স্থবির

এখনো দাঁড়িয়ে আছি সেখানেই,
যেখানে তুমি রেখে গিয়েছিলে।
কোন অগ্র পশ্চাৎ নেই,
কোন ভূত ভবিষ্যত নেই, তবু
সেখানেই ঠায় দাঁড়িয়ে আছি,
এখনও নির্বিকার, যেমন ছিলাম।

এখনো দাঁড়িয়ে আছি সেখানেই,
আনত পত্রপল্লব, শাখাপ্রশাখা সহ,
পাখিহীন, প্রজাপতিহীন দেবদারু
যেমন নির্বাক, নিথর, মৌ্ন থাকে।
বাতাস এলে শুনি মর্মর ধ্বনি,
বৃষ্টিতে ধুয়ে যায় যত নোনা পানি।

আকাশে এখনো চাঁদ ওঠে,
সে চাঁদ এখনো জ্যোৎস্না ছড়ায়।
অথচ আমি দাঁড়িয়ে আছি আঁধারে,
এক মায়াবী মুখের প্রত্যাশায়।
যে মুখে শুধু ভালোবাসা আঁকা,
যে মুখ এক মায়াময় মরীচীকা।

যেখানে রেখে গেছ তুমি,
আজও, সেখানেই রয়ে গেছি আমি।

ঢাকা
১৭ জুলাই ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

৩,৭৫৪ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।