আজও

আজও চাঁদ ওঠে আকাশের বুকে…
পৃ্থিবীর কত লোক ঐ চাঁদ দেখে…
চাঁদের জ্যোৎস্নাটুকু নিজ মুখে মাখে…
আমি শুধু আড়ালে একটি মুখ খুঁজি অবিরত,
চাঁদের পাশে দেখায় যাকে ঠিক তোমারই মত…

ঢাকা
২১ মার্চ ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

৪,২৪৬ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “আজও”

    • খায়রুল আহসান (৬৭-৭৩)

      কবিরা অনেক passion নিয়ে কবিতা লিখে থাকেন। প্রত্যেক কবি-লেখকই প্রত্যাশা করেন, তার লেখা নিয়ে পাঠকগণ একটু ভাবুক, লেখার ভালোমন্দ নিয়ে তাদের চিন্তার কিছুটা শেয়ার করুক। কখনো কখনো তারা ফীডব্যাক পান, আবার কখনো তাদের লেখা বহুবার পঠিত হলেও মন্তব্যহীন থেকে যায়।
      আমার এ ছোট্ট কবিতাটা পোস্ট হবার পর থেকে বহুবার পঠিত হলেও প্রায় আড়াই দিন ধরে মন্তব্যহীন থাকার পর তাই ধরেই নিয়েছিলাম, এটা মন্তব্যহীনই থেকে যাবে। কিন্তু ইত্যবসরে পপি, আপনার নিঃশব্দ করতালিটুকু কখন যে এটাকে সমৃদ্ধ করে গেছে, তা টেরই পাইনি। অনেক ধন্যবাদ আপনার এই এপ্রিসিয়েশনটুকুর জন্য।
      :hatsoff:

      জবাব দিন
  1. পারভেজ (৭৮-৮৪)

    প্রিভিউতেই গোটা কবিতা দেখে ফেলার সমস্যা হলো, পড়ার জন্য আর ভিতরে ঢোকা হয়ে ওঠে না।
    আর তাই মন্তব্য করাটাও পিছিয়ে যায়।
    পপির কমেন্ট পড়ার জন্য ঢুকলাম আর সেই সুবাদেই লিখছি।

    ভাল লেগেছে।
    অল্প কথায় বলা হলেও, একটা ছবি ঠিক ঠিকই ফুটে উঠলো মনের পর্দায়!!!


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • খায়রুল আহসান (৬৭-৭৩)

      পপির শব্দহীন মন্তব্যটা আরেকজন কবিকে নিয়ে এল আমার কবিতায়, এটা বেশ সুখের কথা।
      অল্প কথায় বলা হলেও, একটা ছবি ঠিক ঠিকই ফুটে উঠলো মনের পর্দায়!!! -- মন্তব্যটাও অল্প কথায় বলা হলেও তা কবির জন্য প্রেরণাদায়ক। তাই মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা, পারভেজ।

      জবাব দিন
  2. ছড়া, কবিতার দিকে আমার বরাবরি আগ্রহ একটু বেশি যেখানেই পাই একটাকেই অনেক বার করে পরি আর বেশি পছন্দ হলেত ডায়ড়িতেই রেখেদি 🙂
    খুব সুন্দর হয়েছে আপনার লিখাটা
    আমি শুধু আড়ালে একটি মুখ খুঁজি অবিরত,
    চাঁদের পাশে দেখায় যাকে ঠিক তোমারই মত…........ দারুন

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।