দ্বিখন্ডিতা

অনামিকা স্বেচ্ছায় দ্বিখন্ডিতা হয়ে যায়।
এক খন্ড দিয়ে সে কবিতা লেখায়,
আরেক খন্ড দিয়ে সে কবিতা লেখে।
এক খন্ড হয়ে যায় যাপিত জীবন,
অপরখন্ড থেকে যায় অশ্রুর কারণ।

ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

১,৮৩৫ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “দ্বিখন্ডিতা”

  1. টিটো মোস্তাফিজ

    মাঝে ভেবেছিলাম কবিতা লেখবনা। আপনাদের চমৎকার সব কবিতা দেখে আবার লেখছি 🙂
    এবার ভাবছি সিসিবিতে একটা কবিতা প্রতিযোগিতা আয়োজন করব। অলপোয়েট্রিতে করেছি দুটো।


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    আমি কেন যেন আমার খুব পরিচিত কিছু কিছু মানুষের ছবি খুজে পেলাম এই কবিতাটাতে।
    তাই বারবার না পড়ে কোন উপায় থাকলো না।
    বড়ই চমৎকার! বড়ই চমৎকার!! এই উপস্থাপনাটি...
    অনেকদিন মনে না থেকে যায়ই না.........


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।