পগুলো বাজতো সুরে
বুকের ভিতর পলে অনুপলে
বাহ, কি চমৎকার করেই না অনুভব করেছো আমার কবিতার মর্মবাণী!
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। কবিতায় একমাত্র মন্তব্যটি পেয়ে ধন্য হ'লাম।
অনেক শুভেচ্ছা......