ছদ্ম প্রসন্নতা

14715564_10155447316495550_169904101754384933_o

করোটির ভেতরে রয়েছে এক বিষাদাশ্রম,
সেখানে গুমরে কাঁদে কত সব বিষাদের ছায়া।
অথচ মুখে আঁকা থাকে প্রসন্নতার সৌম্য ছবি
নিরন্তর বেদনার মাঝেও জ্বলে হাসির রবি।

এ কেমন বৈপরীত্য, হায়!
হৃদয়-করোটি জুড়ে থাকা এসব বিষন্নতা
বাহ্যিক হাসির আড়ালে সব ঢাকা পড়ে রয়!
বিষাদ বিভ্রমগুলো ক’জনাই বা দেখতে পায়?

কারো মুখে হাসি থাকা মানেই প্রসন্নতা নয়।
হাসির অন্তরালে বয়ে যেতে পারে শত প্রলয়।
একটু মমতা, আর ভালবাসামাখা মায়াবী দৃষ্টি
নিভাতে পারে অগ্ন্যুৎপাতের উদগীরিত ছাইবৃষ্টি।

ছবিঃ Audrey Ó Nuadháin এর ফেইসবুক পোস্ট থেকে।

ঢাকা
২৫ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

৪,৭৭৪ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “ছদ্ম প্রসন্নতা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।