এলোমেলো ভাবনাগুলো মাথায় খাবি খায়,
যখন যেথায় ইচ্ছেমত কাঁপন দিয়ে যায়।
গান গেতে চাই, সুর আসেনা,
ঘুম গেলো কই, ঘুম আসেনা,
এমনি করে চুপিচাপি ঘুম গেলো কার বাড়ী?
ঘুমকাতুরে আমার সাথে ঘুম দিয়েছে আড়ি!
বৃষ্টি পড়ে টাপুর টুপুর খালে এলো বান,
বৃষ্টি পড়া শুরু হলেই মন করে আনচান।
বন্ধুরা সব অফিস করে সকাল সন্ধ্যা ধরে,
আমার আয়েশ দেখে তারা ঈর্ষা জ্বরে পোড়ে।
ভাবে তারা কত সুখী এই ঘুমকাতুরের জীবন,
ঘুমকাতুরের ঘুম আসেনা, কেমন কথা এমন?
ঘুম চাইলেই ঘুম আসেনা, ঘুমের দেশের পরী
নানা রকম ছল করে যায়, ঘুম যে মন্বন্তরী।
রাত জেগে তাই পদ্য লিখি,
ঠায় দাঁঁড়িয়ে আঁধার দেখি,
চিরকালের চেনা ঘুম আজ হলো দেশান্তরী,
ঘুম আসেনা, ঘুম আসেনা, ঘুম দিয়েছে আড়ি।
ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
আহা ঘুম !
অপেক্ষায় পড়ে থাকে
রাত নিঝুম ...
চমৎকার, চমৎকার! :clap: :clap:
ঘুমহীন রাতে এরকমই মনে হয়।
খায়রুল ভাই,
আপনার এই ব্যাপারটি আমাকে খুব অভিভূত করে।
আপনি সব সময় জোড়ায় জোড়ায় লেখা দেন...
আপনার ডেডিকেশন সেই লেভেলের... :salute:
আপনাকে সশস্ত্র সালাম! ::salute::
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
একেবারে খাঁটি কথা।
:clap: :clap:
ব্যাপারটা তুমি খেয়াল করেছো বলে তোমায় ধন্যবাদ, জুনায়েদ। দুনিয়ার সবকিছুতেই তো জোড়া!
::salute::
ঘুম আসে না, ঘুমও স্বার্থপর...
পুরাদস্তুর বাঙ্গাল
ওটা একটা বিশেষ ধরণের পরিস্থিতি ছিল। এমনিতে আমি চেয়ারে বসেও সারারাত ঘুমুতে পারি।
মন্তব্যের জন্য ধন্যবাদ, মোস্তাফিজ।
:)) [ এক সপ্তাহের ছুটিতে আছি :goragori: ]
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
বেশ তো! ছুটিতে কবিতা লিখছো কয়টা?