তিনটে অণু কবিতা

চোখের সমুদ্র

তুমি একদিন সমুদ্র দেখতে চেয়েছিলে।
আমি বলেছিলাম, সে তো আমার চোখেই আছে।
তুমি বলেছিলে….
তোমার চোখ তো শুকনো, জল কই?
আমি বলেছিলাম….
চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়!

ঢাকা
১৩ জানুয়ারী ২০১৭

কবি ও কবিতা

সে বলেছিল, সে কবি হতে চায়।
তুমি বলেছিলে, অন্তরে তুমি চাও
তার কবিতা হতে, চরণে চরণে।
সে কবি হয়েছিলো তোমার কারণে।

ঢাকা
১৪ জানুয়ারী ২০১৭

সর্ষে ক্ষেত

তুমি আমার হাতে হাত রাখলেই,
বুকে আমার পিয়ানো বেজে ওঠে!
তুমি আমার চোখে চোখ রাখলেই,
চোখ আমার সর্ষে ক্ষেত হয়ে যায়!

ঢাকা
২৫ জানুয়ারী ২০১৭

৫,৪০৯ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “তিনটে অণু কবিতা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।