ধ্রুপদী ভাবনা

নিজ হাতে যবনিকা টেনে দিলে তুমি,
ওগো সুদূরিয়া!
ঝরাপাতার দিন শুরু হয়ে গেছে বলে,
তুমি তাকেও ঝরিয়ে দিলে!

শুকনো পাতার মর্মরধ্বনি
সকাল দুপুর সাঁঝে,
যে বুকে সতত বাজে,
সেতো ঝরেই যাবে!

ঝরা পাতার মুখ তুমি মেঘের মাঝে
খুঁজতে যেয়োনা, সুদূরিয়া!
তুলো নাকো কোন দুখ জাগানিয়া গান
বিষন্ন পাঁজরের মত পিয়ানোর রীডে।

তোমার একটি মায়ামাখা কথা
বদলে দিতে পারে পৃথিবীর যত বিষন্ন সুর,
একটু আভাস দিয়ে যাও যদি ফের,
নিত্য বয়ে যাবে প্রাণোচ্ছ্বাস, কতনা মধুর!

ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

১,৬৮৪ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “ধ্রুপদী ভাবনা”

  1. অরূপ (৮১-৮৭)

    বরাবরের মতই চমৎকার খায়রুল ভাই।

    তুলো নাকো কোন দুখ জাগানিয়া গান
    বিষন্ন পাঁজরের মত পিয়ানোর রীডে ... এটা পড়েই একধরনের বিষন্নতায় আক্রান্ত হলাম।
    পরের ছত্রে ...
    তোমার একটি মায়ামাখা কথা
    বদলে দিতে পারে পৃথিবীর যত বিষন্ন সুর......

    অপেক্ষায় আছি কখন এই বিষন্নতা কাটবে।
    ভালো লাগলো।


    নিজে কানা পথ চেনে না
    পরকে ডাকে বার বার

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    ভাগ্যিস প্লেজয়ারিজম নিয়ে ফেলুদাগিরিটা শেষ হয়েছে।
    নইলে এমন অসাধারন ফাটাফাটি টাইপের একটা কবিতার প্রকৃত রস আস্বাদন করা কঠিন হতো।
    অপারেশন শেষ করে ফেরার একটা ফুরফুরে অনুভুতিতে আছি বলেই পূর্ন আনন্দ নিয়ে পড়লাম কবিতাটা।
    দারুন লাগলো!!!


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।