অনামিকা স্বেচ্ছায় দ্বিখন্ডিতা হয়ে যায়।
এক খন্ড দিয়ে সে কবিতা লেখায়,
আরেক খন্ড দিয়ে সে কবিতা লেখে।
এক খন্ড হয়ে যায় যাপিত জীবন,
অপরখন্ড থেকে যায় অশ্রুর কারণ।
ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
অনামিকা স্বেচ্ছায় দ্বিখন্ডিতা হয়ে যায়।
এক খন্ড দিয়ে সে কবিতা লেখায়,
আরেক খন্ড দিয়ে সে কবিতা লেখে।
এক খন্ড হয়ে যায় যাপিত জীবন,
অপরখন্ড থেকে যায় অশ্রুর কারণ।
ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
খায়রুল ভাই,
অসম্ভব ভালো লাগলো। ছোট্ট কবিতা, কিন্তু রাজ্যের প্রেম -- সমস্ত হাহাকার। (সম্পাদিত)
অনেক ধন্যবাদ তোমাকে। সিসিবি'র পাতায় কবিতা ততটা সমাদৃত নয়। তার মাঝেও এমন উদার প্রশংসা পেলে অনুপ্রেরণা এমনিতেই এসে যায়।
খায়রুল ভাই,
মোটেই যথেষ্ট প্রশংসা করা হয়নি এ চমৎকার লেখার। বিশ্বাস করুন!
থ্যাঙ্কস! 🙂
মাঝে ভেবেছিলাম কবিতা লেখবনা। আপনাদের চমৎকার সব কবিতা দেখে আবার লেখছি 🙂
এবার ভাবছি সিসিবিতে একটা কবিতা প্রতিযোগিতা আয়োজন করব। অলপোয়েট্রিতে করেছি দুটো।
পুরাদস্তুর বাঙ্গাল
মোস্তাফিজ, প্রতিযোগিতার আইডিয়াটি দারুণ লাগলো। হয়ে যাক একটা কবির লড়াই! তুমি একটা ব্লগ লিখো প্লিজ নিয়মনীতি জানিয়ে।
অবশ্যই আপু 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
এগিয়ে যাও দৃপ্ত পায়ে। আমি অবশ্য আজীবন প্রতিযোগিতা বিমুখ, এখানেও তার ব্যতিক্রম হবেনা।
শুভেচ্ছা রইলো!
🙂 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
🙂 🙂 🙂 🙂
উ লা লা! টইটুম্বুর প্রেম দেখি! 😀
টইটম্বুর কোথায়?
টইটম্বুর নয় বলছেন, কবি? আমার অকবি চোখে তো উপুরঝুপুর প্রেমই দেখতে পাচ্ছি B-)
তবে তাই হোক!
আমি কেন যেন আমার খুব পরিচিত কিছু কিছু মানুষের ছবি খুজে পেলাম এই কবিতাটাতে।
তাই বারবার না পড়ে কোন উপায় থাকলো না।
বড়ই চমৎকার! বড়ই চমৎকার!! এই উপস্থাপনাটি...
অনেকদিন মনে না থেকে যায়ই না.........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ পারভেজ, প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
তোমরা-তুমি, নূপুর, লুৎফুল সিসিবি'র পাতায় ফিরে এলে, তাই ঝিমিয়ে পড়া সিসিবিও যেন প্রাণ ফিরে পাচ্ছে! এখন দেখি অরূপ কবে আসে।
কী যে দুর্দান্ত লাগলো !
ভীষণ ।
অনেক ধন্যবাদ, লুৎফুল।
সিসিবি তোমায় ফিরে পেয়ে ধহন্য হলো। ওয়েলকাম ব্যাক!
ভাই আপনার কথায় লজ্জা পাচ্ছি খুব।
আর আসার জন্যে আকুপাকু করেছি ... কিন্তু আসা আর হয়ে ওঠেনি ...
ঝামেলা পিছু ছাড়েনি। তবু আসবো যখন যখনই পারা যায় ।
এই সিসিবি পরিবারের টানে।
আপনাদের ভালোবাসার কল্যাণে ।
:boss: :boss:
পরিবারের টানই বটে!