কখনো আধো ঘুমে কখনো আধো জেগে
তুমি চোখ মেলে আইফোনে দেখো খুঁজে
কেউ জানালো কিনা কোন কোমল কথা
যা আর্দ্র করে দেয় দেহ মন চোখ, অযথা।
যদি কোন বাণী থাকে তবে চোখ খুলে যায়,
অঙুলি চলে যায় কী বোর্ডের ছোট্ট লেখায়,
লিখে যাও কত চিরকুট রোমান্টিক আবেশে
কখনো ভারী মনে, কখনো বা মুচকি হেসে।
যদি কোন নতুন বাণী জ্বলজ্বল করে না ভাসে,
তুমি কি আবার ঘুমিয়ে পড়ো একই আবেশে?
ঘুমের মাঝে কি কখনো চিরকুট লিখো তাকে?
যাকে ভেবে জাপটে ধরে থাকো, বালিশটাকে!
ঢাকা
০১ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
"সর্বস্বত্ব সংরক্ষিত"? ভাই!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হ্যাঁ, মানে কবিতার আর কি। কবিতায় উদ্দিষ্ট মানুষটির নয়। 🙂
:))
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
বাহ! দারুন একটা দৃশ্যকল্পতো?
সব দেখতে পেলাম এবং খুবই উপভোগ করলাম।
🙂 🙂 🙂
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
চোখ ও মন এক না হলে এ দৃশ্যকল্প দেখা যায় না। দুটোই তীক্ষ্ণ তোমার, পারভেজ।
সুন্দর ছবি একেঁছেন ভাই :clap: :clap:
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ মোস্তাফিজ। প্রীত হ'লাম।
তুমি চোখ মেলে আইফোনে দেখো খুঁজে
ঘুমের মাঝে চিরকুটগুলো পায় কি ঠিকুজে
- দুরন্ত এক কবিতায় যেনো উছলে উঠেছে প্রাণ ।
চমৎকার হয়েছে তোমার এ দুটো পংক্তিও।
মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ।
:boss: :boss:
সদা সুস্বাগত ভাই ।
ঘুমের মাঝে কি কখনো চিরকুট লিখো তাকে?
যাকে ভেবে জাপটে ধরে থাকো, বালিশটাকে!
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
খায়রুল ভাই, আপনার শব্দ দিয়ে ছবি আঁকাটা কিন্তু দুর্দান্ত। চমৎকার লাগলো।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
ভীষণ অনুপ্রাণিত হ'লাম, অরূপ। ধন্যবাদ।
খুব ভালো লাগলো খায়রুল ভাই।
আপনার কাব্যভাষায় প্রেমের প্রকোপ বাড়ছে। 🙂
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, নূপুর।
প্রকোপ? দারুণ একটা শব্দ ব্যবহার করলে!
কমা বাড়ার মাঝেই তো জীবন!