পৃথিবীটা সুন্দর, তাই বলে—
সবটাই তো কুসুম কানন নয়,
আর তা হতেও পারেনা।
কোথাও ধূ ধূ মরুপ্রান্তর,
কোথাওবা শুধুই রুক্ষ পাথর।
কোথাও সূর্যতাপে চামড়া ঝলসে যায়,
আবার কোথাও কনকনে শৈ্ত্যপ্রবাহে
দেহটা অসাড়, অনুভূতিহীন হয়ে রয়।
পৃথিবীর মাঝে আমি তো এক ক্ষুদ্রকণা
আমার চাওয়া পাওয়াতে কিছু যায় আসেনা।
তবু বলে যাই, আমি এইটুকু চাই—
এ ধরার কোন এক কোণে একটি শ্যামল প্রান্তর।
একটু নরম ঘাসের উপর পিঠ পেতে শুয়ে থাকা,
একটি দুটি চঞ্চল প্রজাপতির হাওয়ায় ভেসে যাওয়া,
দু’টি মায়াবী চোখের ভালোবাসামাখা স্নিগ্ধ ছায়া,
তিনটে তারার মিটিমিটি জ্বলা আলো, আর–
চারটে হাতের বেষ্টনীতে আঁকা কল্পিত কারাগার।
ঢাকা
০১ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
কুসুমকানন নয় ঠিক
কল্পিত কারাগার বটে
কুসুম কানন আর কল্পিত কারাগার
কল্পনার হাত ধরে হয়েছে বিস্তার।
:boss: :boss:
ধন্যবাদ, লুৎফুল।
পৃথিবীর মাঝে আমি তো এক ক্ষুদ্রকণা
আমার চাওয়া পাওয়াতে কিছু যায় আসেনা।
এই লাইন দুটি খুব ভালো লাগলো.......
আমার কবিতাটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
উদ্ধৃত চরণদুটো ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
আসলেই সুন্দর !
ধন্যবাদ আসাদ। অভিনন্দনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।