কিছু চাওয়া

পৃথিবীটা সুন্দর, তাই বলে—
সবটাই তো কুসুম কানন নয়,
আর তা হতেও পারেনা।
কোথাও ধূ ধূ মরুপ্রান্তর,
কোথাওবা শুধুই রুক্ষ পাথর।
কোথাও সূর্যতাপে চামড়া ঝলসে যায়,
আবার কোথাও কনকনে শৈ্ত্যপ্রবাহে
দেহটা অসাড়, অনুভূতিহীন হয়ে রয়।

পৃথিবীর মাঝে আমি তো এক ক্ষুদ্রকণা
আমার চাওয়া পাওয়াতে কিছু যায় আসেনা।
তবু বলে যাই, আমি এইটুকু চাই—
এ ধরার কোন এক কোণে একটি শ্যামল প্রান্তর।
একটু নরম ঘাসের উপর পিঠ পেতে শুয়ে থাকা,
একটি দুটি চঞ্চল প্রজাপতির হাওয়ায় ভেসে যাওয়া,
দু’টি মায়াবী চোখের ভালোবাসামাখা স্নিগ্ধ ছায়া,
তিনটে তারার মিটিমিটি জ্বলা আলো, আর–
চারটে হাতের বেষ্টনীতে আঁকা কল্পিত কারাগার।

ঢাকা
০১ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

৪,০১১ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “কিছু চাওয়া”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।