চোখের ভাষা

কিছু কিছু ছবি আছে, চোখ ঝলসে দেয়।
ওরটাও তেমনই, যেন আলোর ঝাপটা।
একবার চোখ পড়ে তো সরানো যায় না।
জোর করে সরালেও প্রতিচ্ছবি ভেসে ওঠে।

কিছু কিছু মুখ আছে, ভালোবাসার আধার।
হাজার অচেনা হলেও ভালোবাসা দিয়ে যায়।
দেখে যেন মনে হয় সেটা আজন্ম চেনামুখ,
চোখ দুটো বারেবারে হাতছানি দিয়ে ডাকে।

নক্ষত্রের মত ঝিকিমিকি করা ওদুটো চোখে
চোখ পড়লে কিছুতেই স্থির থাকা যায় না।
কাগজের নৌকো যেমন খাবি খায় বরষায়
তেমনি হৃদয় বেসামাল হয় প্রেমের আশায়।

অচেনা এসব মুখে লেখা থাকে চেনা ভাষা
যে ভাষা পড়ে জানা যায় অচেনা কাহিনী।
যে কাহিনী বলার জন্য কন্ঠ থাকে উদগ্রীব,
কিন্তু কবি শুধু পড়ে নেয় চোখের ভাষাটুকু।

ঢাকা
০৩ মার্চ ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

৫,৭৪৮ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “চোখের ভাষা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।