একটি মুখের হাসি
এই কুয়াশার মাঝেও রোদের ঝিলিক এনে দিতে পারে।
একজোড়া চোখের দৃষ্টি
সাগরের অতলান্তে আমায় শয্যা পাতার স্বপ্ন দেখাতে পারে।
হাওয়ায় ভাসিয়ে দেওয়া
কারো একটি দুঃখকথা আমায় অশান্ত করে তুলতে পারে।
একটি কন্ঠের গান শুনে
আমি শিশুর মত মুচকি হেসে হেসে ঘুমিয়ে যেতে পারি।
কারো একটি নাচের মুদ্রা
আমার বাতগ্রস্ত পায়েও মৃদু হিল্লোল এনে দিতে পারে।
একটি মায়াবতী মুখ
আমাকে দিবাস্বপ্নের জোয়ারে ভাসিয়ে নিয়ে যেতে পারে।
একটি ফিরিয়ে নেয়া মুখ
আমাকে ভাটার টানের মত
মাঝ সাগরে নিয়ে আছড়ে ফেলতে পারে।
ঢাকা
১০ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
কি সুন্দর প্রেমের কবিতা! আ হা
ধন্যবাদ নূপুর। প্রেম ও পবিত্রতা কবিতার প্রসূতি।
এই গানটা শুনছিলাম ঠিক এই মুহূর্তে।
তাই শেয়ার করলাম
https://www.youtube.com/watch?v=8f-RA47bg-M
লিঙ্ক কি করে জুড়ে দিতে হয় ভুলে গেছি। রাজীব মনে হয় সাহায্য করতে পারবে। (সম্পাদিত)
গানের লিঙ্কটার জন্য ধন্যবাদ। সেই যে শোনা শুরু করেছি, শুনেই চলেছি একটার পর একটা।
Soothening songs!
গানের লিঙ্কটার জন্য ধন্যবাদ। সেই যে শোনা শুরু করেছি, শুনেই চলেছি একটার পর একটা।
Soothening songs!
ভালো লেগেছে...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।
প্রেমাতাল, আমি!!!!!
পড়ে....ভাই 😛
তানভীর আহমেদ
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, তানভীর।
😡 😡
পুরাদস্তুর বাঙ্গাল
থ্যাঙ্কস!
পারতে যা তা করেছো কি !
যা পারি তা জেনেছো কি !
সময়টা তাই জীবনভর
থাকলো হয়ে সম্ভাবনার নর্তকী...
সময়টা তাই জীবনভর
থাকলো হয়ে সম্ভাবনার নর্তকী... -- ভালো বলেছো, লুৎফুল।
অনেকদিন পরে তোমার দেখা পেলাম।
কাজ আর বিবিধ জাগতিক শেকল থেকে মুক্তি মিলছেনা সেভাবে ভাই।
আশা করি আগামীতে আরো নিয়মিত আসতে পারবো। সে পর্যন্ত সিসিবির পূর্ণাংগ আনন্দটুকু মিস করবো।