আমি আবার একদিন সমুদ্রে যেতে চাই,
হোক তা রৌদ্র করোজ্জ্বল চকচকে দিন,
কিংবা কোন দুঃখিনী নারীর মুখের মত
মেঘাচ্ছন্ন মলিন, তবু সমুদ্রে যেতে চাই।
সৈকত যেমনই হোক, সমুদ্রে যেতে চাই,
বালুময় কিংবা প্রস্তরাকীর্ণ, সমস্যা নাই।
সৈকত থেকে যদি দূরের কোন বাতিঘর
আমাকে ইশারায় ডাকে, আমি প্রফুল্ল হই।
হোক সে সৈকত ভীড়াক্রান্ত বা পরিত্যক্ত,
তবু আমি আনমনে সমুদ্রে বেড়াতে চাই।
সহস্র মুখের জনারণ্যে হারিয়ে যেতে চাই,
কিংবা একা একাই বসে ঢেউ গুনতে চাই।
যে শিশু একান্ত মনে বানায় বালির প্রাসাদ,
কিছুক্ষণ তার পাশে গিয়ে বসে থাকতে চাই।
প্রেমের আবেগ নিয়ে লেখা মানুষের নামগুলো
মুছে যাবার আগেই একবার পড়ে দেখতে চাই।
সমুদ্রজলে দাঁড়িয়ে আমি কালান্তর কাটাতে চাই।
সমুদ্রের ভাষা বুঝতে চাই, পূর্ণিমার রাতে চাই,
অমাবস্যার অন্ধকারে চাই। সৌম্যে ও শান্তিতে,
কিংবা বিক্ষুব্ধ ঝঞ্ঝায়ও, আমি সমুদ্রে যেতে চাই।
ঢাকা
২৩ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
'আনমনে সমুদ্রে যেতে চাই'
'কালান্তর কাটাতে চাই'
আ হা! মুগ্ধ।
ধন্যবাদ, নূপুর। অনুপ্রাণিত হ'লাম।
ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আস্তে করে এই গানটা ছেড়ে তারপর এ কবিতা পড়লে দারুন লাগবে
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
অসাধারণ তোমার আইডিয়াটা, ইশহাদ। তাই করলাম। অপূর্ব!
গানটা কবিতায় একটা আলাদা মাত্রা জুড়ে দেয়। মেনী থ্যাঙ্কস!
🙂 :guitar: 🙂
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ওশান্স আর ফ্যান্টাসি 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
কিছু কিছু সময় আসে, যখন সাগর বড় বেশী ডাকে।