চোখের সমুদ্র
তুমি একদিন সমুদ্র দেখতে চেয়েছিলে।
আমি বলেছিলাম, সে তো আমার চোখেই আছে।
তুমি বলেছিলে….
তোমার চোখ তো শুকনো, জল কই?
আমি বলেছিলাম….
চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়!
ঢাকা
১৩ জানুয়ারী ২০১৭
কবি ও কবিতা
সে বলেছিল, সে কবি হতে চায়।
তুমি বলেছিলে, অন্তরে তুমি চাও
তার কবিতা হতে, চরণে চরণে।
সে কবি হয়েছিলো তোমার কারণে।
ঢাকা
১৪ জানুয়ারী ২০১৭
সর্ষে ক্ষেত
তুমি আমার হাতে হাত রাখলেই,
বুকে আমার পিয়ানো বেজে ওঠে!
তুমি আমার চোখে চোখ রাখলেই,
চোখ আমার সর্ষে ক্ষেত হয়ে যায়!
ঢাকা
২৫ জানুয়ারী ২০১৭
বাহ ভাই ... ভালো লাগলো
ধন্যবাদ জিয়া, মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা......
ছোট্ট সুন্দর কবিতাগুলো :clap: :clap: :clap:
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ, মোস্তাফিজ। প্রাণিত হ'লাম।
সবগুলাই তো মনের কথা।
শুধু আমারই না, মনেহয় সবারই...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ পারভেজ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
বেশ ভাল লাগল। সুন্দর তিনটি কবিতা... ভাল ও সর্বদা সুস্থ্য থাকবেন।
অনেক ধন্যবাদ, আল-মামুন। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
তুমিও ভাল থেকো... সব সময়।
অনেক দিন পর সিসিবিতে ফিরেই পেলাম আপনার আনবিক ত্রয়ী।
শুভেচ্ছা খায়রুল ভাই।
হা হা হা, আনবিক ত্রয়ী -- ভালই বলেছো লুৎফুল!
ভাল লাগছে তোমাকে অনেকদিন পর সিসিবি'তে দেখে। আশাকরি ভাল আছ এবং ছিলে।
তোমাকেও অনেক শুভেচ্ছা!
ভাই আছি মোটামুটি। ভালো মন্দের মিশেলে। অনেক দিনই মনে হয়, সিসিবির কথা, আপনার কথা, আপনাদের কথা। কিন্তু আসার ফুরসৎ হয়না সেভাবে।
আপনাকে সিসিবির বাইরেও খুঁজছি ভাই। ভালো থাকবেন। দেখা হবে।
বইমেলায় আগামীতে কোনদিন আসছো নাকি? আজ আমার প্রকাশক আমাকে জানালেন যে আমার কবিতার বই প্রেমের একটি ফুল ফুটুক, শুষ্ক হৃদয়েই আজ থেকে বইমেলায় পাওয়া যাবে। স্টল নম্বর ১৫৯-১৬০, জাগৃতি প্রকাশনীর স্টলে। তাই আগামীকাল থেকে প্রতিদিনই বিকেলে মেলায় থাকবো বলে আশা করছি। তুমি সেখানে আসলে দেখা হতো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
তাহলে তো খুব ভালো হবে। আর যা বোঝা যাচ্ছে জাগৃতিতে গেলে আপনাকে পাওয়া যাবে। বাহহ ! মিস করবো না আশা করি।
ধন্যবাদ, :boss: