করোটির ভেতরে রয়েছে এক বিষাদাশ্রম,
সেখানে গুমরে কাঁদে কত সব বিষাদের ছায়া।
অথচ মুখে আঁকা থাকে প্রসন্নতার সৌম্য ছবি
নিরন্তর বেদনার মাঝেও জ্বলে হাসির রবি।
এ কেমন বৈপরীত্য, হায়!
হৃদয়-করোটি জুড়ে থাকা এসব বিষন্নতা
বাহ্যিক হাসির আড়ালে সব ঢাকা পড়ে রয়!
বিষাদ বিভ্রমগুলো ক’জনাই বা দেখতে পায়?
কারো মুখে হাসি থাকা মানেই প্রসন্নতা নয়।
হাসির অন্তরালে বয়ে যেতে পারে শত প্রলয়।
একটু মমতা, আর ভালবাসামাখা মায়াবী দৃষ্টি
নিভাতে পারে অগ্ন্যুৎপাতের উদগীরিত ছাইবৃষ্টি।
ছবিঃ Audrey Ó Nuadháin এর ফেইসবুক পোস্ট থেকে।
ঢাকা
২৫ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সত্য বটে। আমার হাইকু
smile /so many pains / hidden behind
পুরাদস্তুর বাঙ্গাল
কবিতা পড়ার জন্য ধন্যবাদ মোস্তাফিজ।
ছোট্ট সুন্দর হাইকু দিয়েছো তুমি।
ধন্যবাদ ভাই 🙂
পুরাদস্তুর বাঙ্গাল