শিশু জন্মের বেদনার কথা প্রসূতি জানে,
বুনোফুল ফোটানোর ব্যথা বনভূমি জানে।
পিয়ানোর মূর্ছনার ব্যথা বেটোফেন জানে।
কবিতার বেদনার কথা শুধু কবিই জানে।
হলুদ পাতা ঝরার ব্যথা মালিনী বোঝে,
পরিত্যক্ত পিয়ানো তার বাদক খোঁজে।
তটিনীর যে স্রোতধারা মরুতে হারায়,
উৎস গিরি বারে বারে তার পানে চায়
বেদনা ছাড়া সৃষ্টি হয় না,
বেদনা ছাড়া ধ্বংস হয় না।
বেদনা ছাড়া জন্ম হয় না,
বেদনা ছাড়া মৃত্যু হয় না।
বেদনাই প্রাণের স্ফূরন ঘটায়,
বেদনাই প্রাণের স্পন্দন থামায়।
ঢাকা
১৮ জুন ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
বাহ, চমৎকার!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
প্রশংসায় প্রীত হ'লাম, ধন্যবাদ মোস্তফা।
ক্যাডেট কলেজে আমাদের শেষ বয়সের বাংলা শিক্ষক, মিঃ মাহবাউব আলম কে মনে পড়লো। উনি বলতেন একটা উদ্ভিদের যখন জন্ম হয়। সেও মাটি ফুঁড়ে ওঠে। কষ্ট ছাড়া কোন সৃষ্টি হয়না।
কবিতার কথা আর নতুন কী বলবো, বরাবরের মতই।
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
কবিতাটা লেখার সময় আমার মনে যেসব চিন্তার আনাগোনা ছিলো, মাহাবুব স্যারের কথায় সেটাই প্রতিভাত হয়েছে।
বেদনাই প্রাণের স্ফূরন ঘটায়,
বেদনাই প্রাণের স্পন্দন থামায়।
আসলেই তো...সবকিছুতেই দেখি ব্যথা...বেদনার উপস্থিতি!
খুব ভাল লাগল ভাই! :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ জুনায়েদ। ব্যথা বেদনা সুখ দুখের নিত্য সহচর।
"কবিতার বেদনার কথা শুধু কবিই জানে।
বেদনা ছাড়া সৃষ্টি হয় না, ..."
-- সবাই হয়তো জানে না, আসলেই হয় না !
কবিতা পাঠ ও সহমত প্রকাশের জন্য ধন্যবাদ, লুৎফুল।
সত্যি কথা, চোখ খুলে দেখলে এটাই সত্য। বেদনা মিশে থাকে সব সৃষ্টিতে। তব, এক বিদ্রোহী কবি কিন্তু বলেছিলেন " আজ সৃষ্টি সুখের উল্লাসে..."
ধন্যবাদ মাহবুব। তুমি ঠিকই বলেছো বিদ্রোহী কবির "আজ সৃষ্টি সুখের উল্লাসে..." এর কথা। তবে তিনি সেখানে এ কথাও বলেছেন, "মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে । ঐ রিক্ত বুকের দুখ আসে"...
:boss: