সবুজ পাতারা হেসে হেসে সূর্যের কাছে
কিছু আলো চেয়েছিলো,
কিছু তাপ চেয়েছিলো,
আর কিছু ভালোবাসা চেয়েছিলো।
সূর্য মেঘের আড়ালে লুকিয়ে গেলে
পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়েছিলো।
সাতরঙা রঙধনুটা ঝিলিমিলি হেসে হেসে
রৌদ্রের কাছে কিছু রঙ চেয়েছিলো।
মেঘের কাছে জলকণা চেয়েছিলো।
রৌদ্র নিমেষে হারিয়ে গেলে,
মেঘ নিমেষে জলশুন্য হলে,
রঙিন আকাশটা ধূসর হয়ে গিয়েছিলো।
ভালোবাসা হাসায়, ভালোবাসা কাঁদায়।
কখনো তা বর্ণিল রঙধনু,
আবার কখনো লেপ্টানো কাজল।
এই উদ্ধত গ্রীবা, এই আনত আনন।
ভালোবাসা পেলে জীবন সবুজ, মুখর
না পেলে নীরব নিথর, পীতাভ ধূসর।
ঢাকা
০৭ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
পেলে জীবন সবুজ, মুখর
না পেলে পীতাভ ধূসর।
~ অনন্য !
:boss: :boss:
অনেক ধন্যবাদ, লুৎফুল। প্রথম মন্তব্যকারী পাঠক তুমি, তাই :hatsoff:
:thumbup:
[ একটা লাইন কোট করে দেখি লুৎফুল ভাই ইতোমধ্যে ঠিক ওটিই কোট করে রেখেছেন! :bash: ]
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ঠিক আছে। কবিতা পড়েছো, এতেই ধন্য।
একদম সত্যি। চমৎকার
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
মন্তব্যের জন্য ধন্যবাদ, সাইদুল।
জীবন ভালবাসাহীন হওয়াটা কি আসলেই সম্ভব?
সবচেয়ে দুর্বিনত, ঘৃন্য, উপেক্ষিত মানুষকেও ভালবাসা পেতে দেখেছি কারো না কারো কাছ থেকে।
তাই "ভালোবাসাহীন জীবন" কথাটা কেন যেন আমার কাছে "সোনার পাথরবাটি"-র মতো শোনায়।
তবে, হ্যাঁ।
কাঙ্খিত সুনির্দিষ্ট ব্যক্তির ভালবাসা-বঞ্চিত থাকাটা খুবই কমন একটা ব্যাপার।
কোন দ্বিমত নাই এতে.........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
সেই কাঙ্খিত ভালোবাসার কথাই এখানে বলেছি, পারভেজ। অযাচিত ভালোবাসা এসেও মানুষের জীবনকে কখনো কখনো সমৃদ্ধ করে, সন্দেহ নেই।
কারো কখনো একেবারে "ভালোবাসাহীন জীবন" হতে পারে কিনা, তা নিয়ে এর আগে কখনো ভাবিনি। একেবারে ভালোবাসা ছাড়া কোন জীবন তো মনে হয় বাঁচতে পারেনা, যেমন পারেনা অক্সিজেন ছাড়া। কারো কারো ভালোবাসা হয়তো দৃষ্টির অন্তরালে থেকেই অক্সিজেন যুগিয়ে যায়।