একদিন ঝড়ো রাতে তুমি এসেছিলে,
চুপচাপ কাছে এসে পাশে বসেছিলে।
বোশেখের আমগুলো ঝরে পড়েছিলো,
প্রদীপের শিখাটুকু নিভে গিয়েছিলো।
তারপর…
মনে পড়ে?
তারপর আর তেমন কিছু নয়…
আঁধার মাঝেই উঠে তুমি রসুইঘরে গেলে,
উনুন ফুঁকে পাটখড়িতে আগুন ধরালে।
সেই আগুনে নিভে যাওয়া সলতে জ্বালালে,
আবার পাশাপাশি আলোয় বসে গল্প শোনালে…
ঢাকা
০৪ নভেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
তারপর আরেক ঝড় 😉
পুরাদস্তুর বাঙ্গাল
শুরুর দুই লাইন ব্রাউনিং এর 'পোরফাইরিয়া'স লাভার' এর কথা মনে করিয়ে দেয়... 🙂
আবহ টা চমৎকার, ভাইয়া! :clap:
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
খুবই সাহসি কবিতা।
আমি মাঝে দু'চারখানা লিখলাম দেখে সবাই কি ভয়টাই না দেখালো!!!
যাক, এখন থেকে আর ভয় পাবো না।
বলবো, খায়রুল ভাইও লিখেন।
পারলে ওনাকে ঠেকাও আগে।
😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
তারপর চাঁদ আলোর টানেল ধরে
চেয়েছিলো জেনে নেয় গোপনেরে
পাখীরা রাতভর থেকে থেকে ডেকে ডেকে
বলছিলো যেনো ওরাও ধারে কাছে পাহারাতে
'তারপর' নিয়ে অনেকেরই অনেক রকম ভাবনা মনে জাগতে পারে। সেটাই স্বাভাবিক। অভিজ্ঞতা সবারটা একরকম নয়, সেরকমটা হবার কথাও নয়। কেউ আরেক ঝড়ের কথা ভাববে, কেউ সাহসী হবার কথা ভাববে। কেউ অন্য কোন প্রিয় কবিতা বা লেখার কথা স্মরণ করবে, কেউ ঘরের আঁধারকে উপেক্ষা করে বাইরের জ্যোৎস্নাকে খুঁজবে। কারো কারো ভাবনা ক্লাইম্যাক্সে উপনীত হবে, আবার কারোটা বা এ্যান্টি-ক্লাইম্যাক্সে। এমনটা ভাবলে কেমন হয়?যেমনঃ
আঁধার মাঝেই উঠে তুমি রসুইঘরে গেলে,
উনুন ফুঁকে পাটখড়িতে আগুন ধরালে।
সেই আগুনে নিভে যাওয়া সলতে জ্বালালে,
আবার পাশাপাশি আলোয় বসে গল্প শোনালে…
😉 B-)
পুরাদস্তুর বাঙ্গাল
হয়তো তুমি খেয়াল করে থাকবে মোস্তাফিজ, যে আমার উপরের মন্তব্যটুকু লেখার পরে মন্তব্যের আলোকে কবিতাটা সম্পাদনা করে আরও পাঁচটি লাইন জুড়ে দিয়েছি। হয়তো কবিতাটা এখন স্বয়ং সম্পূর্ণ হলো।
নোটিফিকেশন দেখে চোখ মারছি ভাই। এখন দেখলাম। সব জল্পনা কল্পনার অবসান ঘটলো। :frontroll:
তবে কবিতায় কিছু রহস্য থাকা ভাল :boss:
পুরাদস্তুর বাঙ্গাল