রাগ

কথায় কথায় আসো তুমি,
জাপটে ধরো মনটাকে,
উস্কে দিয়ে বাধ্য করো,
কঠিন পণে আটকাতে।

একটু পরেই একটুখানি
মিষ্টি কথায় যাও ভিজে,
সব ভুলে যাও এক নিমেষে
একটু আদর আহ্লাদে!

বরফ যেমন গলে তাপে,
তেমন গলো অশ্রুতে,
কঠিন তোমার বাহিরখানি
তরল ভেতর দিকটিতে।

গলেই যদি যাবে তুমি,
আর এসোনা ক্ষণে ক্ষণে,
সুখপাখীটা বিগড়ে গেলে,
উড়াল দেবে কোন বনে!

ঢাকা
০৭ ফেব্রুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

১,৪০৭ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “রাগ”

    • খায়রুল আহসান (৬৭-৭৩)

      মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, লুৎফুল।
      যারা সহজে রাগ করে, তারা বেশীক্ষণ রাগটাকে ধরে রাখতে পারেনা। কিন্তু ঘন ঘন রাগ করাতে এক সময় সম্পর্কে চিড় ধরতে পারে। তাই বলেছি ওকথা।
      প্রায় আড়াইদিন মন্তব্যহীন থাকার পর এ কবিতার ভাগ্যে শিকে ছিঁড়লো। এজন্য তাই তোমাকে :hatsoff:

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।