অব্যক্ত অনুভূতি

দীর্ঘ সামরিক জীবনে,
যখনি কোন আনুষ্ঠানিক কুচকাওয়াজ করেছি,
ব্যান্ডের তালে তালে মার্চপাস্ট করেছি,
জাতীয় সংগীতের সুরে সশস্ত্র সালাম দিয়েছি,
কেউতো দেখেনি আমার নীরব অশ্রুপাত।

কেন জানিনা,
সামরিক ব্যান্ডগুলোর সুরের মূর্ছনায়,
অপূর্ব বাঙ্ময় হয়ে উঠে যেকোন গান।
দেশাত্মবোধক হলে তো কোন কথাই নেই,
অশ্রু ও স্বেদ একাকার হয়ে প্রবাহিত হয়।

এখনো নাড়া দেয়,
জাতীয় কবির সেই তেজস্বী রণসঙ্গীত,
ক্ষয়িষ্ণু হাঁটুতে এখনো আনে আচমকা ঝলক।
মহীরুহ কবির সামরিক পল্টনের অনেক গল্প,
শ্রদ্ধাবনত এই মনকে এখনো দোলা দিয়ে যায়।

যেখানেই শুনেছি,
‘দি লাস্ট পোস্ট’ এর করুণ বিউগল ধ্বনি,
সেখানেই মাটিতে মিশে গেছে আমার দুফোঁটা অশ্রু।
হায়, ময়নামতির ড্রিল স্কোয়ারে, ঘর্মাক্ত কলেবরে,
কতইনা ঝরেছে আনন্দাশ্রু, Auld Lang Syne এর সুরে।

কেউতো শোনেনি,
ম্রিয়মান এই সৈনিকের একান্ত নিভৃত অনুভুতির কথা।
সতীর্থরা দেখেছে তাকে আনমনে একই লয়ে পথ হাঁটতে,
তাদেরই মত। তারা কখনো জানেনি তার স্বপ্নের কথা।
যে স্বপ্নে প্রোথিত ছিল একটি ভূগোল আর একটি ইতিহাস।

ঢাকা
০৪ মার্চ ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।

৩,৫৬২ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “অব্যক্ত অনুভূতি”

  1. পারভেজ (৭৮-৮৪)

    পড়তে পড়তে এতটাই ডুবে গেলাম যে, সুরগুলো শুনতে পাচ্ছিলাম পরিষ্কার......
    অন্যরকমের একটা কবিতা ও তার আবহ।
    এটাকেই বোধহয় "দৃশ্যকাব্য" বলে যা পাঠকে কেবল গল্পই শোনায় না, তার মাঝে নিয়ে ফেলে।
    কাজটা চমৎকার ভাবেই করলেন, অন্তত আমার জন্য তো বটেই......


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    :boss: :boss: :boss: :boss:

    বিগ কনগ্রাচুলেশনস, ডিয়ার ভাইয়া! আপনার প্রথম কবিতার বই প্রকাশনার জন্য অভিনন্দন :clap: :clap: দুটো বইয়ের মোট কুড়ি কপির জন্য অগ্রিম বুকিং দিয়ে রাখলাম। কবে, কোথায়, কি করে বই পেতে পারি জানাবেন।

    আপনার কবিতা পড়ি ঠিকই কিন্তু মন্তব্য করার মত যোগ্যতা আমার নেই বলে কিছু লেখা হয়ে ওঠেনা। আপনি এখন পাবলিশড অথর, মন্তব্য করতেও হাত কাঁপছে দেখি B-)

    জবাব দিন
    • খায়রুল আহসান (৬৭-৭৩)

      মাত্র সবে তো প্রকাশকের সাথে কথাবার্তা চূড়ান্ত হলো, আগে বই স্টলে ভীড়ুক, তারপর দেখা যাবে কিভাবে সেগুলো পাঠানো/সংগ্রহ করা যায়।
      তবে অভিনন্দনের জন্য আন্তরিক ধন্যবাদ।
      এই আসরের জুনায়েদের বই প্রকাশের সুসংবাদেও তোমার উচ্ছ্বাস লক্ষ্য করেছি। সহব্লগারদের প্রতি এই হার্দিক সহমর্মিতার প্রশংসা করছি, সাবিনা।

      জবাব দিন
  3. আসাদ (৭৭-৮৩)

    'দৃশ্য কাব্য' শব্দটা দারুন মানিয়েছে এই কবিতার সাথে! দৃশ্য কাব্যের সাথে আমার প্রথম পরিচয় সম্ভবত ওয়ার্ডস উয়ারথের লেখা প্রকৃতি বিষয়ক কবিতাগুলো থেকে !

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।