বনের মাঝে কত রঙের ফুল ফোটে,
নীল-বেগুনি, লাল-সাদা আর হলদেটে।
রঙ্গিন ফুলের রঙ্গিন শোভার মাঝখানে,
কোনটা হাসে, কোনটা কাঁদে কে জানে?
প্রজাপতি, ফড়িং এর দল সব ছোটে,
রঙের নেশায়, মধুর আশায়, তা বটে।
পাখনা মেলে হাওয়ায় ভেসে যায় উড়ে,
ফুলের মধু খেয়ে বেড়ায় ঘুরে ঘুরে।
পুষ্পরেনু জড়িয়ে তাদের হাল্কা গায়ে,
বয়ে নিয়ে পাখায় পাখায়, পায়ে পায়ে।
উড়ে বেড়ায় কাছে কিংবা বহু দুরে,
দেয় ছড়িয়ে বন-বাঁদারে বনান্তরে।
রঙ বেরঙের এমনি একটি ফুলবনে,
নিঃসঙ্গ দাঁড়িয়ে ছিল একটি কোণে,
হলদে রঙের নিষ্প্রভ এক ছোট্ট ফুল,
চিনতে তাকে হয়নি আমার মোটেও ভুল।
সবাই যখন হাসছিলো আর খেলছিলো,
দৃষ্টিটা তার আকাশ পানে স্থির ছিল।
উদাস কবির ঘোলা চোখের চেয়েও উদাস,
ছিলোনাতো দৃষ্টিতে তার খুশীর আভাস।
যায়নি কোন প্রজাপতি তার কাছে,
কেউ বুঝেনি এই নিয়ে তার ক্ষোভ আছে।
তার মনের ব্যথা বুঝতে পেরে এক কবি,
কাছে গিয়ে তুলে নিলো তার ছবি।
সেই ছবিটি অনেকেরই মনের মাঝে,
ভেসে ওঠে, নির্জনতায় সকাল সাঁঝে।
প্রতীক হয়ে ওঠে তাদের, একা যারা,
ভীড় ভাট্টার মাঝেও একা, বাক্যহারা।
পাদটীকাঃ ২০১২ সালের এপ্রিল মাসে নেপাল ভ্রমনে গিয়ে এরকম একটি নিঃসঙ্গ ফুল দেখে মুগ্ধ হয়েছিলাম। আজ ফেইসবুকের ছবিতে কিছু প্রাণবন্ত ফুলের সমারোহে ঠিক ও রকম একটি নিঃসঙ্গ ফুলকে দেখে মনে পড়লো সে কথা।
(ইতিপূর্বে ফেইসবুকে প্রকাশিত)
ঢাকা
২৩ ফেব্রুয়ারী, ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।
:clap: :clap: :clap: :clap:
জগতের অন্য সব বণর্ময় রূপের মাঝে নিঃসঙ্গতারও একটা রূপ আছে বোধকরি যদিত্ত এই রূপসুধা সবার জন্য নয় বলেই মনেহয়। মানুষ অথবা ফুল পাখি নিঃসঙ্গ হয়েও একাকী নাও হতে পারে। নিজেকে আমরা সবচেয়ে বেশী ভালবাসি; কিন্তু একাকী নিজের সত্তাটিকে কতজন উপভোগ করি!
"মানুষ অথবা ফুল পাখি নিঃসঙ্গ হয়েও একাকী নাও হতে পারে। নিজেকে আমরা সবচেয়ে বেশী ভালবাসি; কিন্তু একাকী নিজের সত্তাটিকে কতজন উপভোগ করি" - এই অসাধারণ ব্যঞ্জনায় মুগ্ধ হলাম। :clap:
:hatsoff: :hatsoff:
বাহ, মিল দিয়ে দিয়ে সুন্দরের অপরূপ প্রকাশ ভালো লাগলো।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ঘাসফুল, ফড়িং, প্রজাপতি, বুনো ফুল, বুনো ফুলের গন্ধ বড় কাছের মনে হয়।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ধন্যবাদ রাজীব, কবিতা পড়ে তোমার ভাবনাটুকু প্রকাশ করার জন্য।
আহা নি:সংগ ফুল
ভালোবাসা আকুল
ঝুলে থাক দোদুল
হয়ে কান বা নাকফুল
বুনো বৃক্ষ লতা গুল্ম
যেখানেই হোক জন্ম
রঙএর বাহারে পাতার কিনারে
ফুটে থাকা রংধনু যেনো আহারে !
:boss: :boss: :boss:
চমৎকার এ কবিতাটার জন্য ধন্যবাদ, লুৎফুল।
নিঃসঙ্গ কোন এক ফুলের চঞ্চল কানফুল বা নাকফুল হয়ে দোলার কল্পিত দৃশ্যটা আমার মনেও মাঝে মাঝে আসে।
:boss: :boss:
ছবিটা বড় সুন্দর করে এঁকেছেন খায়রুল ভাই!
:clap: :clap:
অনেক ধন্যবাদ, নূপুর। অনুপ্রাণিত হ'লাম।
কবির কাছে কোন কিছুই যে তুচ্ছ নয়, এই বোধ টাই আমাকে আপ্লুত করেছে। সুন্দর কবিতা স্যার
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
কবিতা পাঠ ও চমৎকার মন্তব্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ, সাইদুল।