উপায় নেই

কবিতা না লিখে কোন উপায় নেই,
কেন? আমার যে কোন শ্রোতা নেই!
আমার মুখেও তো কোন ভাষা নেই।
অথচ ভেতরে অনেক কথা আছে,
যেগুলো বলা খুব সহজ কথা নয়
যেগুলো শোনার কারো সময় নেই।

আমার অনেক বিমূর্ত ভাবনা আছে।
ভাবনাগুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে,
করোটির গভীরে জমাটবদ্ধ মস্তিষ্কে।
আমার অনেক বদ্ধ দীর্ঘশ্বাস আছে,
যেগুলো বাঁধা আছে বুকের হাপরে।
সেগুলো বিমুক্তির কোন উপায় নেই।

তাই, কবিতা ছাড়া কোন গতি নেই।
কাউকে দিব্যি দিচ্ছিনা আমার কোন
কবিতা পড়তে। জটলাবদ্ধ ভাবনারা
শব্দের রথে চড়ে যদি বেরিয়ে আসে,
আমি তাতেই বর্তে যাই, ভারমুক্ত হই।
সেটা কবিতা না হলেও সমস্যা নেই।

একমাত্র কবিতাই পারে ধীরে ধীরে
আলতো হাতে এক এক করে
ভাবনার বাঁধনগুলো খুলে দিতে,
নিঃসীম শুন্যে মিলিয়ে দিতে,
কাগজে বা ল্যাপটপে ধরে রাখতে,
বিলীন হবার আগে, অতল বিবরে।

ঢাকা
০৯ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

১১,৯৮৮ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “উপায় নেই”

  1. পারভেজ (৭৮-৮৪)

    "কাউকে দিব্যি দিচ্ছিনা আমার কোন
    কবিতা পড়তে..." - এই মাইন্ডসেটটা থাকলে তো আর কোন ভাবনা নাই...
    দুহাত খুলে লিখে গেলেই হলো।

    ভাল লেগেছে বক্তব্যটা।
    খুবই কমফোর্টিং, এবং ইন্সিপায়ারিং।
    🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • খায়রুল আহসান (৬৭-৭৩)

      অনেক ধন্যবাদ, সুনীলের এই চমৎকার কবিতাটা এখানে উদ্ধৃত করার জন্য।
      "মেষপালকের গানে এ পৃথিবী বহুদিন ঋণী" - চমৎকার এই পংক্তিটার জন্য আমরাও সুনীলের কাছে ঋণী হয়ে রইলাম। আমরা উত্তরাঞ্চলের মানুষেরা নিশীথ রাতে হাট থেকে ফেরা গারোয়ানের (গরু-মোষ গাড়ীর চালক) দরাজ কন্ঠে ভাটিয়ালী গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে আশৈশব অভ্যস্ত। "ওকি গাড়ীয়াল ভাই...." কিংবা "ওকি ও কাজল ভ্রমরা রে....." এখনো কানে বাজে।

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।