জীবনের খসড়া খাতায়

ইচ্ছে হলেই সব কথা বলা যায় না। তবে না বললেও-
কিছু কিছু মনের কথা ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে,
না বলা কথাগুলো মাঝে মাঝে ভেসে ওঠে চোখে মুখে।
যার শোনার, সে শুধু শুনেই যায়, মুখে কিছু বলে না।
যার দেখার, সে দেখে শুধু মনে মনে ছবি এঁকে যায়।

এ জীবনে অনেক কথা শুধু কল্পনায় বলা হয়ে থাকে।
অনেক কথা আমৃত্যু না বলাই থেকে যায় মনের মাঝে।
কিছু ভাল লাগার কথা নিজের কাছেই রেখে দিতে হয়,
কিছু কিছু ভালবাসাও, কিছু ভালবাসার নিরবয়ব কথাও।
জীবনের খসড়া খাতায় অনেক খসড়া খসড়াই রয়ে যায়!

ঢাকা
১৫ ফেব্রুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

৪,৫৪৮ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “জীবনের খসড়া খাতায়”

  1. পারভেজ (৭৮-৮৪)

    তবুও কথা বলতে হবে।
    কথা বলা উৎসাহিত করতে হবে।
    পেটের মধ্যে কথা চেপে আর কত কাল বসে থাকা?

    "কথা কিছু কিছু বুঝে নিতে হয়
    মুখে বলা যায় না........." - এই করে করেই পুরা জাতিটা দুনিয়ার মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরী করে যাচ্ছে!!!


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • খায়রুল আহসান (৬৭-৭৩)

      কবিতা পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ, পারভেজ। মন্তব্যটা কি কারণে যেন চোখে পড়েনি। দেরীতে উত্তর দেয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
      বেশীরভাগ ক্ষেত্রেই কথা বলা না বলার চেয়ে অবশ্যই ভাল, এতে কমিউনিকেশন ক্লীয়ার হয়। তবে অনেক ক্ষেত্রে নীরবতাও প্রকাশ্য বাচনের চেয়ে বেশী বাঙ্ময়।

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।